বিশ্বকাপ উন্মাদনায় আমরা-২০২২

in hive-129948 •  2 years ago 

০৯অগ্রায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

২৫নভেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
২৯রবিউস সানি , ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🇦🇷🇦🇷

1669345491353.jpg

আমার বাংলা ব্লক পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের বিশ্বকাপ উন্মাদনা নিয়ে পোস্ট শুরু করছি আশা করছি আমার আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ অথবা কাতার বিশ্বকাপ ২০২২ এর আনন্দ এবং উন্মাদনায় ভাসছে সারা বিশ্ব। আমাদের দেশের মানুষ তো এমনি আনন্দ প্রিয় খেলা প্রিয়। যা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভি খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি।। খেলা দেখার জন্য দূর-দূরান্ত থেকে বড় পর্দার কাছে আসছে বিভিন্ন ধরনের মানুষ।। বিশেষ করে আর্জেন্টিনার খেলার দিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শুধু মানুষ আর মানুষ। যেখানে ৯৫% মানুষ ছিল নীল আকাশী কালারের জার্সি পড়ে অর্থাৎ আর্জেন্টিনার সাপোর্টার।। আমাদের কুষ্টিয়ায়ও চলছে টানটান উত্তেজনা এবং উন্মাদনার মধ্যে দিয়ে বিশ্বকাপের আনন্দ উপভোগ।। আজ আপনাদের মাঝে তুলে ধরব আমাদের বিশ্বকাপ উন্মাদনার কিছু আলোকচিত্র এবং কিছু কথা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।

🇦🇷🇦🇷

IMG_20221125_090020.jpg

IMG_20221125_085948.jpg

বর্তমান পৃথিবীর ফুটবল জাদুকর বলতে একজনকে বোঝানো হয় সে হচ্ছে লিওনেল মেসি। যাকে এক কথায় সবাই ফুটবল জাদুকর অথবা খুদে জাদুকর বলেছেন।। যার বলের প্যাঁচে বোকা বনে যায় গোলকি এবং মাঠের প্লেয়াররা।। এটাই তার শেষ বিশ্বকাপ মনেপ্রাণে আশাবাদী এই বিশ্বকাপ এই খুদে জাদুকরের হাতেই যাবে।। তবে এই খুদে জাদুকরের ফুটবল বিশ্বকাপ টা শুরু হয়েছে হতাশা আর গ্লানির মধ্য দিয়ে।। পয়েন্ট টেবিল এবং রেংকিং এর তলায় থাকা সৌদি আরবের কাছে হেরেছে দুই এক গোলে।। যা আসলে কখনোই আর্জেন্টিনা সাপোর্টার রা মেনে নিতে পারছে না।। যাহোক এটা কোন কথা নয় হারলেও আর্জেন্টিনা জিতলেও আর্জেন্টিনা মনেপ্রাণে আর্জেন্টিনা।।

🇦🇷🇦🇷

IMG_20221125_090151.jpg

IMG_20221125_085909.jpg

এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাঠের কিছু দৃশ্য।। আসলে একা একা বাড়িতে খেলা দেখে কোন মজা হয় না টেলিভিশন তো এখন সবার রুমে রুমে আছে।। কিন্তু গ্রামের ছোট বড় ধনী-গরিব সবাই মিলে একসাথে বড় পর্দায় খেলা দেখার মজাই অন্যরকম। যা আমরা প্রতিবারই আয়োজন করে থাকি তবে এবারও একটা নতুন প্রজেক্টর আমরা কিনেছি গ্রামের সবাই মিলে খেলা দেখার জন্য।। গ্যালারি দশকের দিকে তাকালে নিশ্চয়ই আপনি লক্ষ্য করতে পারবেন শুধু নীল আকাশী কালারের জার্সি পড়ে। আর মাঝে মাঝে সামান্য দু একজন সৌদি আরবের সাপোর্টার ছিল।। হাফ টাইম পর্যন্ত মাঠের কেলা ভালোই গড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আর্জেন্টিনাকে পরাজিত হতে পারে সৌদি আরবের।।

IMG_20221125_090221.jpg

খেলা দেখার এক পর্যায়ে আমাদের এবারের আয়োজন এর একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে আমাদের প্রজেক্টর যার মাধ্যমে আমাদের গ্রামের সবাই মিলে একসাথে বসে খেলা দেখতে পারছি শান্তি-শৃঙ্খলার সাথে। বাজারে গেলে যেমন ধর দাম কষে কেতাব বিক্রেতা। এমনি খেলা দেখার সময় যার যার দলের দিকে সেই সেই টানবে এটাই স্বাভাবিক।। টিপল থেকে শুরু করে বর্তমান সময়ে মাঠঘাট সব জায়গায় চলছে যার যার দলের ছাপাই ঘর সময়।। তাইতো খেলা দেখার সময় অনেক উত্তেজনায় ফেটে পড়ে দর্শকরা প্রিয় দলকে নিয়ে।।

IMG_20221125_085835.jpg

IMG_20221125_085815.jpg

IMG_20221125_085757.jpg

IMG_20221125_085719.jpg

এবারের বিশ্বকাপে আমাদের আয়োজনকে ঘিরে রয়েছে মূল অংশে গ্রামের আপম জনগণ। ফটোগ্রাফি গুলাতে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই কনকনে শীতের রাতে সবাই মিলে একত্র হয়ে খেলা দেখার মজাটাই অন্যরকম। যদিও সবার বাড়িতে টেলিভিশন রয়েছে কিন্তু তার পরেও সবাই একসাথে হয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে খেলা দেখার আয়োজন করা হয়েছে এজন্য সবাই এখানে জড়ো হয় খেলা দেখার জন্য।। যদিও পোস্টা করতে চেয়েছিলাম আরো দুদিন আগে কিন্তু প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়াতে এক ধরনের অশান্তিতে ভুগছিলাম এজন্য পোস্টটা আজকে করলাম।। যদিও আমাদের অঞ্চলে 95 শতাংশ মানুষ আর্জেন্টিনার সাপোর্ট করে।। মুফতি কয়েক ব্রাজিল আর বাদ বাকি সব অন্যান্য দল।। ফটোতে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন ছোট বড় বৃদ্ধা সবাই এখানে খেলা দেখায় অংশগ্রহণ করেছে।। মোটামুটি আমরা এখানে বসার জন্য একটি ব্যবস্থা করেছি।। তবে যে পরিমাণ লোক হওয়ায় তার তুলনায় বসার জায়গা কিছুই করতে পারিনি।। গতরাতে ও ব্রাজিলের খেলা দেখার সময় অনেক মানুষ হয়েছিল মুষ্টি কয়েক লোকের বসবার জায়গা করতে পেরেছি বাকি লোক সব দাঁড়িয়ে খেলা দেখেছে।। যাহোক হেরেছে দল এজন্য পোস্ট করতে দুদিন বিলম্ব তাতে কি হয়েছে আশাবাদী আমরা এবারের বিশ্বকাপে কিছু একটা করে দেখাবো।।

IMG_20221125_090252.jpg

খেলায় তর্ক বিতর্ক থাকবেই আর্জেন্টিনা হেরেছে তবে গোল অনেক গুলা হয়েছিল সবই অফসাইড হয়েছে।। সাময়িকভাবে প্রিয় দল হারাতে সবাই কিন্তু অনেক কষ্ট উপভোগ করেছে।। এর মানে এই নয় যে চিল্লাচিল্লি করে কান্না করতে হবে।। উপরের ছবিতে যে ভালো করে ছবিটি আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে আমার মেজ ভাইয়ের ছেলে।। সে মনে প্রাণে ম্যাচে ভক্ত আর্জেন্টিনা বলতেছে সব বলছে খেলা দেখায়।। কিন্তু সেদিন আর্জেন্টিনা হেরে যাওয়াতে বাড়ির মধ্যে গিয়ে রোম আটকায়ে খুব চিলাপাল্লা করে কেঁদেছে।। সান্তনা স্বরূপ আমি গিয়ে কিছু একটা বলেছি এবং সেই সময়ই তার এই ফটোগ্রাফিটি করেছি সেটিও আপনাদের মাঝে তুলে ধরলাম।।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

যে হারে বাংলাদেশের মানুষ ফুটবল পছন্দ করে তা যদি ফুটবল খেলোয়াড় জানতো তাহলে এই দেশের হয়ে তারা খেলতো😉😉।এখন তো জায়গায় জায়গায় প্রজেক্ট লাগানো থাকে।তবে একা দেখার চেয়ে সবাই মিলে দেখার মজাই আলাদা।আর খেলায় হার জিত তো থাকবেই।

ঠিকই বলেছেন আপনি যদি তারকরা জানতো যে তাদের এত ফ্যান আছে বাংলাদেশ তাহলে তারা বাংলাদেশের হয়ে খেলার চেষ্টা করত ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

আমি অবশ্য খেলা এবার একা একাই দেখেছি। তবে হ্যাঁ সবাই মিলে খেলা দেখার মজাটাই আলাদা। আর হ্যাঁ এখন তো ফেসবুকে ঢুকলে আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টারদের মারামারি দেখতে পাই সবসময় 😃। ধন্যবাদ।

আনন্দ উল্লাস আর বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে খেলা না দেখলে কখনোই খেলা দেখে কোন মজা হয় না একা একা

আমার কাছে খেলা দেখতে খুবই ভালো লাগে কিন্তু কোন দল সাপোর্ট করিনা। অনেকেই আছে দল নিয়ে ঝগড়া করে। আমার কাছে এরকম একদমই ভালো লাগেনা। এমনিতে অনেকের কাছে শুনেছিলাম যে আর্জেন্টিনা হেরে গিয়েছিল। আর্জেন্টিনা সাপোর্টার রা অনেক কষ্ট পেয়েছিল এর কারণে। এর কারণে যে কান্নাকাটি করা শুরু করে দেওয়া ঝগড়া করা এরকম কিছু নেই। সবাই মিলেই এমনিতে খেলা দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। কিন্তু সময়ের কারণে দেখতে পারিনা। খুবই দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।

আসলে যে কোন কাজ এই প্রতিপক্ষ না থাকলে সেই কাজ করে কোন মজা অনুভব করা যায় না।। তাইতো প্রতিনিয়তই খেলাকে কেন্দ্র করে চলছে বিভিন্নভাবে বাক বিতর্ক।। অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা এবারের খেলা অনুভব করতে পারছি বড় পর্দায়।।

আপনাদের গ্রামে খুব ভালো আয়োজন করেছে তো ফুটবল খেলা দেখার। আসলে একা একা খেলা দেখার মজা নেই। সবাই মিলে দেখার অন্যরকম একটা আনন্দ। তাছাড়া যদি হয় বড় পর্দায় এবং একই দলের সাপোর্টাররা তাহলে তো আনন্দ আরও বেশি। বাচ্চারা খেলা নিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এজন্যই হয়তো আপনার ভাতিজাও আর্জেন্টিনার হার মানতে পারেনি। যাই হোক আয়োজনটা খুব ভালো লেগেছে আমার কাছে।

ঠিকই বলেছেন আপনি একা একা খেলা দেখার মাঝে কোন আনন্দ খুঁজে পাওয়া যায় না সবাই মিলে একত্র হয়ে তারা দেখার মজাটাই অন্যরকম। আর সেখানে যদি থাকে প্রতিপক্ষ দলের কিছু সমর্থক তাহলে তো মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়।।

বর্তমান সময়ে ফুটবল বিশ্বকাপের দামামা বেজে উঠেছে প্রায় চারিদিকে। আমরা সকলেই বড় পর্দায় খেলা দেখতে অনেক বেশি পছন্দ করি এখন ফুটবলকে মানুষ এতটাই জনপ্রিয় করে তুলেছে যে ফুটবল বিশ্বকাপ যখন শুরু হয় তখন প্রায় সকল জায়গাতেই বড় বড় প্রজেক্টরে খেলা দেখানো হয়। সেদিন অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি তবে মনে মনে খুবই দুঃখ পেয়েছি আর্জেন্টিনা হেরে যাওয়াতে। যাইহোক পরবর্তী ম্যাচ গুলোর জন্য শুভকামনা রইল দেখা যাক কি হয়। খেলা দেখার মুহূর্তে আপনি অনেক সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো।

ক্রিকেট থেকে ফুটবল এখনো বেশি জনপ্রিয় তার স্থানটি দখল করে রয়েছে। আমরা খুব মজা করে বড় পর্দায় ম্যাচটি অনুভব করছি গ্রামের সবাই একত্রিত হয়ে এটা অন্যরকম একটি অনুভূতি।।

খেলা একসাথে দেখার আনন্দই অন্যরকম। আমরাও একসাথে খেলা দেখি।আপনাদের খেলার আয়োজন দেখে আমার খুব ভাল লেগেছে।অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ আপনাকে।

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। তাইতো সবাই মিলে একত্র হয়ে একই তাঁবুর নিচে খেলা দেখছি আর মজা অনুভব করছি যদিও এখানে রয়েছে বিভিন্ন দলের সাপোর্টার কারণ প্রতিপক্ষ না থাকলে কখনো কোন কাজে পরিপূর্ণ তৃপ্তি আসে না।