পছন্দের ❤️এবং খুবই সুস্বাদু 😋৪টি রেসিপি পোস্টের রিভিউ 😋😋

in hive-129948 •  3 years ago 

১১বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ

২৪এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
২২রমজান, ১৪৪৩ হিজরী
রবিবার
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


😋😋🍗😋

1650726857324.jpg

|`আজ আপনাদের মধ্যে তুলে ধরব পছন্দের❤️ এবং খুবই সুস্বাদু❤️ চারটি রেসিপি পোস্ট এর রিভিউ। স্মৃতির পাতায় স্মরণ করে রাখার জন্য এই রিভিউ পোস্টটি আমার করা। ইলিশ মাছ কোয়েল এবং মুরগি ভুনা রেসিপি দুর্দান্ত হয়েছিল 😋🍗খুব মজা পেয়েছি খেতে। বিশেষ করে কোয়েল পাখি এবং ইলিশ মাছের কথা ভুলবার নয়।

পূণরায় আপনাদেরকে চারটি লোভনীয় রেসিপি স্মরণ করাইয়া দেওয়ার জন্যে আজকে আমার এই পোস্টটি করা। আশা করছি আমার রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। `


ইলিশ মাছ ভুনা 😋😋

IMG_20220423_211153.jpg

১লা বৈশাখে স্পেশাল ভাবে ইলিশ মাছ ভুনা😋😋

ইলিশ বাঙালির খাদ্যসংস্কৃতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। ভাজা, ভাপা, ঝোল আর তরকারি। ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটি খাবার। অন্যান্য মাছের চেয়ে ইলিশ মাছ সবাই অনেক পছন্দ করে। কারণ ইলিশ মাছে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়।

রেসিপি🍲😋 সুস্বাদু ঝাল ঝাল কোয়েল পাখি ফ্রাই 🌶️🍗😋😋

IMG_20220418_150227.jpg

রেসিপি🍲😋 সুস্বাদু ঝাল ঝাল কোয়েল পাখি ফ্রাই 🌶️🍗😋😋

কোয়েল পাখির মাংস কে কেমন খায় আমার জানা নেই। তবে কোয়েল পাখির মাংস ফ্রাই খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আর কোয়েল পাখির ডিম তো আরো অনেক স্বাদ হয়ে থাকে। এই কোয়েল পাখি ফ্রাই অনেক টেস্ট হয়েছিল।

রেসিপি🍲😋আলু দিয়ে ঝাল ঝাল রুই মাছের ঝোল❤️❤️

IMG_20220423_211130.jpg

রেসিপি🍲😋আলু দিয়ে ঝাল ঝাল রুই মাছের ঝোল❤️❤️

রুই মাছ খেতে সবারই অনেক পছন্দের আমার মনে হয়। কারণ এই মাছে অনেক টেস্ট থাকে। আর আলু দিয়ে রান্না করলে এটি খেতে অনেক সুস্বাদু লাগে আমার কাছে। আমার এই রেসিপি অনেক মানুষ সুন্দর সুন্দর মন্তব্য করেছিল। যা আমার কাছে বেশ ভালো লেগেছিল।।

সুস্বাদু মুরগীর মাংস🍗ভুনা😋১০%লাজুক শিয়ালকে❤️

IMG_20220423_211214.jpg

সুস্বাদু মুরগীর মাংস🍗ভুনা😋১০%লাজুক শিয়ালকে❤️

মুরগির মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি সময় পেলেই হালকা একটু ঝাল বেশি দিয়ে মুরগির মাংস ভুনা করি। যা টেস্ট হয়। আশা করি আমার এই রেসিপিটা ও আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল।

1650726857324.jpg

আমার সেরা চারটি রেসিপি পোস্ট এর রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করি আমার রেসিপি রিভিউগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রেসিপি গুলোর মধ্যে আমার খুবই পছন্দের একটি খাবার কোয়েল পাখি ফ্রাই। আবার দেখা হবে পরবর্তীতে কোন একটি পোস্ট নিয়ে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে চারটি পোস্ট রিভিউ শেয়ার করেছেন। আপনার এই পোস্ট রিভিউ দেখেই বোঝা যায় আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার এই পোস্ট গুলোর মধ্যে ঝাল ঝাল কোয়েল পাখি ফ্রাই রেসিপি আমার কাছে ইউনিক লেগেছিল সেই সাথে মনে হয়েছিল অনেক বেশি সুস্বাদু। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ঝাল ঝাল কোয়েল পাখি রেসিপিটি আমারও খুব ফেভারেট সবাই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে

image.png

আপনার রেসিপির পোস্টগুলো আবারো দেখতে পেয়ে খুবই ভালো লাগছে, বিশেষ করে কোয়েল পাখির রেসিপি ও ইলিশ মাছের রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে।

আসলে ও ভাই আর কোয়েল পাখির মাংসের রেসিপি টা খুবই সুস্বাদু হয়েছিল খেতে খুবই মজা করে খেয়েছি অথচ খুব সুন্দর সুন্দর মন্তব্য আমাকে উপহার দিয়েছিলেন

ভাই কি দেখাইলেন চারটি রেসিপির চারটিই ছিল অসম্ভব লোভনীয় সত্যি বলতে আমার খুবই পছন্দ এবং ভাল লেগেছে অসংখ্য ধন্যবাদ নতুন করে রিভিউ করার জন্য।

আমার কথাটা কি রেসিপি বস্তুর রিভিউ আপনার ভালো লেগেছে জেনে সত্যি আমি অনেক আনন্দিত আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন

রুই ইলিশ মাছের রেসিপি সহ মুরগি ও কোয়েল পাখির মাংসের রেসিপি নিয়ে সুন্দর একটি পোস্ট এর বিবরণ আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব ভালো লাগলো আপনার এত সুন্দর রেসিপি গুলো সম্পর্কে জানতে পেরে। আশা করি আরও সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন।

রিভিউ পোস্টটি দেখে আপনি সুন্দর গোছানো একটি মন্তব্য আমাকে উপহার দিয়েছেন পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চারটি রেসিপি পুনরায় রিভিউর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার সবগুলো রেসিপি খুবই সুস্বাদু হয়েছিল। এর মধ্যে আমার কাছে খুবই ইউনিক লেগেছে ঝাল ঝাল কোয়েল পাখির ফ্রাই।এভাবে কখনও খাওয়া হয়নি তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

খুবই সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দিয়েছেন আমি সত্যি অনেক আনন্দিত যে আমার করা চারটি রিভিউ পোস্ট আপনার অনেক ভালো লেগেছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন পোস্টে

আপনার রেসিপি পোষ্ট গুলো জাস্ট দুর্দান্ত ছিল। আমার কাছে আপনার রেসিপি গুলো বেশ ভালো লেগেছিল। এখন আরো একবার আপনার পোস্টগুলো দেখতে পেয়ে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা রেসিপি উপস্থাপন করেছেন। এত সুন্দর ভাবে রেসিপি গুলো সাজিয়ে গুছিয়ে আরো একবার দেখানোর জন্য ধন্যবাদ।

সত্যি আপু আপনি ঠিকই বলেছেন এই চারটি পোস্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ নিজে হাতে রান্না করে খেতে বরাবরই খুব ভালো লাগে আপনার কাছে ভাল লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হলাম

রেসিপি গুলো খুবই মজাদার ছিল সব রেসিপি আমাদের এক করে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। যদিও সব গুলো আমি আগে দেখিনি আজকে দেখেতে পেয়ে খুবই ভালো লাগল। শুভ কামনা রইল

ভালোলাগার রেসিপি জিলিপি বন্দী করে রাখার জন্যই রিভিউ পোস্ট করেছিলাম আপনার ভালো লেগেছে জেনে শক্তি অনেক ভালো লাগলো আমার কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন

সত্যি নিজের পছন্দের এবং ভাল কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে খুব ভালো লাগে। আপনার এই চারটি রেসিপি পোস্ট আমার কাছে অসাধারণ লেগেছে ভাইয়া। তাই এগুলোর রিভিউ দেখে খুব ভালো লাগছে। খুব সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু রিভিউ পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

আপনার চারটি রেসিপি খুব সুন্দর ছিল। যদি আমি কিছুদিন থেকে একটিভ ছিলাম না তাই আপনার পোস্টগুলো দেখতে পারেনি তবে আজ সবগুলো পোস্ট একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে এটা কত স্বাধীন হয়েছে। আপনার প্রতিটি রেসিপি দেখে খুব খেতে ইচ্ছা করছে কিন্তু এখন রমজান মাস চাইলেও পারব না। তবে একসাথে চারটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য রেসিপি গুলো দেখে আমিও বেশ কিছুদিন ধরে আপনার কোন পোস্ট দেখতে পাচ্ছিলাম না আবার আমাদের মাঝে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ

আপনার রেসেপি গুলো খুবই মজাদার ছিল। প্রতিটি রেসেপি দারুন লেগেছিল আর বেশ লোভনীয় লাগছে।অনেক ধন্যবাদ আপনাকে এগুলো আবারো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ঠিকই বলেছেন ভাইয়া থার্টি রেসিপি পোষ্ট খুবই মজাদার ছিল খুব মজা করেছিলাম আপনারা খুব সুন্দর মন্তব্য আমাকে উপহার দিয়েছেন এজন্য আমি সত্যিই অনেক আনন্দিত

আপনার পছন্দের সু-স্বাদু চারটি রেসিপি পোস্ট এর রিভিউ যা আমার খুব ফেভারিট ।একসাথে দেখে তো লোভ লেগে গেলো ভাই এখন তো খেতে ইচ্ছে করছে কিন্তু আমিতো রোজা আছি। একসময় দাওয়াত দিয়ে এভাবে রেসিপি তৈরি খাওয়াবেন সেটাই আশা করি ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে চারটি পোস্ট এর রিভিউ দেখে আপনি খুব সুন্দর একটি মন্তব্য করার দিয়েছেন সত্যি আমি অনেক আনন্দিত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভেচ্ছা রইল

  ·  3 years ago (edited)

একসাথে আপনার সুস্বাদু চার টি রেসিপি দেখে নিলাম। খুবই ভালো লাগলো আপনার রেসিপি দেখে। আপনার রেসিপিগুলো আমি আগে একবার দেখেছিলাম। আপনার প্রত্যেকটি রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার রেসিপি গুলোর মধ্যে কোনটাকে একটু বেশি ভালো লেগেছে তা আমি খুঁজে পাচ্ছিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে আপনার পছন্দের চার টি রেসিপি তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আমার করা প্রত্যেকটি রেসিপি পোষ্ট আপনার ভাল লেগেছিল জেনে সত্যিই অনেক খুশি হলাম রিভিউ পোষ্টটি সম্পর্কে আপনি খুব সুন্দর মন্তব্য আমাকে উপহার দিয়েছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন

সবগুলো রেসিপির মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় রেসিপিটি ছিল ঝাল ঝাল কোয়েল পাখির ফ্রাই রেসিপিটি। এই রেসিপিটি পূর্বেও দেখেছিলাম, আমার তখনও বেশ ভালো লেগেছিল। আজকে আবারো পোষ্টের মাধ্যমে সবগুলো একসাথে দেখতে পেলাম ।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর রেসিপি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ঝাল ঝাল কোয়েল পাখি রেসিপিটি আসলেই অনেক সুন্দর হয়েছিল সবাই খুব সুন্দর সুন্দর মন্তব্য উপহার দিয়েছিল তার মধ্যে আপনি একজন আজও খুব সুন্দর একটি মন্তব্য করেছেন জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন

খাবার গুলো আসলেই সুস্বাদু। কোয়েল পাখি ফ্রাই রেসিপিটি বাদে বাকি সবগুলো রেসিপি দেখেছিলাম আগে। কোয়েল পাখির ফ্রাই রেসিপি টি আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে। জিভে জল চলে এলো রেসিপি টি দেখে। ধন্যবাদ ভাইয়া রেসিপি গুলোর রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

কোয়েল পাখির রেসিপিটি আপনার কাছে ভাল লেগেছে জেনে সত্যি অনেক আনন্দিত আপনিও এভাবে বাসায় প্রস্তুত করে দেখতে পারেন খুব মজা পাবেন ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্য করার জন্য

আপনার রান্না করা ৪ টি রেসিপিই অনেক দারুন ছিল। বিশেস করে কোয়েল পাখি ভুনা দেখে খেতে ইচ্ছে করছে। কালারও অনেক চমতকার এসেছে। অনেক ধন্যবাদ ভাই

সবাই কোয়েল পাখির রেসিপিটি সম্পর্কে খুব সুন্দর মন্তব্য করেছে আপনিও সুন্দর মন্তব্য উপহার দিয়েছেন সত্যি খুব ভাল লাগলো ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন