''DIY এসো নিজে করি''রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি (10% beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago 

০৮কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

২৪অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১৭রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
রবিবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211024_152620.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG_20211022_092120.jpg

১ম ধাপ

প্রথমে আমি কিছু সাদা পেপার কেটে ভাজ করে ফুলের পাপড়ি বাড়ানোর জন্য প্রস্তুত করি।


IMG_20211022_094134.jpg

ধাপ২য়

এরপর কেচি দিয়ে কাগজ গুলা কেটে ফুলের পাপড়ির আকৃতি দিয়ে তৈরি করি। এবং মাঝ বরাবর কেটে আঠা লাগিয়ে পাপড়িগুলো লাগিয়ে গোল করি।


IMG_20211022_092236.jpg

ধাপ৩য়

এবার আমি কিছু কালো পেপার কেটে ভাজ করে ফুলের পাপড়ি বাড়ানোর জন্য প্রস্তুত করি।


IMG_20211022_094856.jpg

ধাপ৪র্থ

এরপর কেচি দিয়ে কাগজ গুলা কেটে ফুলের পাপড়ির আকৃতি দিয়ে তৈরি করি। এবং মাঝ বরাবর কেটে আঠা লাগিয়ে পাপড়িগুলো লাগিয়ে গোল করি।


IMG_20211022_095536.jpg

IMG_20211022_095522.jpg

ধাপ৫ম

এবার বড় সাদা পাপরির উপর আঠা দিয়ে ছোট কালো পাপড়ি বসিয়ে দিই। প্রস্তুত হয়ে গেল রঙিন ফুল।


IMG_20211022_095739.jpg

ধাপ৬ষ্ঠ

এরপরে সাদা পেপার দিয়ে একটি নির্দিষ্ট মাপের এগারটি রোল তৈরি করি।


IMG_20211022_103106.jpg

ধাপ৭ম

এরপর রোলগুলো আঠা দিয়ে সংযুক্ত করে চতুর্ভুজাকৃতির তৈরি করি।


IMG_20211022_111550.jpg

ধাপ৮ম

এরপর চতুর্ভুজাকৃতির রোলের চার কন্যার এর চারটি সবুজ,লাল পেপার দিয়ে বানানো ফুলের পাপড়ি বসিয়ে দিই।


IMG_20211022_111603.jpg

ধাপ৯ম

এরপরে ডান পাস থেকে সাদা এবং কালো ফুলের পাপড়ি গুলো রোল এর উপর বসাতে শুরু করি।


IMG_20211022_111802.jpg

IMG_20211022_111758.jpg

ধাপ১০ম

এরপর রোলের বাম পাশে লাল এবং সাদা পেপার দিয়ে বানানো ফুলের পাপড়ি গুলো আঠা দিয়ে বসিয়ে দিই।


IMG_20211022_112244.jpg

ধাপ১১তম

এরপর ঝুলের রোল এর উপরে আঠার সাহায্যে ফুলের পাপড়ি গুলো বসায় এবং ফুলের পাপড়ির উপরে আবারো আঠা দিয়ে পুঁথিগুলো সুন্দর করে বসিয়ে দেই।


IMG_20211022_112035.jpg

ধাপ১২তম

এরপর সবগুলো পাপরির উপরে আঠা দিয়ে পুতি গুলো সুন্দর করে বসিয়ে দিই।


IMG_20211024_155333.jpg

শেষ ধাপ

এরই মধ্যে দিয়ে প্রস্তুত হয়ে গেল আজকে আমার রঙিন পেপার দিয়ে ডাইপ্রোজেক্ট আশা করি আপনাদের ভালো লাগবে।


লোকেশন:

https://w3w.co///rebuking.swooshing.skate


ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ্ সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে ওয়ালমেট টি। আর আমি জানি একটি ওয়ালমেট তৈরি করতে অনেক সময় ও বেশ ধর্য্য নিয়ে কাজ করতে হয়। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সাথে ওয়ালমেট তৈরি শেয়ার করেছেন। শুভ কামনা আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি নিপুণভাবে করতে পেরেছেন।খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর হয়েছে ভাই ওয়ালমেট টি। এত সুন্দর হয়েছে যে বোঝে বলাতে পারবোনা। আর আপনার ওয়ালমেট এর পাশাপাশি বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

রঙিন কাগজ দিয়ে সত্যিই খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।দেখে খুব ভালো লেগেছে। সাদা ফুলের মাঝে বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে ফুল দিয়েছেন খুবই ভালো লাগছে দেখতে।আপনি খুব দক্ষতার সাথে এই ওয়ালমেট তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ, সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার ওয়ালমেটি দেখতে অনেক সুন্দর এবং কুয়েটনেস হয়েছে। আর আমার দেখে খুব ভালো লাগলো তাই আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ওয়ালমেট তৈরিটি চমৎকার হয়েছে। আপনি ধাপে ধাপে সব কিছু উপস্থাপনা করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে ওয়ালমেটটি।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

আসলে কাগজের তৈরি ওয়ালমেট অনেক সুন্দর লেগেছে। ওয়ালমেট কিভাবে তৈরি করেছেন তা পর্যায়ক্রমে আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍

আপনার ডাই প্রজেক্টটি একদম সিম্পেল এর মধ্যে গর্জিয়াস হয়েছে। সবুজ আর লাল রঙ্গীন কাগজ দিয়ে বানানো ফুলটি আমার কাছে বেশি ভালো লাগছে।
ধন্যবাদ এতো সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

কিন্তু!!!

ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ঠিক করলাম ভাই। টাইপিং মিস্টেক।

ধন্যবাদ আপু 😍😍

কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। আপনি খুব সহজে সুন্দরভাবে ধাপে ধাপে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

আজকেও আপনার তৈরিকৃত ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। দেয়ালে খুব সুন্দর মানিয়েছে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

রঙিন কাগজের ওয়ালমেটটি সুন্দর হয়েছে ভাই। দেয়ালের সৌন্দর্য বেড়ে গেছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আপনার জন্য শুভেচ্ছা।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরিটি অসাধারন হয়েছে ভাইয়া।দেখে আমার অনেক ভালো লাগলো আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

রঙিন পেপার দিয়ে ওয়ালমেট খুবই চমৎকার হয়েছে।আমার কাছে খুব ভালো লেগেছে।♥♥

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার ওয়ালমেট এতো সুন্দর হইছে কি বলব। অনেক সময় দিয়ে আপনি এতো মনোমুগ্ধকর একটি ওয়ালমেট বানিয়েছেন। আন্তরিক ভাবে আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

খুব সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি।সাধারণের মধ্যে অসাধারণ।খুবই ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনার তৈরীকৃত ওয়ালমেট টি খুবি সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ওয়ালমেট তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ধন্যবাদ আপনাকে ও

অসাধারণ ভাই। দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। আপনার হাতে জাদু আছে মানতেই হবে। অনেক প্রতিভার অধিকারী আপনি। প্রতিভা ধরে রাখুন দোয়া করি। শুভকামনা রইলো

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর হয়েছে ওয়াল্ম্যাট টি ভাই। খুব সুন্দর সহজ সরল ও সুন্দর একটি ওয়ালম্যাট বানিয়েছেন আপনি। অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য