কলিজার বন্ধুদের সাথে ইফতার পার্টি🤝🤝❤️১০%লাজুক শিয়ালকে❤️

in hive-129948 •  3 years ago  (edited)

১৯বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ

০২ মে, ২০২২ খ্রিস্টাব্দ
৩০ রমজান, ১৪৪৩ হিজরী
সোমবার❤️❤️
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🤝🤝

1651482484136.jpg

প্রিয় ব্লগ বাসী সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ❤️আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করব সেটা হচ্ছে কলিজার বন্ধুদের সাথে ইফতার পার্টি করা। যদিও এবারের ইফতার পার্টিটা অনেক লেটে করে ফেলেছি। তারপরেও সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ উপভোগ করেছি।।


🤝🤝

IMG_20220502_150611.jpg

গত 26 তারিখে আমাদের ইফতারের ডেট করা হয়েছিল। আমার আসতে দেরি হওয়াতে 29 রোজার ইফতার পার্টি করেছি। আমরা ইফতার পার্টিতে আমরা ছিলাম 28 জন। সবাই 2014 সালের এসএসসি ব্যাচ এর বন্ধুগণ।

🤝🤝

IMG_20220502_150546.jpg

আমরা সবাই মিলে যে কোন পার্টির আয়োজন করে থাকি। যেমন নৌকা ভ্রমন অথবা আমাদের স্কুল মাঠে কোন খেলার আয়োজন হয়। এবার ঈদের ছুটিতে সবাই বাড়িতে 29 রোজায় ইফতার পার্টির আয়োজন করি। ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসবে সবার সাথে সবার দেখা হবে কত না ভালো লাগবে।

🤝🤝

IMG_20220502_150524.jpg

IMG_20220502_150456.jpg

আমাদের কলেজ মাঠে খুব সুন্দর সময় অতিবাহিত করেছি। আবার এরকম সুন্দর সময় কবে অতিবাহিত করতে পারব সেটা জানিনা। ইফতার পার্টিতে আমাদের খাবার মেনু হিসেবে ছিল অনেক ধরনের ফল ইত্যাদি ইত্যাদি।

🤝🤝

IMG_20220502_150344.jpg

IMG_20220502_150317.jpg

দুপুর 1 টা বাজতেই আমরা তিন বন্ধু চলে যায় আমাদের উপজেলা শহরে ইফতারের জন্য সব কিছু কিনাকাটা করতে। সেখান থেকে আমরা পাঁচটা বাজে ফেরত আসে সব কিছু কিনাকাটা করে এবং পরে আমাদের কলেজ মাঠের খোলা প্রান্তরে বসে ইফতারি সবাই মিলে ভাগাভাগি করি। এবং খাবারের জন্য প্রস্তুত করি

🤝🤝

IMG_20220502_150209.jpg

আসলে খাবারটা মুখ্য উদ্দেশ্য নয় উদ্দেশ্য ছিল সবার সাথে সবার দেখা হওয়া সবার খোঁজ খবর নেওয়া সুখ-দুঃখের কথা আদান-প্রদান করে ভাগাভাগি করে নেওয়া এবং সবার পরিবারের খোঁজ খবর নেওয়া।

🤝🤝

IMG_20220502_150142.jpg

IMG_20220502_150112.jpg

আসলে সবাই মিলে একসাথে ইফতার করা কি যে মজা, সেটা বছরে একবারই বুঝতে পারিব না। ইফতার শেষ করে। পরে কলেজ মাঠে মাগরিবের সালাত আদায় করি। মাগরিবের সালাত পরে ফ্রাইড রাইসের ব্যবস্থা করা হয়েছিল। পরে আমরা সবাই মিলে গোল হয়ে বসে ফ্রাইড রাইস খেয়েছি এবং তারপরে ঘণ্টাখানেক সবাই মিলে সবার সুখ-দুঃখ হাসি-কান্না আনন্দ ভরা জীবনের কুশল বিনিময় করি। এবং তারপরে এশারের নামাজের টাইম হয়ে গেলে যার যার মতো শেষে বাড়ির দিকে রওনা দেই। আসলে বন্ধুদের সাথে এরকম সময় পার করা যে কত আনন্দের সেটা বলে বোঝাতে পারব না। আমরা সবসময়ই একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে থাকি। এবং এভাবেই অনন্তকাল থাকতে চাই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সব সময় যেন আমার কলিজার বন্ধু গুলা ভালো থাকেন। ❤️❤️


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে সত্যি কথা বলতে বন্ধুদের সাথে এরকম ইফতার পার্টি করতে অনেক মজা লাগে। কারন সবার সাথে হয়তো সব সময় দেখা হয় না। ইফতার হলে যেন সবার একটা মিলন মেলা লেগে যায়। দেখ নিজের কলেজ মাঠের খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন বন্ধুদের সাথে ভাগ ইফতার উপলক্ষে। সেইসাথে খুব সুন্দর উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। সবকিছু বর্ণনা খুব সুন্দর করে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

একদম ঠিক কথা বলেছেন ভাইজান সব সময় হয়তো সবার সাথে দেখা করা সম্ভব হয় না ইফতারের ওসিলায় সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং সুন্দর সময় পার করেছি ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য

এমন মুহূর্ত আসলেই অনেক উপভোগ্য হয়। ইফতার করাটা বড় ব্যাপার না বন্ধুদের সাথে কুশল বিনিময় করতেই ভালো লাগে। এবার বন্ধুদের সাথে ইফতার পার্টিটা হলো না পরীক্ষার জন্য। তবে আপনার বন্ধুদের সাথে ইফতার পার্টি দেখে ভালোই লাগছে। যদিও ইফতার পার্টি করেছে গত ২৯ তারিখে। যায়হোক ভাইয়া, আপনাকে ঈদ মোবারক 😍

ইফতার পার্টি টা শেষ মুহূর্তে এসে করা হয়েছে কারন আমার বাড়িতে ফিরতে অনেক লেট হয়ে গেছে আমার জন্যই এবার এত দেরিতে হয়েছে তারপরও আমরা খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলাম ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত পার করলেন ইফতার পার্টির মাধ্যমে। আমরাও এরকম মুহূর্ত অনেকবার উপভোগ করেছি যেটা খুবই মজাদার হয়। ভালো লাগলো ভাইয়া।

ঠিকই বলেছেন আপুনি বন্ধুদের সাথে এরকম সময় পার করার খুবই মজাদার এবং আনন্দদায়ক হয়ে থাকে আমরাও তেমনি সুন্দর সময় পার করেছি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

আপনার স্কুলের বন্ধুদের সাথে ইফতার পার্টির কথা শুনে আমার স্কুল লাইফের বন্ধুদের কে অনেক মিস করছি, আসলে ভাইয়া ইস্কুল লাইফের বন্ধুদের কে কখনো ভোলা যায়না কত স্মৃতি জড়িয়ে আছে স্কুল লাইফের বন্ধুদের সাথে, আপনি যে ইফতার পার্টি করছেন সেটা দেখে আমার খুবই ভালো লাগছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মুহূর্তের ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন আপু স্কুল লাইফের বন্ধুদের কে কখনোই ভোলা সম্ভব নয় তাদের সাথে জড়িয়ে রয়েছে কত শত স্মৃতি ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

ভাই আপনি ঠিকই বলেছেন কলিজার বন্ধু। আসলে স্কুল লাইফের বন্ধুদের কথা সারা জীবন মনে থাকে। আমার কাছে মনে হয় যেন এরা আমাদের রক্তের একটা বন্ধন। এই বন্ধুদের কখনো ভোলা যায়না। আপনি সেই বন্ধুদের সাথে ইফতার পার্টি করেছেন। আসলেই পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে এবং ইফতার পার্টিতে অনেক আনন্দ ও মজা করেছেন। যাইহোক আপনার সকল বন্ধুদের সুস্থতা কামনা করছি। সেই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ইফতার পার্টির মাধ্যমে সব বন্ধুরা একত্রিত হয়ে সবাই সবার সাথে কুশল বিনিময় করেছি এবং ভালো-মন্দ খোঁজখবর নিয়ে সুন্দর সময় পার করেছি

আসলে বন্ধুদের সাথে এধরনের ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে আমার কাছে অনেক ভালো লাগে ভাইয়া। আমরাও চেষ্টা করি প্রতিবছর ইফতার পার্টির আয়োজন করতে। ইফতার পার্টিতে কাটানোর খুবি আনন্দঘন কিছু মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পর্যবেক্ষণ করে খুব সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

স্কুল লাইফের বন্ধুদের কথা সারা জীবন মনে থাকে। এই বন্ধুদের কখনো ভোলা যায়না। আপনি সেই বন্ধুদের সাথে ইফতার পার্টি করেছেন। আসলেই পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে এবং ইফতার পার্টিতে অনেক আনন্দ ও মজা করেছেন। যাইহোক আপনার সকল বন্ধুদের সুস্থতা কামনা করছি।

ঠিকই বলেছেন ভাইয়া স্কুল লাইফের বন্ধুদের কখনো ভোলা সম্ভব নয় এরা সবসময় কলিদার সাথে গেঁথে থাকে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

বন্ধুদের সাথে ইফতার করা মুহূর্তগুলো অসাধারণ হয়ে থাকে। বিশেষ করে যে সকল বন্ধুদের সাথে নিয়োমিত দেখা হয়না কোন এক সময় তাদের সাথে একসাথে সময় কাটানো অনেক ভালো লাগে। আমি আপনার কাটানো সময় আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য

স্কুল লাইফের বন্ধুদের কে কখনো ভোলা সম্ভব নয় তাইতো বছরে একটি দিন হলেও সবাই একত্র হয়ে কিছু আনন্দঘন মুহূর্ত পার করার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে পোস্টটি পর্যবেক্ষণ করে সুন্দর একটি মন্তব্যের জন্য

ভাইয়া,বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা। আপনি আপনার বন্ধুদের সাথে ইফতার করে খুব মজা করেছেন । আমারও খুব ভালো লেগেছে আপনার পোষ্টটি পড়ে কারণ পড়ালেখা শেষ হয়ে গেলে যখন সবাই সবার কর্মস্থলে ব্যস্ত থাকে কিছুটা সময় যখন বন্ধুদের সাথে একত্রিত হয় ওই সময়টার থাকে খুবই আনন্দের।ভাইয়া,আপনার ইফতার পার্টি টা খুবই সুন্দর হয়েছে।দোয়া করি আপনার এই আনন্দ যেন সারা বছরই ফিরে আসে। ধন্যবাদ ভাইয়া ঈদ মোবারক🥰🥰

ঠিকই বলেছেন আপু এই ইফতারের মাধ্যম দিয়ে আমরা বন্ধুরা সবাই একত্র হয়ে সবাই সবার খোঁজ খবর নিতে পেরেছি এবং সুন্দর সময় অতিবাহিত করেছি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

বন্ধুদের সঙ্গে ইফতার পার্টি করার মজাই আলাদা বন্ধুদের সঙ্গে ইফতার পার্টিতে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার জীবনে এরকম সুন্দর মুহূর্ত আরো বারবার ফিরে আসুক এই দোয়া রইল। সেইসাথে ঈদের শুভেচ্ছা রইল ভাইয়া, তবে দুঃখের বিষয় একটাই এখন পর্যন্ত ঈদের সালামি পেলাম না। 😭😭

জি ভাইয়া আমিও আমার জীবনে এরকম সুন্দর মুহূর্ত বারবার ফিরে পেতে চাই কারণ কলিজার বন্ধুদেরকে সারা পৃথিবীতে ভালো থাকা আমার পক্ষে সম্ভব নয়

প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বন্ধুদের সাথে ইফতার করেছিলাম আর সেই একই অনুভূতি আপনিও শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ কাজি রাইহান ভাই পোস্টটি পর্যবেক্ষণ করে সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

অপুর্ব মিলন মেলা।যেখানে রয়েছে স্বর্গীয় অনুভুতি
মনের মিলই তো কলিজার মিল।

  ·  3 years ago (edited)

একদম ঠিক কথা বলেছেন ভাই মনের মিল বরং মিল।
বন্ধু গুলো সব সময়ই কলিজার হয়ে থাকে।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য পোস্টটি পর্যবেক্ষণ করে। সুস্থ থাকবেন ভালো থাকবেন
নেট সমস্যার জন্য ভয়েস উল্টাপাল্টা আসছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

বানান দেখে কমেন্ট করবেন। ঠিকঠাক করে দেন।

নেট সমস্যার কারণে ভয়েজ উল্টাপাল্টা হয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

🌹

বন্ধুদের সাথে ইফতার পার্টি করার মজাই আলাদা হয়।এই তো কিছুদিন আগেই আমরা একসাথে ১৪ জন মিলে ইফতার পার্টি করলাম। খুব মজা হয়েছিল সেদিন। আপনারা অনেক মজা করেছেন দেখলাম। শুভকামনা রইল।

  ·  3 years ago (edited)

আসলে বন্ধুরা সবসময় কলিজার ই হয়ে থাকে কখনো ভোলা সম্ভব নয় অনেকদিন পরে একত্র হলে এমনিতে অনেক মজা হয়ে থাকে যে মজাটা আমরা উপভোগ করেছি ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য পেশ করার জন্য