বাংলা কবিতা 🙆‍♂️ হারানো স্মৃতি (৮০-৯০)দশক

in hive-129948 •  2 years ago  (edited)

৪শ্রাবণ , ১৪২৮ বঙ্গাব্দ

১৯জুলাই , ২০২১ খ্রিস্টাব্দ
১৯জ্বিলহজ , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


মা বাবা ,দাদা নানুদের কাছ থেকে শুনেছি আশি থেকে নব্বই দশকের অনেক গল্প। তখনকার গল্প আর কথার সাথে এখনকার চিত্র যেন সবই উল্টো। ৮০ থেকে ৯০ দশকের মধ্যে মানুষের সাথে মানুষের অনেক মধুর সম্পর্ক ছিল। ভাতৃত্ববন্ধনের সাথে সবাই মিলেমিশে বাস করত। এবার ঈদে বাড়ি গিয়ে নানুর কাছ থেকে অনেক গল্প শুনেছি ৮০ থেকে ৯০ দশকের । আসলে প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন ও জীবনমানের অনেক উন্নত হয়েছে ।এজন্যই আশি দশকে ব্যবহার করার যন্ত্রপাতি এখন আর চোখে মেলেনা। আমার নানু বললো তবে মানুষের মধ্যে এখন একটা জিনিস খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে তার টাকার এবং সম্পদের অহংকার ।যা আগের যুগের মানুষের মধ্যে এর কোন প্রভাব ছিল না। সেই গল্প শুনেই আজ এই কবিতাটি রচনা করেছি এবং কবিতাটির নাম দিয়েছি ""হারানো স্মৃতি"" আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


buffalo-1822581__340.jpg

Source


হারানো স্মৃতি

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!

কোথায় গেল লাঙ্গল আর জোয়াল কোথায় গেল মই।
কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।


কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!
শকুনরা সব কোথায় গেল কোথায় গেল চিল, কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।


কোথায় গেল শিল পাটা আর পাটায় ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা ছাতু।
কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।


কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।
কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর রসের কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের চাল।


বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।
কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।


কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।
কোথায় গেল কুলুর বলদ বাঁধা যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।


কোথায় গেল জারি গান আর সারি গানের আসর
কোথায় গেল লাঠি খেলার আর পুথি পড়ার আসর।
কোথায় গেল রেডিও আর সাদা কোলো টিভি।
সন্ধা হলে জমতো যেথায় আলিফ-লায়লার আসর।


হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি গায়ের বধুর ঘোমটা মাথায় নাই।
সবই যেন হারিয়ে গেছে যুগের সাথে মিশে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি পুরনো স্মৃতিগুলো এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। সত্যিই আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আশি থেকে নব্বই দশকের বাংলার স্মৃতিগুলোই আমার কবিতার মাধ্যমে তুলে ধরেছি যাহোক আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

image.png

হারানো স্মৃতি নিয়ে দারুন কবিতা লিখেছেন। আসলেই কবিতার ছন্দময় বিষয় এবং কবিতার কথা গুলো খুবই সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য আসলে চেষ্টা করেছি এই কবিতার মাধ্যমে আমাদের হারানো ঐতিহ্য তুলে ধরার

হারানো স্মৃতি নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া ।আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো ।আসলেই অতীতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে ।।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

চেষ্টা করেছিলাম আমাদের হারানো ঐতিহ্য এই কবিতার মাধ্যমে তুলে ধরার আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে

পুরানো স্মৃতি গুলোর কথা সবারই মনে পড়ে সবাই অনেক মিস করে। আপনার কবিতাটি পড়ে সত্যি ভাই ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

পুরনো স্মৃতিগুলো কবিতার মাধ্যমে তুলে ধরেছিলাম আসলে আশি থেকে নব্বই দশকের হারানো সব স্মৃতিগুলোই এখানে উপস্থাপন করেছি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এগুলো আসলে আমাদের হারানো স্মৃতি। কি সুন্দর ছিল আমাদের সোনালী সেই ছোট্টবেলা। এবং কোথায় গেল সেই গ্রামীণ কৃষকের হাতের তৈরি জিনিস ক্ষেত খামারে তৈরি বিভিন্ন জিনিস, এবং কৃত্রিম উপায়ে তৈরি মানুষের হাতিয়ার। অসম্ভব সুন্দর ছিল আপনার কবিতাটি ভাইয়া আপনাকে ধন্যবাদ।

গ্রাম বাংলার হারানো ঐতিহ্য কবিতার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন

হারানো স্মৃতি অসাধারণ বলেছেন ভাই। আসলেই আমরা কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে ফেলছি। হারানো স্মৃতিগুলোকে মনে করিয়ে কবিতে লেখা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ঠিকই বলেছেন ভাইয়া যুগের পরিবর্তনের সাথে অনেক কিছু হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে যাহোক হাসি থেকে ৯০ দশকের মাঝের কিছু স্মৃতি তুলে ধরেছি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম

অসাধারণ একটি সমসাময়িক বিষয় নিয়ে কবিতাটি লিখেছেন আপনি। আসলেই আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। খুব সুন্দর করে কবিতার মাধ্যমে অনেক কিছু তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই এরকম একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে কবিতাটি সমসাময়িক ছিল না কবিতাটি লিখেছি আশি থেকে নব্বই দশকে ঘটে যাওয়া গ্রাম বাংলার কিছু কথা এবং কাহিনী নিয়ে যাহোক ধন্যবাদ আপনাকে মন্তব্যটি করার জন্য

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

লাইনগুলো অনেক সুন্দর ছিল তবে বাস্তব জীবনের এই সৌন্দর্যগুলো আজ বিলীন হয়ে গিয়েছে।

হারানো গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে লেখা আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন

পুরনো স্মৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি বলতে কবিতাটি পড়ে কিছুক্ষণের জন্য আমি একেবারে কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম। বাহ কি সুন্দর ছিল সেই সোনালী দিনগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সোনালী দিনগুলো সংক্ষেপে কবিতার মাধ্যমে তুলে ধরেছি কবিতাটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করেছেন খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে