ভাতের অভাব - বাংলা কবিতা ❤️১০%লাজুক শিয়ালকে❤️

in hive-129948 •  3 years ago 

৩ জৈষ্ঠ্য , ১৪২৮ বঙ্গাব্দ

১৭মে , ২০২১ খ্রিস্টাব্দ
১২শাওয়াল , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


girl-2754233__480.jpg

Source

ছোট্ট ছেলে মাহবুব বয়স কত হবে এই 8-9 বছর এখনই তার কাঁধে চেপে বসেছে তার সংসার ।সে এখন রাস্তার ধারে বাসের মধ্যে পানি এবং মাক্স বিক্রি করে। মোটামুটি তার এই ইনকাম এবং তার মায়ের মানুষের বাসা বাড়ির ইনকাম দিয়ে সংসার চলে। ঘরে তার অসুস্থ বাবা। হঠাৎ করেই রাস্তার পাশে তার সাথে আমার দেখা। দেখি একটা ডাস্টবিন থেকে একটা আপেল তুলে খেতে যাচ্ছে। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই তার সাথে আমার অনেক সময় কথাবার্তা হয় ।তার সম্পর্কে অনেক খোঁজ খবর নেই। তার কাছ থেকে খোঁজ খবর নেওয়ার কথা গুলোই কবিতার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি। আসলে আমরা কেমন মানুষ !!আমাদের চারিপাশে কত অসহায় দরিদ্র মানুষ রয়েছে যারা দুবেলা-দুমুঠো খেতে পায়না। আমরা কখনও তাদের কথা চিন্তাই করি না। আমাদের মাথায় আসে না ।আজ হয়তো মাহবুবকে দেখে আমার একটু কষ্ট হলো। মানুষ এখনো এত কষ্ট করে জীবন যাপন করে। থাকার জায়গা রাস্তার পাশে ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। আর চন্দ্র হইলে আলো। কি জীবন?? মাহবুব এর জীবন কাহিনী নিয়ে কবিতা লিখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ভাতের অভাব

গরিব বলে ভাঙ্গাচুরা বস্তিতে থাকি

সারা শরীর শুধু ধুলায় মাখামাখি।


কর্মে যোগায় আমাদের পেটের ভাত
নইলে জোটে লাঞ্চনা আর আঘাত।


বাবুরা থাকে ঠাণ্ডা ঘরে নরম গদিতে,
অনেক কষ্টে ঠাঁই পেয়েছি মাটিতে।


দু'মুঠো ভাত যোগাতে রিক্সা চালাই,
দু চার আনা দিয়ে সংসার বাঁচাই।


বৃষ্টি হলে ভাঙ্গা টিন বেয়ে জল পড়ে-
আবার চাঁদের আলোতে ঘর ঝলমল করে।


বাবু তোমার টাকা ,বড় হোটেলে উড়ে,
দারুণ সুস্বাদু খাবার ডাস্টবিনে পড়ে,


ক্ষুধার টানে দাঁড়িয়ে, বড় সড়কের মোড়ে,
খাবারের উপর মাছি ভনভন করে।


বাবুদের ফেলা খাবার ডাস্টবিনে কুড়াই,
আমাদের শত্রু মাছি দুই হাতে তারাই।


স্বার্থের দুনিয়াতে ব্যস্ত সবাই নিজেকে নিয়ে,
একটু ভাতের আশায় থাকি পথ চেয়ে।


হতে চাই মানুষ ,চাই না কোন ঠাটবাট,
রোজ দুবেলা খেতে পারি পেট ভরে ভাত।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দু'মুঠো ভাত যোগাতে রিক্সা চালাই,
দু চার আনা দিয়ে সংসার বাঁচাই।

আপনি বাস্তবিক একটা কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ। প্রতিটি লাইন ছিলো অর্থপূর্ণ। আশা করি সামনে আরো এমন কবিতা আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ে বুঝে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য দোয়া রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন

image.png

দু'মুঠো ভাত যোগাতে রিক্সা চালাই,
দু চার আনা দিয়ে সংসার বাঁচাই।

কবিতাটি পড়ে মন খারাপ হলেও এটি কিন্তু আমাদের বাস্তব জীবনের কথা , ভাতের কষ্ট এখনো বাঙালি জাতিকে দিনরাত পার করতে হয়। আপনি মানুষের কষ্টটুকু উপলব্ধি করতে পেরেছেন এটা ভেবে আমি খুবই গর্বিত দারুন একটি কবিতা শেয়ার করেছেন ভাই আপনি ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আসলে এরকম মাহবুব আমাদের চারপাশে অনেকেই রয়েছে যাদের ক্যামেরা দেখেও দেখিনা আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো

হৃদয় নাড়া দেয়ার মত একটি কবিতা লিখেছেন আপনি।

স্বার্থের দুনিয়াতে ব্যস্ত সবাই নিজেকে নিয়ে,
একটু ভাতের আশায় থাকি পথ চেয়ে।

একদম সঠিক কথা বলেছেন। আপনার কবিতাটি অনেক ভালো লেগেছে। দারুন কবিতা উপহার দেওয়ার ধন্যবাদ

চেষ্টা করি মাঝেমধ্যে কিছু কবিতা লিখি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইল

আসলেই ভাইয়া কিছু কিছু মানুষ অনেক ছোট থাকে কিন্তু দায়িত্ব টা অনেক বড় থাকে।যাই হোক সব হচ্ছে পেটের কারনে।আসলে আমরা সকল মানুষ যদি একসাথে দায়িত্ব নিতে পারতো,তাহলে এদের অবস্থা এমন হতো না।লাইন গুলো খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ

ঠিক বলেছেন ভাই আর কিছু মানুষ ছোট বয়সেই অনেক বড় দায়িত্ব তার কাঁধে চেপে বসে এটাই বাস্তবতা কিছু করার থাকে না ধন্যবাদ আপনাকে কবিতাটি বুঝিয়ে একটি কমেন্ট করার জন্য

বাস্তব চিত্র কে আপনি তুলে ধরেছেন, এ সমাজে গরীব মানুষের দুঃখ কষ্টের ছাপ গভীর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি আপনার কবিতার মাধ্যমে, আপনার কবিতা লেখার দক্ষতা বেশ চমৎকার আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

জি ভাইয়া চেষ্টা করেছিলাম মাহবুব মাহবুব এর মত আরো যারা পথশিশু আছে তাদের কিছু কষ্টের কথা তুলে ধরার জন্য আপনার ভালো লেগেছে জেনে শুনে খুশি হলাম ধন্যবাদ ভাইয়া

ভাইরে আমার কিছু বলার ভাষা নেই। কবিতা টা পড়ে সত্যি ঐসব অসহায় লোকেদের চেহারা সামনে ভেসে উঠল যারা একমুঠো ভাতের জন্য লড়াই করে। আল্লাহ্ যেন ভবিষ্যতে আপনাকে আমাকে এদের পাশে দাড়ানোর মতো ক্ষমতা দেন। কবিতা টা অসাধারণ ছিল।।

আপনার কমেন্ট পড়ে খুবই খুশি হলাম ভাইয়া আসলে আমাদেরকে উচিত তাদের পাশে সব সময় থাকার কারণ আমরা তো তাদের মতো নয় আল্লাহ তাদের থেকে আমাদের একটু ভালো রেখেছেন এখনো

অনেক ভাল লাগলো আপনার ভাতের অভাব কবিতাটি পড়ে। যাদের পেটে ক্ষুদা থাকে তারা বুঝে জীবন কত কঠিন। আমরা জীবন যুদ্ধে এখনও পুরোপুরিভাবে নামিনি। তাই ওদের কস্টটা বুঝতে পারি না। আপনি অনেক ভাল লিখেছেন। আপনার টপিকস টি ভাল লেগেছে আমার কাছে। সুন্দর এই কবিতাগুলো আরও উপহার পেতে চাই ভাই

একদম ঠিক কথা বলেছেন যাদের পেটে ক্ষুধা আছে তারাই জানে কতটা যন্ত্রনা খোদা আমাদের উচিত সবসময়ই তাদের দুঃখ সুখের সাথী হয়ে থাকার সাধ্যমত

আসলে আপনি খুব সুন্দর ভাবে অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে কবিতাটি পড়ে নিজের কাছে খুব খারাপ লাগলো। বস্তির লোকজন খেয়ে না খেয়ে অনাহারে জীবনযাপন করছে। সমাজের বাস্তব চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

চেষ্টা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া কোন জিনিস অথবা আশেপাশে কোন ঘটনা নিয়ে কিছু লেখার তারই ধারাবাহিকতায় আজকের কবিতাটা লিখেছিলাম আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম

ভাতের অভাব কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বাস্তববাদী একটি কবিতা লিখেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য থাকবেন ভাল থাকবেন দেখা হবে পরবর্তী কোন পোস্টে

আমাদের সমাজে অনেক অবহেলিত পথশিশু রয়েছে যারা দুমুঠো ভাতের আশায় অনেক হাহাকার করে থাকে। কিন্তু আমাদের অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা তাদের মুখে ভাত তুলে দিই না। এটা আমাদের ব্যর্থতা। সুন্দর ছিল আপনার কবিতাটি।

আমাদের মন এবং মাইন্ড পরিবর্তন করার অভিযোগে আমাদের চারপাশে যারা অসহায় আছে তাদের পাশে সব সময় থাকার দরকার

খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আপনি এত চমৎকার কবিতা কিভাবে লেখেন। এভাবে চেষ্টা করতে থাকুন আপনি একটা সময় যে একজন ভালো কবি হতে পারবেন বলে আশা রাখি। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাদের মত কিছু ভাল বন্ধু এবং তাদের সুন্দর অনুপ্রেরণায় এটা সম্ভব আমি মনে করি ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

ক্ষুধার টানে দাঁড়িয়ে, বড় সড়কের মোড়ে,
খাবারের উপর মাছি ভনভন করে।

আপনার কবিতাটি বাস্তবতাকে ছুঁয়ে যায় ভাইয়া। আর আপনার কবিতার লাইনগুলো দেখে আমার মনে পড়ে যায় ঢাকা শহরের সেই মানুষগুলোর কথা যারা খাবারের অভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আর এমন কিছু খাবার রয়েছে উপর রুপোর মাছি ভনভন করে। সত্যি সেই সকল মানুষগুলোর জীবনে অনেক কষ্ট তারা ঠিক ভাবে দুমুঠো খেতেই পারে না কিন্তু আমরা অপচয় করতেই থাকি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদানের জন্য আসলে তাদের কথা আমাদের ভাবা উচিত তারা তো আমাদেরই ভাই

আমাদের আশেপাশে আসলে এভাবে অনেক মানুষ আছে যারা দুমুঠো ভাত খাওয়ার জন্য অনেক কষ্ট করে। আসলে তাদেরকে দেখলে নিজের যে কষ্ট সেটা ভুলে থাকা যায়। খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন

ঠিকই বলেছেন আপনি তাদেরকে দেখলে আমরা যত কষ্টেই থাকি আমাদের নিজের কষ্টটা ভুলে যায় কারণ আমাদের থেকেও তারা অনেক দুঃখী মানুষ

ভাতের অভাব শিরোনামে আপনার কবিতাটি চমৎকার হয়েছে। জগতের যত যুদ্ধ বিগ্রহ তা তো ভাতকে নিয়েই। কেউ দুবেলা পেট ভরে খেতে পায়না কেউ বা আবার বিলাসিতার পেছনে লাখ লাখ টাকা খরচ করে। বস্তিতে কেউ থাকে, কেউ থাকে দালান কোঠায় ক্ষুধা কিন্তু সবারই এক। কবিতাটি পড়ে মন খারাপ লাগলেও বাস্তবে সত্য বিষয়টি তুলে ধরেছেন। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

একদম ঠিক কথা বলেছেন ভাই যা কেউ দুবেলা-দুমুঠো খাবার পায় না আবার কেউ ব্যস্ততার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলে আমাদের উচিত সবসময়ই যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোর