🇦🇷🏆মেসি ময় ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার২০২২ 🇦🇷🏆🇦🇷🏆

in hive-129948 •  2 years ago 

০৩পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

১৯ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
২৪জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
সোমবার ❤️♥️।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🇦🇷🇦🇷🇦🇷🏆

1671425699538.jpg

ভাবস মেসি ভাবস আর্জেন্টিনা বিশ্বজুড়ে যেন আর অন্য কোন নাম নয় শুধুই মেসির আর আর্জেন্টিনার জয়গান। মেসির চোখে সুখের জল আর আর্জেন্টিনার ইতিহাস বদল টানা ৩৬ বছর পরে আবারো জিতল তৃতীয় শিরোপা তৃতীয় বিশ্বকাপ। সেদিনের ঝাঁকড়া চুলের মেসি থেকে আজ ৩৫ বছরের মেসি শুধু পিপাসা একটাই এই বিশ্বকাপ। অবশেষে মধুর সন্ধিক্ষণে সেই শিরোপা উঠল আর্জেন্টাইন সুপারস্টার এলএম 10 ও আর্জেন্টাইন ভক্তদের হাতে।


🇦🇷🇦🇷🏆

IMG_20221219_103733.jpg

IMG_20221219_103712.jpg

ফুটবলের কাব্যে যেন সুখের ছড়াছড়ি। যেন অধিক খুশিতে কান্নার সরাসরি এ যেন এক বড্ড বাড়াবাড়ি। না আজ কোন কান্নাতে অধিক বাড়াবাড়ি হবে না শুধু আনন্দ হবে মোষ মাস্তি হবে ঘষেতে ছত্রিশ বছরের ট্রফি না যে তার হিংস্র তৃষ্ণা। আজ সব উল্লাসী কম হয়ে যাবে মেসির সুখের কান্নার কাছে। সব সুখ যেন নগণ্য হয়ে যাবে এই ছত্রিশ বছরের পরে খুঁজে পাওয়া এক ট্রফির কাছে। গত রাতটা ছিল আর্জেন্টিনার গত রাত ছিল আর্জেন্টিনা ভক্ত কোটি দর্শকের এবং আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির।


🇦🇷🇦🇷🏆

IMG_20221219_104132.jpg

IMG_20221219_104101.jpg

IMG_20221219_104028.jpg

IMG_20221219_104008.jpg

IMG_20221219_103953.jpg

IMG_20221219_103923.jpg

IMG_20221219_103836.jpg

IMG_20221219_103820.jpg

আর্জেন্টিনা যে এবার বিশ্বকাপের দাবিদার সেটি বুঝেছিলাম সৌদি আরবের সাথে হেরে যাওয়ার পরের ম্যাচ থেকেই। সমীকরণে এগিয়ে থাকা ফ্রান্সকে প্রথমার্ধে পাত্তাই দেয়নি এল এম টেনের বাহিনী। আর ফাইনাল মানেই দিয়ে ডি মারিয়া ম্যাজিক সেটা প্রমাণ হলো আরো একবার। মেসের প্রথম ৪ মিনিটে আর্জেন্টিনা আক্রমণে যায় ডিপল বানানো বলে জুলিয়ার আলভারেজ কিক কিন্তু ভাগ্যক্রমে সেটি হয় অফসাইড। আর্জেন্টিনা প্রথমার্ধেহে শুধু আক্রমণ করে গেছে বিনিময়ে সুফলও পেয়েছে। দীপক এর মধ্যে থেকে ডিমারিকে ফাউল করায় প্রথম পেনাল্টি কি কে গোল করেন মেসি এতেই এক গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা।


🇦🇷🇦🇷🇦🇷🏆

IMG_20221219_104306.jpg

IMG_20221219_104235.jpg

IMG_20221219_104153.jpg

তার কিছু সময় পার হতে না হতেই ডিমারিয়া ম্যাজ িক টুককে গিয়ে গোল করে বসলো প্রথমার্ধেই এগিয়ে থাকলো আর্জেন্টাইনরা ২-০ গোলে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই ফাইনাল ম্যাচটি হয়তো এত টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ আর একটাও দেখেনি এই পৃথিবী। বারবার আর্জেন্টিনার এগিয়ে থাকলেও সেই শিরোপার হাতছানি কে বারবার নিজেদের কাছে নিয়ে যেতে চেয়েছে ফ্রান্স কিন্তু মেসি বাহিনী তো অদম্য। ইমিলিয়ান ও মার্টিনেজ বিশ্বকাপ শুরুতেই বলেছিল যদি আমার জীবন দিতে হয় তবুও আমি মেসির হাতে শিরোপা দেখতে চাই।


🇦🇷🇦🇷🏆

IMG_20221219_104535.jpg

IMG_20221219_104455.jpg

IMG_20221219_104436.jpg

IMG_20221219_104406.jpg

IMG_20221219_104338.jpg

এবার ফুটবল বিশ্ব দেখেছে এল এম ১০ এর যাদুকরি পায়ের ছোঁয়া। শতকোটি ভক্ত আর শত কোটি ফুটবলপ্রেমীরা সবাই আশা করছিল এবারের ট্রফি টি খুদে জাদুকর মেসির হাতেই যাক। ঈশ্বর হয়তো তাদের এই দোয়াগুলো কবুল করে নিয়েছে তাই তো এখন শেষ হাসিটা মেসি হাসছে। এই বিশ্বকাপ আর্জেন্টিনা মেসি ডি মারিয়া ইমলিয়ান ও মার্টিনিয়াস এদের সম্পর্কে যতই বলতে যাব ততই যেন কম হয়ে যাবে আমার এই ছোট্ট জ্ঞানে তাদের প্রশংসা যেন ধরছেন না।


🇦🇷🇦🇷🏆

IMG_20221219_104631.jpg

IMG_20221219_104605.jpg

IMG_20221219_104514.jpg

পুরো খেলাটি যখন দেখছিলাম আর্জেন্টাইনরা একবার গোল দিয়ে এগিয়ে যায় আবার ফ্রান্স সেই স্বপ্নটাকে ভঙ্গ করে দেয়। গোল হলে জনতা যেন গায়ের কাপড় খুলে মাথায় তুলে নাচানাচি করছিল। আবার যখনই ফ্রান্স গোল করে বসে তখন যেন তাদের মুখে একরাশ দুঃখের হাতছানি কি যেন হারিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে চোখ দুটি ছল ছল করছে পানিতে।। অনেকেই তো দেখেছি অনেক ভাবে হাত পা ছোড়াছুড়ি করছে যেন সে আর থাকতে চায় না এই পৃথিবীতে। আমাদের আয়োজনে আজ সবচেয়ে বেশি মানুষ ছিল প্রায় 98% ছিল আর্জেন্টাইন সাপোর্টার। যখনই ফ্রান্স এ গিয়ে থাকছিল তখন ব্রাজিলের সাপোর্টাররা খুব নাচানাচি করছিল এটা দেখে আর্জেন্টাইন সাপোর্টাররা অনেক কষ্ট পাচ্ছিল।


🇦🇷🇦🇷🏆

IMG_20221219_105053.jpg

IMG_20221219_105016.jpg

IMG_20221219_104952.jpg

IMG_20221219_104906.jpg

IMG_20221219_104847.jpg

IMG_20221219_104822.jpg

IMG_20221219_104754.jpg

IMG_20221219_104732.jpg

IMG_20221219_104703.jpg

পিএসজির মহৎ তারকা মহানায়ক কিলিয়ারেন এলবাপ্পি। প্রথমার্ধে তিনি তেমন একটি ম্যাজিক দেখাতে না পারলেও এ দ্বিতীয় আর্ধের সাজঘর থেকে ফিরেছে যেন এক চিতাবাঘের রূপ নিয়ে। ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টিতে গোল করার পরে মাত্র ৮৯ সেকেন্ড পরে তার ডান পায়ের দুর্দান্ত শটে ম্যাচের সমতা ফেরান তিনি। এমবাপ্পেয় যে নিঃসন্দেহে একজন ভালো মাপের প্লেয়ার ভালো খেলেন শিরোপার দাবিদার তিনিও ছিলেন। কিন্তু ফুটবল তো গোলের খেলা ফুটবলকির খেলা খুঁজে জাদুকর মেসির আড়ালেও যে আর এক রাজা রয়েছে আর্জেন্টাইনদের সেটা এতক্ষণে শত ভক্তরা জেনে ফেলেছে। ইমুলিয়ান ও মাটিনের যেন এক দুর্বৃত্ত দেওয়াল চীনের প্রাচীর। এবারের বিশ্বকাপের একমাত্র নায়ক আর্জেন্টাইনদের। মাটির খেলায় খেলেছে সবাই তাদের জীবন বাজি রেখে। কিন্তু গোলবারের নিচে যে আর্জেন্টাইনদের ছিল এক বাজ পাখি অভেদ্য চীনের প্রাচীর। হয়তো ইমিলিয়ান ও মার্টিনেজ না থাকলে লেখা হতো না কাব্যগ্রন্থে মেসেজ জিতে নেওয়া জীবনের শেষ বিশ্বকাপ।


🏆🇦🇷🇦🇷🏆

IMG_20221219_105220.jpg

IMG_20221219_105146.jpg

IMG_20221219_105122.jpg

বিজয় উল্লাস করেছে আর্জেন্টিনা বিজয় উল্লাস করেছে পৃথিবীর কোটিভক্ত সেই সাথে বিজয় উল্লাস করেছে বাংলার কোটি জনতা। এ বিজয় আর্জেন্টাইনদের এ বিজয় ফুটবলপ্রেমীদের এ বিজয় ক্ষুদি জাদুকর মেসি ভক্তদের। পৃথিবী হেসেছে এক নতুন হাসিতে পৃথিবী পেয়েছে এক নতুন ঐতিহ্য। এজন্যই অনেকেই লিখছে বিশ্বকাপ তুমি ধন্য মেসির হাতের ছোঁয়া পাওয়ার জন্য। হয়তো বিশ্বকাপ নিজেও অধির আগ্রহ হয়েছিল যে এই ক্ষুদে জাদুকরের হাতে উঠার জন্য। আজ ৩৬ বছর পরে বিশ্বকাপ নিজেকে অনেক ধন্য মনে করবে এই খুঁজে জাদুকরের হাতের ছোঁয়া পেয়ে। উপরের ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর্জেন্টাইনদের বিজয় উল্লাসের কিছু চিত্র। আমাদের পুরো এলাকা জুড়ে অনেক আনন্দ উল্লাস হয়েছে পুরো রাত ধরে। আমরা গতকাল খেলা শুরু হওয়ার আগেই প্রায় আড়াইশো জন মানুষের খাবারের ব্যবস্থা করেছিলাম যার কিছু চিত্র আমি উপরে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। খুদে জাদুকর লিওনেল মেসির হাতে বিশ্বকাপ যাওয়াতে মনে হচ্ছে সারা বিশ্ব যেন ভেসে গেছে আনন্দে। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ পাওয়াতে আমিও অনেক খুশি অনেক আনন্দ উদযাপন করেছি সারাটি রাত ধরে।। যাহোক এই ছিল আজ আমার বিশ্বকাপ নিয়ে লেখা শেষ পর্ব বিজয় উল্লাস। ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার লেখাগুলো ভালো লাগবে।



লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ আর থাকলো না! কোটি কোটি মানুষের স্বপ্নের আশা পূরণ হলো। গতকালকের ম্যাচটা ইতিহাস হয়ে থাকবে। ফুটবল প্রেমীরা এ রাতটার জন্যই অপেক্ষা করছি।

ঠিকই বলেছেন আপনি দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা আর থাকলো না এখন পুরো ফুটবল বিশ্ব যেন ভাসছে সুখের জোয়ারে।।

অনেক খুশি হলাম আর্জেন্টিনা জয়ী হয়েছে জেনে। আসলে আমি খেলা খুবই কম দেখি এবং সাপোর্ট করি না কোন দল তাই সে হিসেবে এ বছর একদমই খেলা দেখা হয়নি আমার। কিন্তু কালকে ফাইনাল খেলা দেখেছিলাম খুবই ইনজয় এর সাথে। কালকের ফাইনাল খেলা কিন্তু ফাইনালের মতোই হয়েছে। টানটান উত্তেজনা ছিল। ৩৬ বছর অপেক্ষার পর আর্জেন্টিনা জয়ী হয়েছে। মেসির স্বপ্ন পূরণ হলো। অনেক মানুষের আশা পূরণ হয়েছে। খুবই ভালো লিখেছেন আপনি। ধন্যবাদ সুন্দরভাবে তুলে ধরার জন্য আমাদের সকলের মাঝে।

আর্জেন্টিনার বিজয় মানে ফুটবল জাদুকরের বিজয় আর ফুটবল জাদুকরের বিজয় মানে পুরো ফুটবল বিশ্বের মানুষের বিজয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

  ·  2 years ago (edited)

যেহেতু আমি খেলা দেখি না সেই কারণে আমি অনেকের কাছেই শুনেছিলাম যে আর্জেন্টিনা জয়ী হয়েছে। এমনিতে ফুটবল খেলা কিন্তু খুবই ভালো লাগে ছোটবেলায় দেখতাম টিভিতে। এটা জেনে খুশি হলাম যে মেসি তার শেষ সুযোগ হাতছাড়া করেনি। শেষবার এর মত সে ট্রফি জিতেছে। অসাধারণ লিখেছেন আপনি পড়ে তো আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই ভালো ছিল ধন্যবাদ।

আর্জেন্টাইনদের জয় মানে ফুটবল জাদুকর মেসির জয় আর মেসির জয় মানে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জয় ৩৬ বছরের অবসান ঘটিয়ে এবার ধরা দিল সুখের সেই আবেশ

মেসির স্বপ্নপূরণ হলো। আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচলো। খেলা টা বেশ দারুণ লেগেছিল আমার কাছে। পুরো ফুটবল বিশ্ব এখন মেতেছে মেসি বন্দনায়।

মোষ মাস্তি হবে ঘষেতে

আপনার আজকের পোস্টে অসংখ্য বানান ভুল ছিল। এদিকে একটু নজর রাইখেন।।

৩৬ বছরের অবসান ঘটিয়ে ট্রফিটি করে তুলল আর্জেন্টাইনরা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

  ·  2 years ago (edited)

কি বলবো ভাই ম্যাচটি আসলেই ফাইনাল ম্যাচের মতই ছিল। খেলাটা দেখে সেই ইনজয় করেছিলাম। আর আমাদের এখানে আর্জেন্টিনা জেতার পর সবাই মেসি মেসি স্লোগান দিতে দিতে ছোটখাটো মিছিল করছিল। মুহূর্তটা আসলে অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

শ্বাসরুদ্ধকর একটি ফাইনাল ম্যাচ দেখেছি হয়তো ইতিহাসে এর পূর্বে এমন ফাইনাল কখনো হয়নি ফুটবল বিশ্ব ফুটবলপ্রেমীরা আজীবন মনে রাখার মত একটি রাত উপহার দিয়ে গেল এবারের কাতার বিশ্বকাপ