স্মৃতি বিজড়িত সাতটি পোস্টের সংগ্রহশালা।

in hive-129948 •  2 years ago 

১০বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ

২৩এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
০২শাওয়াল, ১৪৪৪ হিজরী
রবিবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


রেনডম ফটোগ্রাফি 📹🎥

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYD3EFPkD94uabQEPn9CgoVnkgBBReTgFRPdGe5bjruh42GjHWLmseRAZhzhm4DkNqsJRBoeBaPedihA9SNEsg.jpeg

পোস্ট লিংক

সবাইকে আজও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালোভাবে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারছেন।। তবে গতকাল এবং আজকের আবহাওয়াটা সৌন্দর জনক। তাপমাত্রা কম সারাদিনই বাতাস বহমান।। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার স্মৃতি পাতায় রেখে দেওয়া সাতটি পোস্টের সংগ্রহশালা।। আপনারা জানেন প্রতিনিয়তই ফটোগ্রাফি করতে আমি অনেক ভালবাসি বলতে পারেন ফটোগ্রাফির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত।। উপরের পোস্টটিতে বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আপনারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়েছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।


ভয় না করে কঠিন সময় জয় করতে শিখুন🙆‍♂️🙆‍♂️

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JVckbpQnSDyZTpt7CLheb4wye3wJXhXPHA9M3a2pTdj7djvoJoWRQjSwhqyT6SyAmPyc63QEw8vN8crEi1WxT5fU.jpeg

পোস্ট লিংক

মোটিভেশনাল কথাগুলো লিখতো আমার ভালো লাগে যদিও আমি কথাগুলো বাস্তবসম্মত এবং নিজের জীবন এবং আশেপাশের পরিবেশ থেকে নিয়ে লেখার চেষ্টা করি। এই পোস্টের বিষয় ছিল ভয় না করে কঠিন সময় জয় করতে হবে।। আসলে যদি ভয় করে পিছিয়ে যায় তাহলে কখনোই কোন কাজের সমাধান আসবে না বা সফলতা অর্জন করতে পারবোনা।। তাই ভয়কে জয় করে লক্ষ্য স্থির রেখে শত কঠিন কাজ কেউ সফলতা এনে দেওয়া সম্ভব।।


আবেগের কবিতা 💞জমে থাকা কষ্ট 💔

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW8XRtGnrZ1Sjp63kfsWsNmy2KCqLcuQPuYJsQDng8zLjSTDdFhYVk4YdhkwT5aXJRvcX4QpoNqXDzijoq5xnNWxv8N.jpeg

পোস্ট লিংক

কবিতা লিখতে প্রতিনিয়তই আমার ভালো লাগে আমি ছোটবেলা থেকেই টুকটাক অনু কবিতা লিখতাম ছন্দ করে। তবে আমার বাংলা ব্লগে কাজ করার পর থেকে আরও ভালোমতো নিজের প্রতিভাকে আপনাদের মাঝে তুলে ধরার সুযোগ পেয়েছি।। সুখের স্মৃতিগুলো আমরা অতি তাড়াতাড়ি ভুলে যাই কিন্তু দুঃখের স্মৃতিগুলো কিন্তু অত সহজে ভুলতে পারিনা। এই বিষয়টি আমার কবিতার মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম আপনাদের কাছে ভালো লেগেছে অনেক সুন্দর মন্তব্য করেছেন যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।


আলু 🥔 দিয়ে সুস্বাদু মুরগির মাংসের🍗😋 রেসিপি🍲।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYdYW1xBqoifPXtfZeAfigy1j9ff91FtCuQtdvRctjB7Vu9b8MdJRGA2om4WnbeBVFw1zWvoh3E8Uinut2FTcr.jpeg

পোস্ট লিংক
নিজের হাতে প্রস্তুত করে খাবার গুলো খাওয়ার মজাই অন্যরকম ।আমিও মাঝে মাঝে সময় পেলেই নিজে নিজে নিজের মত করে রেসিপিগুলো প্রস্তুত করে থাকি। এই রেসিপিটির বিষয় ছিল আলো দিয়ে মুরগির মাংস ভুনা। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন মজাদার হয়েছিল আপনারা অনেক সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ করেছেন।


রেনডম ফটোগ্রাফি 📹🎥

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYs8mAgsPfJpbv4hPvrmBam6jCwp9nYbngcsQFSavAP6LEUUmKdmU8zcckRkW1Fayvq4vdmLoauecuwS8KooP4.jpeg

পোস্ট লিংক
যেহেতু ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি তাই প্রতি সপ্তাহে আপনাদের সাথে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আমার ফুলবাগানের সদ্য ফুটে থাকা কিছু ফুলের সুন্দর দৃশ্য। এবং আমার আদরের টিয়া পাখি সম্পর্কে কিছু কথা এবং ফটোগ্রাফি।


ভালো থাকতে হলে নিজেকে পরিবর্তন করুন। 🌞🌞

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yE9nXaUKmAW53YMv2JBSSKrXKoRMZnXraRNW4AFZURc8tpJtatrcPi38Xipq82gKwwPMLuC6HFybwm2R7YzSSdhXG8X7M.webp

পোস্ট লিংক

আমরা সবাই সব সময় ভালো থাকতে চাই আসলে বর্তমান পরিস্থিতিতে ভালো থাকাটা এক ধরনের চ্যালেঞ্জ। ভালো থাকতে বলে অবশ্যই নিজেকে পরিবর্তন ভালো থাকার মত করে পরিবর্তন আনতে হবে। এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করে নিয়েছিলাম কিভাবে আমরা ভালো থাকতে পারি সেই বিষয়ে।


ফটোগ্রাফি 📸📸 পাখিদের সৌন্দর্য 🦅

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXun4gNRAvzcfvwqSDBFBmndk29w2uhnUf2z9JtjHMq7gYjbzNvAAFqSxB5H8f4VgQiCgBos4ysJ6z4hzxUiuL.jpeg

পোস্ট লিংক

এই ফটোগ্রাফিটি করেছিলাম গত দুই সপ্তাহ আগে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে এবং আমার বাড়ির আঙ্গিনা থেকে ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে কিছু দেশীয় জাতের পাখি সুন্দর দৃশ্য।। আসলে যে প্রাণীগুলো উড়তে পারে এদের ফটোগ্রাফি করা খুবই কষ্টসাধ্য তারপরও চেষ্টা করেছিলাম আমার মত করে সুন্দর কিছু দৃশ্য তুলে ধরার জন্য।। এই ফটোগ্রাফি পোষ্টের কমেন্টগুলো পড়ে আমি সবথেকে বেশি আনন্দ পেয়েছি আপনারা এত সুন্দর সুন্দর মন্তব্য করেছেন ফটোগ্রাফি গুলা দেখে সত্যিই আপনাদের কাছে আমি কি করবো।। যাহোক এই সাতটি পোস্ট আমি টাইম লাইনে রাখতে চাই এজন্যই যে এর মধ্যে আমার শতভাগ সফলতা নিহিত রয়েছে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি আপনার পছন্দের বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। এর মাঝে ফটোগুলো খুবই ভালো লেগেছে। বিভিন্ন ফুল পাখি প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। সবগুলো পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

আসলে এই পোস্টগুলোর মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তাই ভাবলাম একত্রে রেখে দিয়ে ভবিষ্যতের জন্য যখন মনে হবে তখনই দেখতে পাবো একবারে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।

একসাথে সাতটি পোস্টের সংগ্রহশালা দেখে বেশ ভালো লাগলো। মাঝেমধ্যে দুই একটা পোস্ট পড়া মিস হয়ে যায় কিন্তু এই সংগ্রহশালা দিলে নতুন করে আবার পোস্টগুলো দেখা যায়। আপনার প্রতিটি পোস্টটি ছিল অসাধারণ। সুন্দর সংগ্রহশালা পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে সংগ্রহশালায় প্রত্যেকটি পোস্ট দেখে অনেক সুন্দর এবং গোছালো একটি মন্তব্য করার জন্য।।

আপনার সাতটি পোস্টের মধ্যে কয়েকটি পোস্ট দেখা হয়েছে। কিন্তু সবগুলো পোস্ট দেখা হয়নি। তবে এই পোস্টের মাধ্যমে সবগুলো পোস্ট দেখে নিতে পেরেছি। সংগ্রহশালা পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য পোস্ট ভিজিট করে।।

আপনার সাতটি পোস্টের সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো ।আপনার কয়েকটা পোস্ট আমি দেখেছিলাম। সত্যি আজকে সংর সালের মধ্যে দেখে অনেক ভালো লাগলো। মাঝেমধ্যে পোস্টের সংগ্রহশালা করলে অনেক ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সংগ্রহশালা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি মাঝে মাঝে কিছু পোস্টের সংগ্রহশালা প্রস্তুত করি যে পোস্টগুলোতে অনেক বেশি স্মৃতি জড়িয়ে থাকে। ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভিন্ন ভিন্ন টাইপের সাতটি পোস্ট একত্রে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।আপনার অনেকগুলো পোস্ট মিস করে গিয়েছিলাম,এখন থেকে দেখে নিতে পারলাম।কবিতা,রেসিপি,ফটোগ্রাফি পোস্ট ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সংগ্রহশালার পোস্ট গুলো দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।।

আপনার পোষ্টের খুব সুন্দর করে সংগ্রহশালা আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনার কিছু কিছু পোস্ট আমি আগে দেখেছি। সময়ের কারণে সবগুলো পোস্ট দেখতে পারিনি। সত্যি আপনার পোষ্টের সংগ্রহশালা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আমার কাছে আপনার সবগুলো পোস্ট অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোষ্টের সংগ্রহশালা আমাদের মাঝে শেয়ার করার জন্য

সংগ্রহশালায় জমানো সবগুলো পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জানি অনেক খুশি হলাম ধন্যবাদ ভাইয়া