ফটোগ্রাফি 📸পদ্মা নদীর পারে একটি বিকেল 📸

in hive-129948 •  last year 

২৫আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

১৪অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
২৪রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
শনিবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸

1697284049649.jpg

মাঝে মাঝেই মনে হয় ,এই জনবহুল কোলাহল যানজট যুক্ত পরিবেশ আর গাড়ির কালো ধোয়া, সাথে ইট পাথর আর কংক্রিটের অঞ্চল ছেড়ে হারিয়ে যাই কোন সবুজ বনাঞ্চল অথবা নদী সমুদ্রের পাড়ে। যেখানে থাকবে না কোন যানজট গাড়ির কালো ধোয়া কোলাহল মুক্ত পরিবেশ শুধু থাকবে পাখিদের কিচিরমিচির শব্দ। বাতাসে থাকবে না কার্বন ডাই অক্সাইড শুধু অক্সিজেন শীতল পরিবেশ। তাইতো সময় পেলেই চলে যায় কোলাহল মুক্ত পরিবেশে অথবা কোন নদীর পাড়ে একটু শান্তির খোঁজে। তেমনি আজ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরবো। গতকাল বিকেলে পদ্মা নদীর পাড়ে খুব সুন্দর একটি মুহূর্ত পার করেছি। সেই মুহূর্তের দারুন কিছু ফটোগ্রাফি ফ্রেমবন্দি করেছিলাম সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


📸📸

IMG_20231014_174412.jpg

IMG_20231014_174345.jpg

অনেকদিন পরে এমন পরিবেশে ঘুরেছি সত্যি মনে রাখার মত। চারিদিকে অথৈ পানি মাঝখানে নৌকা থামিয়ে যেন বুক ভরে নিঃশ্বাস নিতে মন চাইছিল। সেটাই করলাম বুক ভরে নিঃশ্বাস নিলাম নৌকা থামিয়ে সবাই মিলে অনেক সময় গা ভাসিয়ে দিলাম। এবং চারিপাশের পরিবেশ বুঝে কিছু ফটোগ্রাফি তুলে নিলাম। নদীর দুপাশ দিয়ে সবুজের সমারোহ। দূর দিগন্তে তাকালে মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে নদীটা নেমে এসেছে পৃথিবীতে। মাঝি ছুটে চলছে আপন ঠিকানায়। জেলে ভাই মাছ ধরায় খুব ব্যস্ত। দেখতেই পাচ্ছেন চারিপাশের পরিবেশ মন মাতানো।


📸

IMG_20231014_174301.jpg

IMG_20231014_174222.jpg

IMG_20231014_174327.jpg

মাঝ নদীতে গিয়ে বিস্মিত হয়ে তাকিয়ে ছিলাম মেঘের দিকে। পূর্ব আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে নীল আকাশের বুকে। পশ্চিম আকাশ রক্তিম আভায় আলোকিত। দূর দিগন্তে নদীর বুকে তাকালে মনে হচ্ছে মেঘগুলো এই বুঝি নদী থেকে উঠে আসছে। তুলার মত মেঘগুলো নীল আকাশের বুকে ভেসে বেড়ানোর দৃশ্য সত্যি আমাকে বিস্মিত করেছে। এবং এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।


📸

IMG_20231014_174158.jpg

IMG_20231014_174116.jpg

নদীর পাড়ের পরিবেশ আর বসবাসকৃত মানুষের নিত্যদিনের কার্যকলাপ দেখলে আপনাকেও থমকে যেতে হবে। নদীকে কেন্দ্র করে এসব বাড়িঘর গুলো গড়ে উঠেছে। চারিদিকে সবুজের সমারহো গাছপালা দিয়ে ঘেরা। এত সুন্দর পরিবেশ দেখে আমারও মন চাইছিল আমি এখানে একদিন থেকে যায় তাদের মাঝে। রাত হলে মিটিমিটি আলো জলে প্রতিটা ঘরে। আর এরা তো মনে হয় মাছ ছাড়া কখনো ভাতই খায় না। কত নিত্য নতুন নদীর মাছ দেখলাম জেলেদের ধরতে ইচ্ছে করছিল এদের সাথে থেকে এগুলো খেয়ে যাই আজ। এরা যেন সেই রূপকথার মত বাস করে দেখতেই পাচ্ছেন পরিবেশ এবং ফটোগ্রাফিতে। ফসল ফলানো এবং গরু ছাগল পালন করা এদের টাকা উপার্জনের প্রধান উৎস।


📸📸

IMG_20231014_174059.jpg

IMG_20231014_174039.jpg

নদীর পাড়ে ঘুরতে গিয়েছি আর গোধূলি বিকেলটা উপভোগ করব না সেটা কি করে হয়। তাইতো একটু কষ্ট হলেও একদম শেষ বিকেল তথা সন্ধ্যা পর্যন্ত নদীর মাঝে কাটিয়েছি। ফটোগ্রাফি গুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে এবং ডুবে যাওয়ার পরের কিছু দৃশ্য। এক কথায় এই সময়টা আমার এত ভালো লাগে যদি সময়টা ধরে রাখা যেত তাহলে অনেক সময় ধরে উপভোগ করতাম। দূর থেকে মনে হচ্ছে যেন সূর্যটা পানির মধ্যেই ডুবছে। সূর্যের রশি পানির উপর পড়ে ঝিক ঝিক করছে। আকাশের ভিন্ন রকম খন্ড খন্ড চিত্র যেন অন্যরকম একটি ভালোলাগা কাজ করছে চোখে। যাও গিয়েছিল আমার আজকের কিছু ফটোগ্রাফি এবং কথা পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়ার আশা করছি আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

প্রকৃতির মাঝে থেকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আর এই ফটোগ্রাফি পর্বে পুরোটাই পদ্মা নদীর আশপাশের সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছেন। সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

চেষ্টা করেছি আমার ফটোগ্রাফির মাধ্যমে পদ্মা নদীর আশেপাশের সৌন্দর্য তুলে ধরার জন্য।
ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার এই পোস্টটি দেখে আমার খুব ভালো লাগলো । আসলেই এই বন্ধ ঘর যানবাহনের কোলাহল এসব থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে এর মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হয়। আপনি আপনার কিছু আবেগের কথা বললেন শুনে খুব ভালো লাগলো ।আসলে এগুলো শুধু আপনার না প্রত্যেকেরই কিছু আবেগের কথা । এই নদী এই সুসান সবকিছু অন্যরকম একটা শান্তি কাজ করে ।আবারো ধন্যবাদ ভাইয়া। মনে হচ্ছে যেন আমি ওইখানে বসে এই অনুভূতি উপভোগ করছি ।

Posted using SteemPro Mobile

আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে আপনার ভালো লেগেছে জেনে অত্যন্ত খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

নদীর পাড়ে ঘোরাঘুরি করলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমি তো ঘুরাঘুরি করতে খুবই পছন্দ করি, আর যদি হয় এরকম জায়গায় তাহলে তো কোন কথা নেই। পদ্মা নদীর পাড়ে বিকেলটা বেশ ভালোভাবে কেটেছিল বুঝতেই পারছি। আর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ।

একদম ঠিক বলেছেন ভাইয়া নদীর পাড়ে ঘোরাঘুরি করলে তার সৌন্দর্য এবং বিশালতা থেকে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়।

আপনার ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম, কখনো আকাশ নীল সাদা, কখনো আকাশ সাদা গোলাপি, কখনো সাদা মেঘের ভেলা এ যেন আকাশের চমৎকার রং পরিবর্তনের একটা মেলা দেখলাম আপনার আজকের ফটোগ্রাফিতে।

চেষ্টা করেছি ফটোগ্রাফিতে ভিন্নতা এনে সৌন্দর্য প্রদর্শন করার জন্য ।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে নদীর মাঝে নৌকা নিয়ে ঘোরা সত্যিই বেশ মজার ব্যাপার কিন্তু আমি নৌকায় চড়তে অনেক ভয় পাই। ধন্যবাদ ভাই সবাই মিলে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন সেটা আবার আমাদের মাঝে শেয়ার করেছেন।

ছোটবেলা থেকেই নৌকায় চড়ে অভ্যস্ত এজন্য ভয় হয় না একদিন চলে আসুন আমাদের এলাকায় আপনাকে ঘোরানো হবে নৌকায় করে।

পদ্মা নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন। পদ্মা নদীর পাড়ে ভ্রমণের মুহূর্ত ও ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

নদীর পাড়ে গোধূলি বিকেল সূর্যের শেষ আলোকরশ্মি। নদীর মাঝে নৌকা নীল আকাশ এবং জলরাশির অসাধারণ এক মেলবন্ধন পাশাপাশি গ্রামের মেঠো রাস্তা। এককথায় অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। সত্যি বলতে দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ধন্যবাদ
আপনাকে আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো সৌন্দর্য উপভোগ করে সুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য।