সব সময়ই জিততে হয় না ।কখনো কখনো হেরে গিয়েও শিক্ষা অর্জন করা যায়।

in hive-129948 •  2 years ago 

১২৪অগ্রায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

০৯ ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
১৬জমাদিউল আউয়াল, ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️❤️
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের পোস্ট শুরু করছি। সব সময় জিততে হয় না কখনো কখনো হেরে গিয়েও জিতে যাওয়ার আনন্দটা উপভোগ করা যায়। নিজেকে বদলাতে হবে অন্যকে ভালবাসতে হবে অন্যকে সুখে রাখার চেষ্টা করতে হবে। মানুষ ভুলের উর্ধ্বে নয়, তাইতো অন্যের ভুল ক্ষমা করে দেওয়া মহৎ কাজ। অন্যের ভুলকে ক্ষমা করে বুকে টেনে নেওয়াটাই আসল ভালোবাসা।

chess-1215079__480.jpg
Source

সবসময়ই জিততে হয় না ।জিতে যাওয়া মানেই সবকিছু সেটা কিন্তু নয়। মাঝে মাঝে হেরে গিয়েও এমন শিক্ষা পাওয়া যায় যেটা জিতে যাওয়ার মধ্যে কখনো খুঁজে পাওয়া যায় না।


কোন খারাপ অভ্যাস এতটাও খারাপ হয় না যে, যেটাকে কখনো বাদ দেওয়া যায় না। শুধু ভিতর থেকে একবার জেদ করতে হবে তাহলে যেকোনো কাজ করা সম্ভব। আপনি একটি অভ্যাস যেমন তিলে তিলে গড়ে তুলতে পারেন ঠিক তেমনি সেই অভ্যাসটা আবার আস্তে আস্তে ছেড়েও দিতে পারেন। কেননা বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে এই মানুষ অভ্যাসের দাস। পৃথিবীতে ভালো থাকার দুইটি জায়গা ।একটি কারো মনের ভিতর ‌আর অন্যটি হচ্ছে কারোর দোয়াতে।


লোকে বলে সময়ের সাথে সাথে নাকি কষ্টগুলো সব ভুলে যায়। কিন্তু আমার কাছে তো মনে হয় সময়ের সাথে সাথে কষ্টগুলোকে সহ্য করতে শিখে যায়। যার কারণে ওই কষ্টগুলো পরবর্তীতে আর বড় কোন কিছু মনে হয় না। আপনি কেবল নিজে হার মেনে নেবেন না। তাহলে আপনাকে কেউ হারাতেও পারবে না। মনোবল রাখতে হবে যে কোন কাজে দৃঢ় বিশ্বাস নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি আগেই যদি ভেবে বসে থাকি যে আমি এই কাজটি করতে পারবো না তাহলে আমার দ্বারা কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। তাই জীবনে বেঁচে থাকতে হলে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগোতে হবে।


যখন আমার কারো সাথে কথা বলতে ইচ্ছে হয় না অথবা একান্ত প্রিয়জনদের কেউ না তখন আমি ধরে নেই যে আমি ডিপ্রেশন এ ভুগছি আমি অনেক চিন্তিত। তখন আমি আমার ভিতরে থাকা সব ধরনের জঞ্জাল গুলোকে সামনে এনে একটা একটা করে পরিষ্কার করার চেষ্টা করি। যদি আমি কখনো খুব সহজেই রেগে যাই অল্পতেই বিরক্তি বোধ করি কেউ কোন একটা কথা বললেই তার ওপরে ট্রিট্মিতে ভাব দেখাই তাহলে আমি কখনো বুঝি যে আমি পেনশনে আছি। আসলে রাগকে কমিয়ে সব সময় বুদ্ধি এবং তীক্ষ্ণ চিন্তা ভাবনা দিয়ে কাজ করতে হবে তাহলেই সফলতা আসবে।


*মাঝে মাঝে আমার এমন মনে হয় যে আমি আসলে ভালো আছি না খারাপ আছি নিজেই কনফিউশনে পড়ে যায়। মাঝে মাঝে আমি পরিবার আত্মীয়-স্বজন সবার থেকে দূরে যেতে চাই কাউকে যেন আর ভালো লাগেনা। হয় তাদের কিছু কথা তাদের কিছু আচরণ বা আমার মধ্যে থাকা দুর্বলতা গুলোকে আমি কাউকে দেখাতে চাই না।


বিশেষ করে যখন তোমাকে মিস করি। তখন ওই ফোনের দিকে তাকিয়ে থাকি। এসএমএস করব নাকি কল করব ।এইভাবে পরক্ষণে আবার শান্ত হয়ে যায় ।কেননা তুমি তো আজ অনেক দূরে অন্য কারো। একজন প্রকৃত প্রেমিক কখনো শত জনকে ভালবাসে না একজনকে শত উপায়ে ভালোবেসে কাধে রাখতে চায় সে। ভালোবাসা কোন কিছু দেখে হয় না। এমনিতেই হয়ে যায়। আর যদি কোন কিছু দেখে ভালোবাসা হয় তাহলে সেটা ভালোবাসা না সেটা হয় ভালোলাগা।


কাউকে সীমাহীন ভালবাসলে তা কখনো ফুরায় না। কেননা তার ভালোবাসা টাই তো সীমাহীন যার কোন শেষ নেই। দিন যত করায় সময় যত অতিবাহিত হয় তার সাথে ভালোবাসাটাও এক সময় গভীর হয় ভালোবাসাটা বাড়তে থাকে। জীবনে পারফেক্ট কাউকে চাইনা এমন একজনের হাত ধরতে চাই যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়।


জীবনে একটা প্রিয় মানুষ থাকার খুব দরকার যার অন্য কারো সাথে কোন যোগাযোগ থাকবে না। অন্য কারোও গল্প তাকে স্পর্শ করবে না গল্পটা থাকবে সম্পূর্ণই নিজের। তাইতো তোমাকে আজ ভালবাসি কালও ভালবাসি পড়বেও ভালবাসতাম এখনো ভালবাসি আর ভবিষ্যতেও ভালোবেসে যাবো। তুমি থাকলেও ভালোবাসবো না থাকলেও ভালোবাসবো।


বেশ কিছুদিন আগে @shuvo35 হ্যাংআউট এর মধ্যে একটা কথা বলেছিলেন: যে মানুষ অন্য কারো ভালোবাসার মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালো ভালবাসতে পারে না। আসলে শুভ ভাইয়ের মতো আমিও বলতে চাই পরিচয়টা যেমনই হোক না কেন ভালোবাসাটা আসে মনের গভীর থেকে। মানুষটা যেমনই হোক ভালোবাসা তো ভালোবাসাই হয়।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

একটা মানুষকে সব সময় জিততে হবে এমন কোন কথাই নেই হার-জিত জীবনে থাকতে হবে।আমি মনে করি সব সময় জিতার মধ্যে আনন্দ নেই।মাঝে মাঝে হেরে যেতে হয় নিজের জীবনকে উপলব্ধি করার জন্য।আপনার পুরো লেখাটা পড়েছি অনেক ভালো লেগেছে।খুব সুন্দর করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

সম্পূর্ণ লেখাটি পড়ে সুন্দর মন্তব্যর মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন।

সত্যি ভাই আপনি একটা চমৎকার টপিক তুলে ধরেছেন ৷ একদম শিক্ষা মূলক পোষ্ট যা পড়ে কিছু হলেও জ্ঞান অর্জন করা যায় ৷
ঠিক বলেছেন আসলে এটা সবসময় বিজয় নয় ৷ মাঝে মাঝে পরাজয়ের স্বাদ নিতে হয় ৷ আর পরাজয় হলেইে যে আমি আর পারবো না তা কিন্তু নয় ৷
ওই যে একটা কথা বলে না ৷ কিছু নিতে হলে দিতে হয় ৷ ঠিক তাই বিজয় অর্জনের জন্য পরাজয় স্বীকার হবে ৷
ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷

আসলে মাঝে মাঝে হেরে গিয়েও অনেক শিক্ষা অর্জন করা যায় যাদের ভবিষ্যতের গণ্ডি পার হওয়া যায় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

পৃথিবীতে ভালো থাকার দুইটি জায়গা ।একটি কারো মনের ভিতর ‌আর অন্যটি হচ্ছে কারোর দোয়াতে।

কথাটা একেবারে পারফেক্ট বলেছেন ভাই। আপনার কথাগুলো পড়ে বুঝলাম আপনি বেশ ডিপ্রেস আছেন। ঠিকই বলেছেন মানুষ সময়ের সঙ্গে কষ্টগুলো ভুলে না সহ‍্য করতে শিখে যায়। কিছু বলার নাই। নিজেকে কষ্টের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে ভাই।।

আসলে চেষ্টা করি সব সময় ভালো থাকার কিন্তু পারিপার্শ্বিক অবস্থা সবসময়ই একজন মানুষকে ভালো রাখে না উত্থান পতন হবে এটাই ঠিক।।

কিছু কিছু সময় মানুষ হারতে হারতে জিতে যায় আবার কিছু কিছু সময় মানুষ জিততে জিততে হেরে যায়। আসলে আমরা সবসময়ই জিতে যেতে চাই কিন্তু আমরা কখনোই ভাবি না যে আসলে হারা যেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কতটুকু জানতে পারলাম। আজ জিতে গেছি বলেই হয়তো অনেক বড় কিছু হয়ে গেলাম এমন ভাবা আসলেই ঠিক নয় আবার অনুরূপভাবে আজ হেরে গেলাম মানে সব শেষ হয়ে গেল ব্যাপারটা এমনও নয়। হারা এবং জেতা এই দুইয়ের মাঝামাঝি কতটুকু জানতে পারলাম সেটাই অনেক বড় কিছু। যাই হোক চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন পরে আমার খুবই ভালো লেগেছে।

প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর এবং গোছালো মন্তব্য করে থাকেন আজকের পোস্টটি পড়ে অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন।।

মানুষ আসলে সবসময় জিতেই জিততে চায় । মাঝে মাঝে হেরেও যে জিতা যায় সেটা আসলে আমাদের বোধগম্য নয়। এই হেরে জেতার উদাহরণ বাস্তবে খুব কম দেখা যায় সিনেমা নাটকে দেখেছি অনেকবার। একদম নেই সেটা বলাও ভুল আমি দেখেছি দু একজনকে হেরে নিজেই জিতেছে তার মনের কাছে। আসলে আমার মনে হয় খুব কঠিন কিছু না মাঝে মাঝে সেকরিফাইস করাটা কিন্তু আমরা ইগু নামক শব্দটার জন্য পারিনা। আপনার লেখা পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

অনেক সময় হেরে গিয়েও উদাহরণ তৈরি করা যায় যেটা চেয়ে বেশি আনন্দ উপভোগ করা যায়। সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে কিন্তু স্মৃতিগুলো রয়ে যাচ্ছে আকাবকা পথের বাঁকে।।

আসলে ঠিকই বলেছেন, অনেক সময় হেরে গিয়েও জেতার আনন্দ করা সম্ভব। কিন্তু এই বিষয়টা সবার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। কারণ সেক্রিপাইস বিষয়টা সবার মধ্যে থাকে না। আপনার কথাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আর শুভ ভাইয়া কথাটা একদম সত্যি বলেছে, যে মানুষ অন্য কারো ভালোবাসার মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালো ভালবাসতে পারে না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে।।