নিজের উপর বিশ্বাস রাখতে হবে ""আমি পারবো।""

in hive-129948 •  last year 

২২বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ

০৫এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
১৪শাওয়াল, ১৪৪৪ হিজরী
শুক্রবার
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


self-confidence-2121159__480.jpg

Source


কে বলেছে তুমি পারবে না?? আরে হ্যাঁ আপনাদেকেই বলছি। মানে আমি বলতে চাচ্ছি কোন বিজ্ঞ অজ্ঞ ভাইবোন বা বুদ্ধিমান ব্যক্তি আপনাকে বলেছে তুমি পারবে না কাজটা অনেক কঠিন। যারা বলেছে তারা পারেনি তাই বলে কি আমি আপনি পারবো না। তাদের না পারার সাথে তো আমার আপনার কোন সম্পর্ক নেই। হ্যাঁ যা বলছিলাম, আপনার মাঝে অবশ্যই ভালো কিছু করার যোগ্যতা আছে। কিন্তু তার ফল এখনো পাননি, নিজের উপর বিশ্বাস রাখেন অবশ্যই তার সুফল আপনি পাবেন।


আপনি এখন কি করছেন???? আপনার যোগ্যতা এবং সময় কি কাজে ব্যয় করছেন। আপনি কি মনে করেন যে, এভাবে চললে আপনার স্বপ্ন পূরণ হবে। আমি আপনি তো সব বুঝি কি করতে হবে আবার সেটাও জানি কিন্তু আজ করি কাল করি বলে বলে আর সময়ের কাজ সময়ে করা হচ্ছে না অলসতা ঘিরে ফেলেছে আমার চারিপাশ। আমি যদি ঠিক বলে থাকি তাহলে শুনুন। আমি আপনি আগেও ঠিক একইভাবে পিছিয়ে পড়েছি। যদি এই একই ভাবে অলসতা আমাকে ঘিরে রাখে তাহলে আমাকে পস্তাতে হবে, বারবার পস্তাতে হবে।


এখনো সময় আছে। আমার আপনার স্বপ্ন পূরণ করার যোগ্যতা কমে যাচ্ছে। আমার এক স্যার আমাকে মাঝে মাঝেই বলতেন তুমি এই পৃথিবীতে খুব অল্প সময় থাকবে। তারপর আবার চলে যাবে। এই অল্প সময়ে এমন কিছু করো যেন সবাই বলতে পারে সময়টা তোমার ছিল। ❤️❤️


আমার আপনাকে উপরওয়ালা যোগ্যতা দিয়েছে সুস্থ রেখেছে যা চাচ্ছি তাই পাচ্ছি। কিন্তু আমরা সেই সুযোগ অনুযায়ী চেষ্টা করছি না 🧐🧐‌ এর জন্য পরবর্তী সময়ে অনেক পস্তাতে হবে। এজন্য সময় থাকতে যোগ্যতা থাকতে সময়কে কাজে লাগাতে হবে।


বিশ্বাস রাখতে হবে আমি পারবো ,আমাকে পারতেই হবে। হয়তো অন্য সবার থেকে পরিশ্রম এবং চেষ্টা বেশি করতে হবে। বিশ্বাস রাখতে হবে আমি পারবো নিশ্চয় পারবো। অনেক কথা বলে ফেললাম। আমাদেরকে নিজের উপর এবং নিজের জীবনের উপর বিশ্বাস রাখতে হবে হতাশ হলে চলবে না। সফলতা অর্জন করতে হলে অবশ্যই আমার যোগ্যতা অনুযায়ী আমাকে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি জানি আমরা যদি নিজের উপর আস্থা রাখি। নিজেকে বিশ্বাস করি। নিজেকে কথা দেই যে, আমি সফলতার চূড়ায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাব, তাহলে সেটি সম্ভব। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে তার আনুগত্য করে যে কোন কাজ কঠিন পরিশ্রম চেষ্টা এবং মনোযোগ দিয়ে করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

জীবনের সময়টা অল্প! এই অল্প সময়টাতে নিজের স্বপ্নই যদি পূরন করতে না পারলাম তাহলে এ জীবন দিয়ে কি হবে। আমার এক স্যার বলেছিল, মানুষ স্বপ্নের সমান বড়! আমি বিশ্বাস করি নিজের প্রবল ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব। সময়টা যে ভীষন অল্প 😐

ঠিকই বলেছেন ভাইয়া সময় খুব অল্প আর জীবনের স্বপ্নগুলো নিজের থেকেও অনেক বড়। নিজের উপর বিশ্বাস রাখতে হবে প্রবল ইচ্ছা শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বহু।।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।।