১৪ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
২৭ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
১৭শাবান ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
বাংলা ভাষায় একটি বহুল প্ররোচিত বাক্য পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকি সব অভিনয়। এতদিন ধরে বেশ ভাবে কথাগুলো শুনে আসছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি। আমরা কি আসলেই মায়ার জালে এবং ধোঁকায় পড়ে হামাগুড়ি দিয়ে জীবনটা অতিবাহিত করছি কিনা?? আমাকে যদি এমন প্রশ্ন করা হয় তাহলে আমি অবশ্যই বলব কথা সত্য। মায়া এবং ধোকায় পরিপূর্ণ পৃথিবী। অভিনয় করে আমরা নাট্যমঞ্চের মতো লোকজনদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে এগুলো নিয়ে একটু কল্পনা করেন তো। আজ থেকে ৫০ বছর আগে যারা ছিল তারা এখন কজন পৃথিবীতে আছে। এখন যারা বর্তমানে আছে তারা বা কতদিন থাকবে পৃথিবীতে। তাহলে আমরা পৃথিবী নিয়ে এত ব্যস্ত কেন। কেন পৃথিবীটাকে রঙিন করার জন্য জীবন যৌবন সব বিসর্জন দিয়ে দিচ্ছে। আমাদেরকে একটু ভয় হয় না বা ভয় হওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাই না। আমরা কোথায় ছিলাম কোথায় আছি আবার কোথায় চলে যাব। এই বিষয়গুলো নিয়ে একটু ভাবুন তো তাহলে দেখবেন অটোমেটিক আপনার জীবনে অনেক পরিবর্তন এসে গিয়েছে। আর অবশ্যই আমাদের জীবনের পরিবর্তন হওয়া দরকার। কি ছিলাম কি হয়ে আছে আর কি হব আর ভালো থাকতে হলে কি কি কাজগুলো করার দরকার অবশ্যই এগুলো নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন।
ওই যে বললাম ধোকায় পরিপূর্ণ পৃথিবী। প্রতিটা সময় ধোকা দিয়ে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে। মায়ার অভিনয় দিয়ে সকাল থেকে সন্ধ্যা অব্দি আমরা সময় অতিবাহিত করছি। আজ কত পরিশ্রম করলাম আগামীকাল ভালো থাকার জন্য। আবার রাত পোহালে পরিশ্রম করছি এটা না ওটা ওটা না এটা কোনটা রেখে কোনটা করছি নিজেই মাঝে মাঝে তালগোল পাকিয়ে ফেলছি। অথচ যেখানে ছিলাম সেখানে আমাদেরকে আবার ফেরত যেতে হবে এটাই সত্য। যেখানে ফেরত যাব সেখানকার জন্য যে আমাদের কিছু পূর্ণ বা সওয়াব কামাই করে নিতে হবে এটা কখনো ভেবেও দেখিনি। শুধু কিভাবে বেশি বেশি টাকা ইনকাম করতে হবে কিভাবে পরিবার পরিজনদেরকে নিয়ে পৃথিবীতে ভোগ বিলাস জীবন অতিবাহিত করতে হবে এটা নিয়ে খুব ব্যস্ত।
তবে সব থেকে বড় কথা হল এই মায়ার পৃথিবী একদিন আমাদেরকে অবশ্যই ছেড়ে যেতে হবে। এর কোন বিকল্প নেই বা অস্বীকার কেউ করতে পারবে না।। পৃথিবীতেই একটিমাত্র সত্য কেউ কখনো অস্বীকার করবে না বা করার মত কোন যুক্তি উপস্থাপন করতে। ধোকায় পড়ে আছি ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আছি। কিন্তু এই ভোগ বিলাসের জীবন যে আমাদের জন্য ক্ষণস্থায়ী বা তাসের গহর এটা কি কখনো ভেবে দেখেছি। মৃত্যুর পরে যেখানে যাবো অনন্তকাল থাকব সেখানকার জন্য কি কিছু গুছিয়েছে। অন্তত ক্ষমা পেতে হলে কিছু হলেও তো আমাকে দেখাতে হবে সেটাও কি আমার থলেতে রয়েছে।
আসলে ধোঁকা বলেন আর মায়া বলেন এই পৃথিবীতে সবাই বন্দী হয়ে রয়েছি আমার মনে হয়। আর সবকিছু হচ্ছে বর্তমানে ভোগবিলাস আনন্দ উদযাপন আর টাকাকে কেন্দ্র করে। হ্যাঁ অবশ্যই এগুলোর প্রয়োজন রয়েছে তবে অবশ্যই যেখান থেকে এসেছি সেখানে ফেরত যাব সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। তাই আসুন পৃথিবী থেকে পরকালের জীবনকে বেশি প্রাধান্য দিই বেশি বেশি করে ভালো কাজ করি। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি।একটা কথা আছে আজ মরলে কাল দুদিন। পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না। পৃথিবীর মানুষ যেন আমাদেরকে মনে রাখে ভালো বলে এমন কাজ করা উত্তম।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলছেন ভাই, এ পৃথিবীতে কেউ কারো নয় শুধু কিছু সময়ের জন্য মায়া অনুভূতি হৃদয়ে কাজ করে। আর কিছুটা সম্পর্ক ভালো থাকার অভিনয়। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে পোস্টটি পরে মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি মায়া বলেন কি দয়া বলেন চোখ বন্ধ করে দেখলেই সবকিছু অন্ধকার। এই পৃথিবীতে আমি মনে করি সবকিছু মায়া। এখানে আসলে রিয়েলিটি বলতে কিছু নেই। সবাই স্বার্থপর সবাই নিজেদের ভালো-মন্দের জন্য সবকিছুই করে থাকেন। এখানে কেউ কারো নয়। যতটুকু আপনি সহযোগিতা করতে পারবেন ততক্ষণে আপনার পেছনের বন্ধু-বান্ধব কে পাবেন আত্মীয়-স্বজনকে পাবেন। পরের গুলো হচ্ছে সবকিছু অভিনয় আপনি যথার্থ লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এটাই পৃথিবীর আসল বাস্তবতার চোখ বন্ধ করলে কেউ কারো মনে রাখবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই পৃথিবীতে আমরা দুই দিনের মেহমান মাত্র। কিন্তু আমরা রঙিন দুনিয়ায় এতটাই মগ্ন হয়ে গিয়েছি যে,আসল এবং নকলের ভেদাভেদ করতেই ভুলে গিয়েছি। দুনিয়াতে আমরা যতই অর্থ সম্পদের পাহাড় গড়ি না কেনো, সবকিছু রেখেই অন্ধকার কবরে যেতে হবে। পরকালে আমাদের কাজে লাগবে শুধুমাত্র নেক আমল। আর আমরা নেক আমল না করে,সারাক্ষণ অর্থ উপার্জন নিয়ে ব্যস্ত। আমাদের উচিত সময় থাকতে দুনিয়ার মায়া ত্যাগ করে, বেশি বেশি আমল করা। কারণ পরকালে আমাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটু ভালো করে দেখুন তো যে কষ্ট করে সবকিছু করলো বাড়ি গাড়ি সে কতখানি ভোগ করল বা মৃত্যুর পরে যারা ছিল তারা তাকে মনে রাখল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কষ্ট করে যে ব্যক্তি অর্থ সম্পদের মালিক হয়,সে কখনোই সেই অর্থ সম্পদ সেভাবে ভোগ করতে পারে না। আর যাদের জন্য অর্থ সম্পদ রেখে যায়,তারা কবরে গিয়ে সেই ব্যক্তির জন্য একদিন দোয়াও করে না। সুতরাং অর্থ সম্পদের পিছনে এতো না ছুটে,পরকালের জন্য নেক আমল করা উচিত বেশি বেশি। কারণ এই পৃথিবীতে কেউ কারো নয়। সবাই একা এসেছি, একাই যেতে হবে এবং পরকালে প্রতিটি জিনিসের হিসাব নিজেকেই দিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটা তো অবশ্যই ভাই, মায়ার পৃথিবীর ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। এখানে আমরা কেউ চাইলেই থাকতে পারবো না, সে যতই মায়া থাকুক। জীবনে সবথেকে চরম সত্য এটাই। আমরা আসলে পরকাল নিয়ে এত বেশি চিন্তা করি না ভাই। আমরা এখানকার ভোগ বিলাস নিয়েই ব্যস্ত থাকি । যাইহোক, সম্পূর্ণ পোস্টটি পরলাম, বেশ ভালোই লাগলো আপনার পোস্টটি পড়ে। অনেক গভীর কিছু কথা জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন মায়া এবং ধোকা পরিপূর্ণ এই পৃথিবী। এই পৃথিবীতে কেউ আজীবন থাহি নয়। এই পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যেতে হবে। তারপরও মানুষ এখানে অনেক কিছু করে থাকে। তবে আমরা এই পৃথিবীর কথা না ভেবে পরকালের কথা ভাবলে ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে মায়া দিয়ে মানুষ মানুষ আকৃষ্ট করে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবকিছুর ভুলে আমাদের উচিত আসল সত্য টা বেছে নিয়ে সেই অনুযায়ী জীবনটা পরিচালনা করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit