''DIY এসো নিজে করি''ম্যাচ বক্স দিয়ে ড্রেসিং টেবিল তৈরি (10% beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago 

১৩কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

২৯অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২১রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
শনিবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211029_203545.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই, ম্যাচ বক্স দিয়ে ড্রেসিং টেবিল তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

★ম্যাচ বক্স
★রঙিন পেপার
★গ্লু গান আঠা
★কেচি
★পুতি
★কার্টুন
★পাটকাটি


IMG_20211029_204432.jpg

ধাপ০১

প্রথমে আমি বাজার থেকে ১০ টা ম্যাচ বক্স কিনে আনি।এর পর পাঁচ টা বক্স বারুদ মুক্ত করে নিই।


IMG_20211029_204402.jpg

ধাপ০২

এর পর গ্লু গান আঠা দিয়ে চারটি ম্যাচ বক্স প্রস্থ পিঠে একত্রিত করে নিই।


IMG_20211029_204324.jpg

IMG_20211029_204247.jpg

ধাপ০৩

এর পর প্রস্থ পিঠে উপরের দিকে আর একটি ম্যাচ বক্স আড়াআড়িভাবে আঠা দিয়ে সংযুক্ত করে দিই।


IMG_20211029_153242.jpg

IMG_20211029_153642.jpg

ধাপ০৪

পাটকাটি কেটে নিদিষ্ট মাপে কেটে নিয়ে পায়া হিসাবে নিচে লাগিয়ে দিই।


IMG_20211029_204212.jpg

ধাপ০৫

এবার সম্পন্ন ম্যাচ বক্স এর সমান প্রস্থ নিয়ে কাটুন কেটে আঠা দিয়ে বসিয়ে দিই


IMG_20211029_154844.jpg

ধাপ০৬

এবার কাটুন কেটে আয়না রেক রাখার জায়গা এবং পিছনের পাটিশন তৈরি করি।


IMG_20211029_204133.jpg

ধপ০৭

এবার পাটিশন পিছনে আঠা দিয়ে লাগিয়ে দিই।


IMG_20211029_204042.jpg

ধাপ০৮

এবার ড্রসিং টেবিলের সৌন্দর্য বাড়ানোর জন্য ম্যাচ বক্সের উপর দিয়ে সবুজ পেপার আঠা দিয়ে লাগিয়ে দিই।


IMG_20211029_162236.jpg

ধাপ০৯

এবার ড্রেসিং টেবিলের উপর বসানোর জন্য রেক বানাই।


IMG_20211029_203956.jpg

ধাপ১০

রেকের সৌন্দর্য বাড়ানোর জন্য রঙিন পেপার আঠা দিয়ে লাগিয়ে দিই।


IMG_20211029_203921.jpg

ধাপ১১

ডয়ারের সৌন্দর্য বাড়ানোর জন্য রঙিন পেপারে মুরিয়ে দিই।


IMG_20211029_203814.jpg

ধাপ১২

এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন ডয়ারের হাতল হিসাবে গ্লু গান এর আঠা দিয়ে পুটি বসিয়ে দিয়েছি


IMG_20211029_203742.jpg

ধাপ১৩

ড্রেসিং টেবিলের সৌন্দর্য আাড়ানোর জন্য রেক বরাবর আঠা দিয়ে দুইটা বড় পুতি বসিয়ে দিই।


IMG_20211029_203850.jpg

ধাপ১৪

পুতি বসানোর পর ড্রেসিং টেবিলের ভিউ।


IMG_20211029_203627.jpg

IMG_20211029_203545.jpg

IMG_20211029_203449.jpg

IMG_20211029_203420.jpg

IMG_20211029_203336.jpg

IMG_20211029_203224.jpg

IMG_20211029_203120.jpg

ধাপ১৫

***সম্পন্ন কাজ শেষ হওয়ার পর ড্রসিং টেবিলের বিভিন্ন সাইডের ভিউ। ***


IMG_20211029_203039.jpg

শেষধাপ

এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমার আজকের ড্রেসিং টেবিল বানানো আশা করছি আপনাদের ভালো লাগবে।


লোকেশন:

https://w3w.co///adamant.spasmed.showerhead

ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ম্যাচ বক্স দিয়ে ড্রেসিং টেবিল তৈরি করেছেন দারুন হয়েছে ভাই আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ম্যাচ বক্স দিয়ে আপনি খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল তৈরি করেছেন। এটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি কখনো ভাবিনি যে ম্যাচ দিয়ে এত সুন্দর একটি ড্রেসিং টেবিল তৈরি করা যায়।আপনি খুবই সুন্দর ভাবে থাকে তাকে উপস্থাপন করেছেন। যা থেকে এটা সবাই শিখতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

অসাধারণ হয়েছে ভাই টেবিলটি। এই টেবিলটি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি কিছু মনে করব না। প্রত্যেকটি থামি দক্ষতার সাথে উপস্থাপন করেছেন যেটি প্রশংসনীয় কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই টেবিলটি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি কিছু মনে করব না।

ভাই বিক্রি তো হবে না ঠিকানা দেন পাঠিয়ে দিব।

আমি আরো খুশি আপনি আমাকে উপহার স্বরুপ পাঠিয়ে দিবেন। হাহা

😍😍😍

বাহ খুব সুন্দর টেবিল বানিয়েছেন তো।আপনি ম্যাচ দিয়ে টেবিল বানিয়ে ফেলেছেন আর এদিকে আমার বই পড়ার একটা টেবিল পাচ্ছি না মেসে।আমাকে গিফট করে দিলে রাগ করবো না 🤗

এই টেবিলটি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি কিছু মনে করব না।

ঠিকানা দিয়েন পাঠিয়ে দেওয়া হবে।😁😁😁

সামান্য ম্যাচ বক্স দিয়ে কত কিছুইনা তৈরি করা সম্ভব ।ম্যাচ বক্স দিয়ে আপনার ড্রেসিং টেবিল তৈরির মাধ্যমে খুব সুন্দর সৃজনশীলতার প্রকাশ পেয়েছে। ড্রেসিং টেবিল টা অনেক সুন্দর হয়েছে দেখতে। শুভকামনা রইল আপনার জন্য।

এই টেবিলটি আপনি আমার কাছে বিক্রি করতে পারেন আমি কিছু মনে করব না।

খুব সুন্দর একটি অংকন করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

খুব সুন্দর একটি অংকন করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

😇😇😇😇😇😇

এই ভাবে আনদাজে কমেন্ট করা বন্ধ করুন। আগে পোস্ট পরুন তার পর কমেন্ট করুন।
নয়লে রিপোর্ট করতে বাধ্য হব।

ফায়ার বক্স দিয়ে এত সুন্দর ড্রেসিং টেবিল তৈরি করেছেন। যেটা একজন দক্ষ মানুষের হাতের ছোঁয়া ছাড়া সম্ভব না আসলে আপনি অনেক দক্ষ একজন মানুষ।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ওয়াও আমিতো প্রথম সত্যি ভেবেছি পরে দেখি এটি ম্যাচ দিয়ে বানিয়েছেন। সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। অনেক সুন্দর করে বানিয়েছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

কি বলবো ভাই!! অসাধারন ক্রিয়েটিভিটি।আপনার কাজ দেখে অবাক হয়ে গেলাম। ম্যাচেরবক্স দিয়ে তৈরি ড্রেসিং টেবিলটি সুন্দর হয়েছে অনেক। একদম বাস্তব ড্রেসিং টেবিলের মতো লাগছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া এত্ত কিউট হয়েছে ড্রেসিং টেবিলটি। আমার সাধ্য থাকলে নিয়ে নিতাম হাহা। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

সত্যিই আপনি সৃজনশীলতার উদ্ভব ঘটিয়েছেন ম্যাচ বক্স দিয়ে আপনি ড্রেসিং টেবিল তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার দক্ষতা আছে বলতে হয়। আপনার জন্য শুভকামনা রইল ভালো ছিল।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ম্যাচ বক্স দিয়ে আপনি খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল তৈরি করেছেন। আপনি খুব দক্ষতার সাথে এটি তৈরি করেছেন ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

  ·  3 years ago (edited)

আপনি ম্যাচের বক্স দিয়ে খুবই সুন্দর একটি ড্রেসিংটেবিল বানিয়েছেন। কোন বাচ্চাকে এটি বানিয়ে দিলে সে খুবই খুশি হবে। বিশেষ করে মেয়ে বাচ্চাকে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ দেখিয়েছেন। সহজে কেউ এটি দেখে বানিয়ে ফেলতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি ম্যাচের 😇😇😁কাঠি😇😁 দিয়ে খুবই সুন্দর একটি ড্রেসিংটেবিল বানিয়েছেন

কাঠি না ম্যাচ বক্স""""

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

অহ অসাধারণ আইডিয়া আপনার, খুব সুন্দর করে বানিয়েছেন আমি এই প্রথম এমনকিছু দেখলাম। ভাবছি আপনার দেয়া ধাপগুলো ফলো করে আমার কম্পিউটার টেবিল এর মতো করে ছোট্র করে একটা টেবিল বানাবো সাজিয়ে রাখার জন্য। খুব ভালো হয়েছে, শুভ কামনা রইলো আপনার জন্য।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ম্যাচ বক্স দিয়ে ড্রেসিং টেবিল তৈরি করে চমক লাগিয়ে দিলেন।।।

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

join #club5050 tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.