"DIY" এসো নিজে করি 🏝️গ্রামে নদীর পাড়ে একটি বাড়ি তৈরি। ১০% লাজুক শিয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

২১পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ

০৫জানুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ
৩০ জমাদিউল আউয়াল, , ১৪৪৩ হিজরী
বুধবার
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


IMG_20220105_204717.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই প্রেজক্ট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করে যে গুলা দেখতে খুবই ভালো লাগে আমারকাছে। আমি নিজেও উৎসাহ বোধ করি তাদের নতুন কিছু করা দেখে। আমিও নতুন কিছু করতে চেষ্টা করি। তাই আজকে আমি একটি ড্রাই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে গ্রামে নদীর পড়ে একটি বাড়ি তৈরি। এটি আমি খুব সহজে অংকন করতে সক্ষম হয়েছি। মাত্র ১ ঘন্টা ০৫ মিনিটে। আশা করছি আমার আজকের ড্রাই আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
A4 পেপার১ টা
পেন্সিল১ টা
রাবার১টা
স্কেলএকটা

🏞🏝️ধাপ ০১

IMG_20220105_202153.jpg

প্রথমে আমি সাদা কাগজে পেন্সিল দিয়ে ঘরের চালা অংকন করি।

🏝️ধাপ

IMG_20220105_202508.jpg

এবার আপনার দেখতে পাচ্ছেন ঘারের ভিত্তি প্রস্থ ও চালা তৈরি শেষ।

🏝️ধাপ০৩

IMG_20220105_202556.jpg

এবার আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি সম্পূর্ণ অংকন করা শেষ।

🏝️ধাপ০৪

IMG_20220105_203026.jpg

এবার আমি বড় ঘরের পাশে ছোট আরও একটা ঘর অংকন করি।

🏝️ধাপ০৫

IMG_20220105_203220.jpg

এই ধাপে আপনাদের কে ঘরের পিছনে একটা কলা গাছ অংকন করে দেখানোর চেষ্টা করেছি।

🏝️ধাপ০৬

IMG_20220105_203331.jpg

এবার কলা গাছের পাতা গুলো পেন্সিল দিয়ে কালার করে দিই।

🏝️ধাপ০৭

IMG_20220105_203552.jpg

এবার বাড়ির ভিটা ও বাড়ির পাশে নদীর দৃশ্য অংকন করি।

🏝️ধাপ০৮

IMG_20220105_203639.jpg

এবার নদীর পাড়ে বাড়ির ধারে একটা নারিকেল গাছের চিত্র অংকন করি।

🏝️ধাপ০৯

IMG_20220105_203753.jpg

এবার নদির এড়িয়া তৈরি করি।

🏝️ধাপ১০

IMG_20220105_203903.jpg

এবার নদীর এক ধারে একটি দীপ তৈরি করে গাছের দৃশ্য অংকন করি।

🏝️ধাপ১১

IMG_20220105_204128.jpg

এবার সম্পূর্ণ গাছ টি তৈরি অংকন করি।

🏝️ধাপ ১২

IMG_20220105_204419.jpg

এবার নদীর মঝে ⛵ নৌকা ও পানির দৃশ্য অংকন করি।

🏝️ধাপ ১৩🏝️

IMG_20220105_204509.jpg

এবার নদীর ও পার সূর্য ডোবার দৃশ্য ও নীরে ফেরা পাখির দৃশ্য অংকন করি।

🏝️🏝️🏝️🏝️

IMG_20220105_204717.jpg

১ঘন্টা ০৫ মিনিট চেষ্টার পর অংকন করতে সক্ষম ও সফল হলাম আমার আজকের ড্রাই গ্রামে নদীর পাড়ে একটি বাড়ির দৃশ্য অংকন।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।

লোকেশন:

https://w3w.co


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক চমৎকার হয়েছে আপনার এই অংকটি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আমার অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন।নদীর পাশে বাড়ি আবার মাঝে নৌকা এক কথায় অসাধারণ। এর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।।

ছবিটি মন কেড়ে নিয়েছে। যদি একটু রং করা হতো তাহলে দারুন দেখাতো। আশা করি পরবর্তীতে সেটি করে শেয়ার করবেন। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই ❤️❤️

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আসলে গ্রামের দৃশ্য দেখতে আমাদের সবারই ভালো লাগে। আপনার প্রতিটা স্টেপ অনেক গুছানো ছিল এবং ছবিগুলো অনেক সুন্দর করে তুলছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য 🥀🥀

অনেক সুন্দর হয়েছে ভাই। এই চিত্রাংকন দেখে সত্যি আমার অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ অসাধারণ হয়েছে। এবং ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে আমাকে উৎসাহ করার জন্য।।

অনেক সময় নিয়ে পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে।নদী,নদীর পাড়ের গাছ,বাড়ি,সূর্য সব কিছুই বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।