ফটোগ্রাফি ও পদ্মা নদীর ভ্রমণ📸⛵

in hive-129948 •  2 years ago 

২৫অগ্রায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

১০ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
১৫জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
শনিবার।
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸📸🎯

1670658179976.jpg

আমি বাংলার রূপ দেখিয়াছি তাই খুঁজিতে চাইনা পৃথিবীর রূপ। আমার বাংলা ব্লকবাসি আশা করছি আপনারা সবাই ভাল আছেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার ফটোগ্রাফির মাঝে বাংলার কিছু অপূর্ব বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা হয়তো পূর্ব অবগত আছেন ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। বলতে পারেন ফটোগ্রাফি আমার নেশার সাথে মিশে আছে। গতকাল বিকেলে আমি এবং আমার ভাতিজা বাইক এবং ক্যামেরা নিয়ে একটু বের হয়েছিলাম নদী ভ্রমণে ।সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছি তার মধ্যে আজ কয়েকটি খন্ড চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো।


সারস

IMG_20221210_132555.jpg

IMG_20221210_132836.jpg

লোকেশন:

ষড়ঋতুর দেশ বাংলাদেশ ১২ মাসে আমরা ছয়টি রূপ দেখতে পাই। প্রতি দুই মাসে তার রূপ বদলায় এজন্যই তো কবি বলেছেন আমার প্রিয় জন্মভূমি যার রূপের কোনো শেষ নেই। শীতকালে আমাদের দেশে দেখা মেলে অতিথি পাখির এবার আমাদের নদীতে এসেছে এক নতুন প্রজাতির পাখি যেটির পূর্বে কখনো আমি দেখিনি। তবে স্থানীয় মুখে শুনেছি আগে এই পাখি অনেক বেশি আসত আমাদের দিকে। বেশ কয়েক বছর হল কম। এর কারণ হচ্ছে আমাদের দেশে কিছু খারাপ লোক আছে যারা রাতের আঁধারে এই অতিথি পাখিকে স্বীকার করে। যাহোক যখন আমি ভ্রমণে ছিলাম তখন পাখিদের এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


কানাবক

IMG_20221210_132754.jpg

লোকেশন:

ওত পেতে বসে থাকা পাখিটি দেখে হয়তো কারোর চিনতে কখনোই ভুল হবেনা। এটি হচ্ছে ঐতিহ্যবাহী কানাবক। কিছুদিন হলো পানি চলে গেছে। এখন পানি শ্যাওলার নিচে এখনো মাছ রয়েছে এখানে। ফটোরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি শালিক পাখি সেখানে মাথা ডুবিয়ে গোসল করছে। আর কানাবক আনমনে এক পা উঁচা করে বসে আছে মাছ শিকার করার জন্য। তবে নদীর বুকে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়ে আমার ভাতিজা কিন্তু খুবই খুশি।


কবুতর

IMG_20221210_132720.jpg

লোকেশন:

কবুতরকে বলা হয় শান্তির প্রতীক। আমি অনেক ছোটবেলা থেকেই কবুতর পালন করি। এখনো আমার অনেক কবুতর রয়েছে। হঠাৎ করে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখি একটি কবুতর একটি ক্ষেতের মধ্যে বসে শস্য দানা খুটে খুটে খাচ্ছে। সুন্দর এই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


সরিষা ক্ষেত

IMG_20221210_132704.jpg

লোকেশন:

আমাদের অঞ্চলে শীতের শুরুতে যখন নদীর পানি কমতে থাকে। কমে যাওয়া ওইসব পানির স্থানে সরিষা বপন করা হয়। পলিমাটি হওয়াতে খুব দ্রুত এই সরিষার গাছ গুলো বেড়ে ওঠে এবং ফুল ফুটতে শুরু করে। নদীর দুপাশ দিয়ে যতদূর চোখ যাবে ততদরি শুধু সরিষা ফুলে ভরপুর। যে কেউ হঠাৎ করে এমন দৃশ্য দেখলে তার নয়ন জুড়িয়ে যাবে। সরিষা ক্ষেতের সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি ভালো লাগবে।


কৃষক

IMG_20221210_132507.jpg

IMG_20221210_132532.jpg

লোকেশন:

উপরে দুটি ফটো শেয়ার করেছি একটি ফটোতে গাভীর বাচ্চা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটি বাচ্চা দেখে খুব হাসাহাসি করছিল এবং এর গা নেরে অনেক আদর করছিল। আমিও ঠিক সময় মতই ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দি করে নিলাম। আরেকটি ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক নদীর একধারে তার মহিষগুলোকে পানিতে নামিয়ে দিয়ে গোসল করাচ্ছে এবং সে নিজেও পানির ভিতরে গাড়ি দিয়ে আনমনে বসে বসে গান গাচ্ছে। খুবই ভালো লাগলো কৃষকের এমন দৃশ্য তাই আপনাদের মাঝে তুলে ধরলাম।


ভ্রমণসঙ্গী ভাতিজা

IMG_20221210_132640.jpg

IMG_20221210_132623.jpg

লোকেশন:

আগেই বলেছিলাম যে আজ ভ্রমণ সঙ্গী হিসেবে আমার সাথে থাকবে ভাজতে। সেতো গতকালকে খুব মজা পেয়েছে আজকে বারবার বলতেছিল চলো কাকু যাই আবার ঘুরে আসি পদ্মার পাড় থেকে। এই ছবি দুটি একদম পড়ন্ত বিকেলে পদ্মা নদীর পাশে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করা। মন এবং মস্তিষ্ক ভালো রাখার জন্য মাঝে মাঝে ভ্রমন করার খুবই দরকার। বাংলার অপরূপ দৃশ্য গুলা উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করার বিকল্প নেই। অনেক ফটোগ্রাফি করেছি পর্যায়ক্রমে সব ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পোস্টে।


ডিভাইসঃ Canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাতিজাকে নিয়ে দেখছি ভালোই ঘুরাঘুরি করলেন দেখছি। আপনার ফটোগ্রাফি মুগ্ধ করার মতো। আসলে বাংলার রূপের কোনো তুলনা হয়না। সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ! সরিষা, কবুতর, কানাবক, বিকালের ভাতিজার ফটোগ্রাফি চমৎকার ছিল 🌼

মন এবং মস্তিষ্ক ভালো রাখার জন্য মাঝে মাঝে ট্রাভেলিং করার খুবই প্রয়োজন আমি মনে। যদিও অল্প পরিসরে শুধু বিকেলের টাইমটা ঘোরাঘুরি করেছি তারপরেও অনেক আনন্দ উপভোগ করেছি।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

পদ্মা নদী ভ্রমন করতে গিয়ে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধ নয়নে আমি তাকিয়ে ছিলাম। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সর্বদায়।

আমার ফটোগ্রাফি গুলা দেখে আপনি মুগ্ধ হয়েছেন জানতে পেরে খুবই খুশি হলাম। চেষ্টা করে যাচ্ছি আরো ভালো ফটোগ্রাফি করার জন্য কতটুকুনি সফল হতে পেরেছি জানিনা তবে আপনাদের মন্তব্য করলে খুবই ভালো লাগে।।

আপনি আর আপনার ভাতিজা বাইক নিয়ে নদী ভ্রমণ করতে গিয়ে দারুণ দারুণ ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল। তবে সবগুলো ফটোগ্রাফির মধ্যে সারস পাখি উড়ে যাওয়ার ফটোগ্রাফি টা আমার কাছে দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। তাছাড়া আমার ভাতিজি কিন্তু খুবই খুশি হয়েছিল এমন সুন্দর এবং মনোরম পরিবেশে ঘুরতে পেরে।

ভাইয়া আপনি আপনার ভাতিজার সাথে বাইক নিয়ে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছিলেন জেনে ভালো লাগলো। আসলে ফটোগ্রাফি আপনার নেশা সেটা আমরা বুঝতেই পারছি। যদি ফটোগ্রাফি করার নেশা রক্ত মিশে থাকে তাহলে দারুন সব ফটোগ্রাফি করা যায়। আর আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ভাইয়া। খুবই সুন্দর ফটোগ্রাফি করেন আপনি। একেবারে দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। প্রফেশনাল ফটোগ্রাফারের মতই ফটোগ্রাফি করেছেন ভাইয়া।

চেষ্টায় আছি ফটোগ্রাফির মাধ্যমে নিজের ইস্কিল আরো বেশি ডেভেলপ করার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

বাহ্ আপনার ফটোগ্রাফি গুলো খুব অসাধারণ লাগছে। বিশেষ করে বাইকের ফটোগ্রাফিগুলো খুবই দারুণ। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফির হাত খুব ভালো। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ফটোগ্রাফি স্কিল আরো ভালো করার চেষ্টায় আছি। ভালো লাগলো আপনার গোছালো মন্তব্যটি পড়ে। দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরতে পারি।

জাস্ট অসাধারন হয়েছে ভাইয়া বাংলার কিছু অপূর্ব বৈচিত্র্যময় দৃশ্য ফটোগ্রাফি। সারস পাখি এবং সরিষা ভেজা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। অসাধারণ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল

অপরূপ পূর্ববৈচিত্র্যময় আমাদের এই বাংলা যেদিকে তাকাই যেন রূপে ভরপুর।। ষ বৈচিত্র্যময় ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে

একটা অনবদ্য ফটোগ্রাফিক পর্ব। আসলে এই ফটোগ্রাফি পর্বে প্রতিটা ছবি এতোটাই ভালো লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি বলে কোন ছবিটা সবচেয়ে বেশি সুন্দর ছিল সেটা আমার দ্বারা সিলেক্ট করা সম্ভব নয়। আমি শুধু সংক্ষেপে বলতে চাই প্রতিটা ছবি অসাধারণ সুন্দর ছিল ভাইয়া।

প্রতিনিয়ত সুন্দর এবং গোছালো মন্তব্য করে উৎসাহ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করে যাচ্ছি ভালো ফটোগ্রাফি করার জন্য উৎসাহ করার জন্য ধন্যবাদ আপনাকে।।

কাকা ভাতিজা মিলে বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন দেখছি। দুজনে মিলে খুব সুন্দর মুহূর্ত করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি মুগ্ধ হওয়ার মত। গ্রাম বাংলার বেশ কিছু সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিকই বলেছেন আপু কাকা ভাতিজা মিলে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছি সেই সাথে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি বাংলার কিছু রূপবয়চিত্র্যময় দৃশ্য। আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।

সত্যি ভাই বাংলার রুপ যে দেখেছে পৃথিবীর রুপ সে কখনোই খুঁজতে যাবে না। আপনার ফটোগ্রাফি গুলো এককথায় অসাধারণ ছিল। এই সময়ে অল্প পানিতে ঐরকম কানাবক দেখা যায়। ওদের মাছ ধরার দৃশ্য টা বড়ই মধুর। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। আর সরিষা ক্ষেত টা তো 💕💕।।

খুবই ভালো লাগলো আপনার গোছানো মন্তব্যটি পড়ে আসলে চেষ্টা করতেছি ফটোগ্রাফির মাধ্যমে বাংলার রূপ বৈচিত্রময় দৃশ্যগুলো বিশ্বের বুকে তুলে ধরার জন্য।

পদ্মা নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় কিছু মুহূর্ত উপভোগ করেছেন এবং ফটোগ্রাফি করেছেন। ফটোগুলো সত্যিই অসাধারণ হয়েছে। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গুলো এবং সাদা বকের দৃশ্য গুলো ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো ফটোগুলো।

খুবই খুবই খুশি হলাম আপনার সুন্দর এবং গোছানো মন্তব্যটি পড়ে। চেষ্টা করি সব সময়ই সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার। ধন্যবাদ আপনাকে।।