১৫জৈষ্ঠ্য , ১৪৩১ বঙ্গাব্দ
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
শুভ রাত্রি ❤️ আজ আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। তবে অন্যান্য দিন থেকে আজকের পোস্টটা একটু ভিন্ন। আজকের পোষ্টের মাধ্যমে শেয়ার করব গতকালকে আমাদের সাথে ঘটে যাওয়া বাস্তবে একটি ঘটনা। আসলে বর্তমান সময় যেরকম অতিবাহিত হচ্ছে আমাদেরকে সব সময় অধিক থেকে অধিক সচেতনতা অবলম্বন করে চলতে হবে। একটু অসচেতনতা হইলে হয় আর্থিক গতি হবে শারীরিক ক্ষতি হবে এমনকি আমাদের জীবনটাও চলে যেতে পারে। বর্তমানে কিন্তু মানুষের মধ্যে প্রচুর অভাব রয়েছে। কেউ আছে গাধার মতো খেটে পরিবারের অভাব মেটাতে ব্যর্থ। কেউবা ঘুরে ঘুরে মানুষের অন্যায় অত্যাচার করে চিন্তাই করে ডাকাতি করে রাহাজানি করে অভাব মিটাচ্ছে। কেউ আছে কষ্ট করে ভালো থাকার চেষ্টা করছে কেউবা অন্যকে কষ্ট দিয়ে বিপদে ফেলে নিজে ভালো থাকার চেষ্টা করছে। আসলে বর্তমান সময়টাই এমন হয়ে গেছে একজনকে বিপদে ফেলে যদি নিজে ভালো থাকা যায় সেটাই আমরা করতে ব্যস্ত। যাকে বিপদে ফেললাম তার কি হবে বা তার পরিবারের কি হবে সেটা নিয়ে কখনোই ভেবে দেখছি না। আসলে আমাদের সমাজে এখন এমনও মানুষ আছে বর্তমানে যারা মানুষরূপী কসাই। সামান্য অর্থ সম্পদ এর জন্য মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। এজন্য আমরা কোনভাবেই অন্যকে ধোঁকা দিব না। আবার অন্য কেউ যেন আমাদেরকে ধোকা দিতে না পারে এজন্য সর্ব অবস্থায় কঠোরভাবে সচেতনতা অবলম্বন করব। তাহলে চলুন এবার মূল কথায় ফেরত আসি।
আপনারা হয়তো অনেকেই জানেন আমি আরএফএল কোম্পানিতে কর্মরত রয়েছি। আমার ওপরে কোম্পানি কিছু দায়িত্ব অর্পণ করে রেখেছে যেগুলো আমি চেষ্টা করি সব সময় সঠিকভাবে পালন করার জন্য। তো গতকালকে আমাদের একটা রেইনবো শোরুমে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। যার কারণে গতকালকে খুব ব্যস্ততার মধ্যে সময় পার হয়েছে। দিনের বেশিরভাগ সময় হাসপাতাল এবং থানা পুলিশ এই শেষ। গতকালকে মেহেরপুর বামুন্দি থেকে একটি ইজিবাইকে এক লক্ষ টাকার প্রোডাক্ট মিরপুর আসবে বলে রওনা হয়েছে। এজন্য একটি ইজিবাইক রিজার্ভ করা হয়। যদিও এই ক্ষেত্রে আমাদের আলাদা ডেলিভারি ম্যান রয়েছে। কিন্তু গতকাল তিনি অসুস্থ ছিলেন যার জন্য অন্য লোকের মাধ্যমে বামন্দি থেকে মিরপুরে প্রোডাক্ট আনা হচ্ছিল। তিনি যখন ওখান থেকে রওনা হয় কিছুদূর আসার পরে দুইজন প্যাসেঞ্জার তাকে থামায়। এবং সেখান থেকে তারা মিরপুর আসবে বলে গাড়িতে উঠে বসে। অথচ গাড়িতে এমন অবস্থায় এক লক্ষ টাকার প্রোডাক্ট রয়েছে এবং গাড়িটা ফুল লোড।
এখানে গাড়ির ড্রাইভার অতিরিক্ত আরো কিছু টাকা ইনকাম করার জন্য দুজন যাত্রী তুলে রওনা হয় মিরপুরের উদ্দেশ্যে। ওখান থেকে রওনা হওয়ার আধা ঘন্টা পরে আমাদের রেইনবো শোরুমের এসার গাড়িওয়ালা কে ফোন দেয়। এবং তার কাছ থেকে খবর নিয়ে জানতে পারে মিরপুর আসতে তার আর ২০ মিনিট মতো সময় লাগবে। ইতিমধ্যে ২০ মিনিট পার হয়ে আধা ঘন্টা পার হয়ে প্রায় এক ঘণ্টার পথে তবুও প্রোডাক্টের গাড়ি কুষ্টিয়া মিরপুর এসে পৌঁছায় না। যার কারণে আমাদের এসার আবারও গাড়ির ড্রাইভারকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওপাশ থেকে ফোন রিসিভ করেই প্রথম কথা বলে উঠলো কে আপনি এন আর কি হন। তখন এ পাশ থেকে বলল যে উনি বামুন্দি রেনবো শোরুম থেকে কুষ্টিয়া মিরপুর রেইনবো শোরুমে প্রোডাক্ট আনতেছিল। তিনি আমাদের তেমন পরিচিত নয় তিনি একজন গাড়ির ড্রাইভার। তখন অজ্ঞাত লোকটি বলে ওঠে এনাকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এবং তার সাথে কোন প্রোডাক্ট বা গাড়ি কিছু নেই।
তখন তড়িঘড়ি করে চারিদিকে খবর দেওয়া হয় এবং তার কাছে পৌঁছানো হয়। কিছু সময় মাথায় পানি ঢালার পরে তার জ্ঞান ফিরলো। তাকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে। গাড়ি আলা বলল পথিমধ্যে দুইজন যাত্রী তার গাড়িতে উঠে বসে সামনে এবং মিরপুর আসবে বলে। কিন্তু মিরপুর পৌঁছানোর আগে তার সামনে একটি রুমাল দিয়ে নাক চেপে ধরে। এবং তারপরে কি হয়েছে সে আর কিছু বলতে পারেনা। এর মানে এখন আমরা বুঝতেই পারছি যে দুজন তার গাড়িতে উঠেছিল তারা ছিল ছিনতাইকারী বা অজ্ঞান পার্টি। পরবর্তীতে তারা একটা রাস্তার পাশে তাকে ফেলে রেখে প্রোডাক্ট ভর্তি গাড়ি নিয়ে অন্যত্রে পালিয়ে যায়। সাথে সাথে থানায় কমপ্লেইন করা হয় এবং চারিদিকে লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু এখন অব্দি কোন খোঁজ মেলেনি গাড়ি এবং প্রোডাক্টের।
গাড়ির ড্রাইভার ৫ মিনিট মতো কথা বলার পরে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। এবং এমনভাবে অজ্ঞান হয় প্রথমে তো ভেবেছিলাম সে বোধহয় ইন্তেকাল করেছেন। ইমারজেন্সি ভাবে আমরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। এবং ডাক্তার বলে কিছু সময় পা না হলে বলা যাচ্ছে না যে আসলে সে বেঁচে আছে না মারা গিয়েছে। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ডাক্তার বলল সে এখনো জীবিত। এবং তাকে এমন কেমিক্যাল দেওয়া হয়েছে যার কারণে তার জ্ঞান ফিরতে তিন থেকে চারদিন লেগে যাবে। ইজি বাইকের ড্রাইভার এখনো হাসপাতালে ভর্তি ২৪ ঘন্টা পার হলেও এখনো সে অজ্ঞান। থানা থেকে পুলিশ আসলো সব তথ্যগুলো দেওয়া হলো কিন্তু এখন পর্যন্ত কোন পজেটিভ খবর পেলাম না আমরা।
কিছু দুষ্কৃতি কারক লোকের জন্য কিন্তু আমাদের সমাজটা বিশৃঙ্খলা ভরপুর। তারা অটোটা ছিনতাই করেছে ড্রাইভারকে মরণাপন্ন অবস্থায় রেখে প্রোডাক্ট সহ পালিয়েছে। হয়তো প্রোডাক্টসহ গাড়ি দিয়ে তারা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রি করতে পারবে। এটা দিয়ে তাদের পরিবারের প্রয়োজন মেটাতে পারবে। কিন্তু তারা দুজন যে কাজটা করে গেল এতে কিন্তু আরো দু-তিনটা পরিবারকে অসহায় করে গেল। এখন ইজি বাইকের ড্রাইভার তার গাড়ি হারালো। এখনো তার অবস্থা গুরুতর। আর তিনি ছিলেন 5 সদস্য বিশিষ্ট পরিবারের একমাত্র জীবিকা নির্বাহের নির্ভরযোগ্য ব্যবস্থা। তার পরিবারের অবস্থা এখন নাজুক। এখন ওই শোরুম থেকে যে প্রোডাক্ট পাঠাইছে এবং এখান থেকে যে রিসিভ করবে এই পরিপূর্ণ টাকা তাদের জরিমানা যাবে। এখন একটা পরিবার বাচাইতে গিয়ে কয়েকটা পরিবার পথের ভিখারী হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে।
আমরা তো সব সময় এখান থেকে ওখানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করি। খুব সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ না করুক এমন কোন কিছু যদি আমার আপনার সাথে ঘটে যায়। তাহলে কেমন হবে একটু ভাবুন। অপরিচিত কোন লোক বিপদের কথা বললে কোনভাবেই তাদের আশেপাশে অবস্থান করা যাবে না। আমরা অধিকাংশ লোক কিন্তু মোটরবাইক নিয়ে পথে চলাফেরা করি। এমন হয় যে পথে মধ্যে অনেকেই আমাদের কাছে সাহায্য চায়। এমনও তো হতে পারে যে তারা দুষ্কৃতিকারক। আপনাকে কোন কিছু করে পথিমধ্যে ফেলে বাইক নিয়ে পালাবে। এজন্য আসুন আমরা নিজেরা সচেতনতা অবলম্বন করি। অন্যকে ধোঁকা না দেই এবং অন্য কেউ যেন আমাদেরকে ধোকা দিতে না পারে সেদিকে সচেতন হই। বর্তমানে কিন্তু নানাভাবে এই অজ্ঞান পার্টি মানুষকে ভুলভাল বুঝিয়ে কোন কিছু খাওয়ায়ে বা নাকের কাছে ধরে অজ্ঞান করে কাছে যা কিছু থাকছে সবকিছু লুটে নিচ্ছে। এই যে গত পরশুদিন রাতে আমাদের কুষ্টিয়ার বাইপাসে একজন ইজিবাইকের কাছ থেকে সেটা ছিনিয়ে নেয়ার সময় তাকে হত্যা করেছে। তাহলে মানুষ কতটা নিচে নামতে পারলে এমন জঘন্য কাজ করতে পারে। একটা পরিবার চালানোর জন্য যে সারাদিনরাত রাস্তায় পরিশ্রম করছে বিভিন্নভাবে তাকে আবার হত্যা করে আর একজন সেটা নিয়ে তার পরিবারের প্রয়োজন মেটাচ্ছে। আসলে মরার উপর ঘোড়ার ঘা। একজনের মাথার উপর পা দিয়ে আরেকজন উপরে ওঠার চেষ্টা। এসব মলম পার্টি বা অজ্ঞান পার্টি থেকে বাঁচতে হলে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। সচেতনতার মাধ্যমেই একমাত্র আমরা স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে পারবো। যাইহোক আজ আমার এই পোষ্টের মাধ্যমে এই কথাগুলো এজন্য শেয়ার করলাম যে আমরা যেন সচেতনতা অবলম্বন করতে পারি। এবং কোন ধরনের বিপদের আলামত দেখলে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করে সেখান থেকে সরে যেতে পারে। আসুন নিজের সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
ডিভাইসঃ Redmi Note 5
|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]
VOTE @bangla.witness as witness OR >>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বর্তমান বাংলাদেশে এই জাতীয় ঘটনা গুলো খুবই ঘটছে। তাই পথে ঘাটে চলতে হলে অবশ্যই খুব সাবধানতার সাথে চলতে হবে এবং এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক ভালো লাগলো সচেতন মূলক একটু পোস্ট করেছেন দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে কেননা বর্তমান সময়টা অন্যরকম আবহাওয়ার মধ্যে রয়েছে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই অজ্ঞান পার্টি নামটি আমি বাংলাদেশ খবর মাধ্যমে কোন একটা জায়গায় দেখেছিলাম। আসলে এইসব ব্যক্তিরা নাকি অজ্ঞান করে লোকজনের কাছ থেকে তাদের মূল্যবান জিনিসগুলো নিয়ে যায়। মাঝে মাঝে এদের কারণে অনেক লোক মারা যায়। আসলে আপনার পোস্টটি পড়ে আমি এই অজ্ঞান পার্টি সম্পর্কে আরও বেশি জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মূল্যবান পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও কোনদিন সরাসরি এদের সম্মুখীন হয়নি তবে গত বৃহস্পতিবার আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে প্রথমবারের মতো প্রত্যক্ষদর্শী হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই অজ্ঞান পার্টি গুলো খুবই চতুর হয়ে থাকে। কিছুদিন আগে আমাদের এলাকার একজন কে অজ্ঞান করে তার ইজিবাইক নিয়ে চলে গিয়েছে। এখানে ঐ ইজিবাইক ড্রাইভারের দোষ দেওয়া উচিত। যেহেতু তার গাড়িতে রয়েছে লক্ষ টাকার মালামাল। অন্য কোন প্যাসেঞ্জার নেওয়া তার একেবারেই ঠিক হয়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এরা এমনভাবে কত বুদ্ধি খাটায় এবং পরিকল্পনা করে রাখে এতে সাধারণ মানুষ এত কিছু বুঝতেই পারেনা। কেননা এদের তো অনেক ভয় থাকে যে ধরা পড়লে একবার শেষ।
আসলে ইজিবাইকের চালকের ভুলের কারণে তার তো ক্ষতি হলো পাশাপাশি আমাদেরও অনেক বড় একটি ক্ষতি হয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit