২১ আষাঢ় , ১৪৩১ বঙ্গাব্দ
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
ছবিঃ ৭১ খেলাযোগ থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
শুভ রাত্রি ❤️ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। হয়তো পোস্টের টাইটেল এবং প্রথম ফটোটি দেখেই কিছুটা আন্দাজ করতে পারছেন। আজ সকাল সকাল উঠে পড়েছিলাম ঘুম থেকে আর্জেন্টিনার খেলা দেখবো বলে। কেননা ফুটবলে যে একমাত্র আর্জেন্টিনাকেই মনে প্রাণে সাপোর্ট করি। আর আর্জেন্টিনার বিজয় মানে আমাদের বিজয়। হেড়ে যাওয়া মানে মন খারাপ করে বসে থাকা এক দুদিন। যাইহোক সকাল সকাল বসে পড়লাম সবাই মিলে একসাথে টেলিভিশনের সামনে খেলা দেখব বলে। খেলা শুরু হয়ে গেল আর্জেন্টিনা বনাম ইকুয়েডের দুজন সমান সমান খেলতে শুরু করল। প্রথম সাত মিনিটে অবশ্য ইকুয়েডার ভালো একটি সুযোগ পায় গোল দেয়ার জন্য তবে সেটি কোন কারণে মিস হয়ে যায়। আমরা সবসময় ভরসা রাখি যে আর্জেন্টিনা আমাদেরকে হতাশ করবেন না। কেননা আমাদের রয়েছে বিশ্বসেরা তারকা এবং বিশ্বসেরা গোলকিপার এমি মাটিনেজ। আর আমার আজকের পোস্টে এমই মার্টিনেজকে নিয়েই আবেগ ঘন কিছু কথা লিখে যাব। আমি অবশ্য আজকে ম্যাচ রিভিউ করবো না শুধু খেলা নিয়ে আমার অনুভূতিটা প্রকাশ করব। প্রথমার্ধে যখন আর্জেন্টিনা এক গোলে জিতে থাকল তখন কিন্তু মনটা খুব ফুরফুরে ছিল যে এ ম্যাচটা আমরা জিতে যাব। কিন্তু পরক্ষনে আবার যখন ডিপল এর হ্যান্ডবল এ যেন এক অমাবস্যার চাঁদ উদয় হয়ে গেল টেলিভিশনের পর্দায়। তবে আমাদের যে ভরসার নাম এমই মার্টিনেজ। কেমন আছে আমাদেরকে কখনোই হতাশ করেনি আমাদের একটা ভরসা ছিল যে এই গোলটা কোন কারণে হবে না। তবে শেষ পর্যন্ত ইকুয়েটরের ক্যাপ্টেন পেনাল্টিটি মিস করে ফেলে এতে আবার সুখের হাওয়া বইতে থাকে আর্জেন্টাইন ফ্যানদের দিকে।
খুব চড়াই উতরায় এর উপর দিয়ে শেষ হলো খেলা 1-1 মতায়। তবে এমন অবস্থায় আমাদের ভরসা ছিল যে আমরা জিততে পারবো। কেন আমাদের হয়েছে বিশ্বসেরা গোলকিপার এমই মার্টিনেজ । তবে প্রথমেই তো হতাশ হয়ে গিয়েছে যার পায়ে হরদম বিশ্ব রেকর্ড গড়ে ওঠে। সে কিনা মিস করে ফেলল পেনাল্টি কিক। আরো একবার আমরা হতাশায় পড়ে গেলাম। গ্যালারি থেকে শুরু করে ড্রেসিংরুম এমনকি টিভির পর্দায় যারা খেলা দেখছিলেন সব জায়গায় যেন নিস্তব্ধতা নেমে এলো। আসলে এমন অবস্থায় মনে হচ্ছিল যে কি হতে পারে আর্জেন্টাইনরা কি এবার বিদায় নিবে কোপা আমেরিকা কাপ থেকে। তবে সবকিছু ছাপিয়ে আমাদের চেয়ে একটা মার্টিনেজ রয়েছে সেখানে তো আমরা ভরসায় রাখতেই পারি। তবে আমরা আশায় ছিলাম এই দলটার নাম আর্জেন্টিনা এরা নিজের জন্য খেলে না এরা খেলে মেসির জন্য।
কিছুক্ষণ পরেই স্বস্তির হাওয়া বইতে থাকলো আমাদের দিকে। কেননা পরপর দুটি পেনাল্টি কিক ঠেকিয়ে দিলেন এমি মার্টিনেজ। এটাই যেন আমরা এগিয়ে গেলাম এবং বিশ্বাস স্থাপন করতে থাকলাম এবার আমরা জিততে পারবো। ট্রাইবেকারে ৪-২ গোলে ইকুয়েডর কে হারিয়ে শেষ পর্যন্ত জয়লাভ করল আর্জেন্টিনা। মাঝে মাঝে মনে হয় পাকিস্তান বাংলাদেশ আর্জেন্টাইনদের খেলা দেখতে হলে কাপে হয় ডঃ এম্বুলেন্স নিয়ে বসি। কেননা এরা কেমন অঘটন খেলার মাঝে ঘটিয়ে দেয় যে দর্শকদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায়। এই ধরুন আজকের খেলা এমনভাবে হলো মাঝে মাঝে তো বুকের মধ্যে কেঁপে উঠছিল।
আজকের খেলার নায়ক বনে গেলেন আমি মার্টিনেজ। শুধু আজ নয় ২০২২ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আর্জেন্টিনার যতগুলো খেলা হয়েছে সবগুলো খেলারই প্রায় জয় নায়ক তিনি। তিনি এর আগে একবার বলেছিলেন যে আমি নিজের জন্য খেলিনা আমি খেলি মেসির জন্য। এমনকি জীবনও দিতে পারি মেসির জন্য। এর প্রমাণ কিন্তু আমরা ধাপে ধাপে দেখেছি প্রায় প্রত্যেকটা খেলাতেই। যাই হোক আপাতত স্বস্তিতে আছি সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা। তবে এবার আশায় থাকবো ব্রাজিলকে নিয়ে তাহলে না বিশ্ব দেখবে খেলা কাকে বলে। তবে আর যাই হোক বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একদল আর্জেন্টাইন এক দল ব্রাজিল। হবে সমানে সমানে লড়াই। আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করছি ফাইনালে আমরাই খেলব আমরাই জিতবো। কেননা আমাদের রয়েছে মেসির মতো বিশ্ব তারকা ।আর এমি মার্টিনেজের মতো বিশ্বসেরা গোলকিপার।
ডিভাইসঃ Redmi Note 5
|| [আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে]
VOTE @bangla.witness as witness OR >>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আপনার মতো আর্জেন্টিনা সাপোর্ট করি। মেসি আমার পছন্দের একজন খেলোয়াড়। আর এমি মার্টিনেজের মতো বিশ্বসেরা গোলকিপার থাকলে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে। আমিও খেলা দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিলো। আর্জেন্টিনার জন্য শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত আমিও ভাই একমাত্র আর্জেন্টিনা ফুটবল দলকে মনেপ্রাণে সাপোর্ট করি। আর লিওনেল মেসি আমার ফেভারিট খেলোয়াড়। আজকে ইকুয়েডর বনাম আর্জেন্টিনার ম্যাচটি বেশ জমেছিলো। আমি তো শেষের দিকে এসে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তবে আস্থা রেখেছিলাম আর্জেন্টিনা দলের উপর। যাইহোক শেষ পর্যন্ত ট্রাইবেকারে জিততে পারে বেশ ভালই লাগছে। আমি আশা করছি সেমিফাইনালে অনেক ভালো খেলবে আর্জেন্টিনা। অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর্জেন্টিনাকেই মনে প্রাণে সাপোর্ট করেন জেনে বেশ ভালো লাগলো ভাই। ইকুয়েডর বনাম আর্জেন্টিনার খেলাটি আমি দেখেছি সত্যি বেশ দুর্দান্ত হয়েছে খেলাটি। আপনি ঠিক বলেছেন, মেসির জন্য খেললো আরো একবার এমি মার্তিনেজ। খেলা দেখার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল ম্যাচে মেসিকে একেবারেই খুজে পাওয়া যায়নি। তার একটা কারণ ছিল তার ইঞ্জুরি। তবে আসল টার্নিং পয়েন্ট হতে পারত তার টাইব্রেকার মিস টা। কিন্তু সেখান থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে এমি। গতকাল তার অসাধারণ দুইটা সেভ আর্জেন্টিনা কে ম্যাচটা জিতিয়ে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এটা কখনো বলা যায় না যে তার কখন পেনাল্টি মিস হবে।তবে আমরা কেউ আশা করি নাই যে মেসির পায়ে পেনাল্টি মিস হবে। কিন্তু সবাই আশাবাদী ছিলাম আমাদের ইমি মার্টিনেজ অনেক সুন্দর খেলা দেখাবে। এমনকি এমি মার্টিনেজ এর মতো কোন গোলপিকার দেখি নাই। আর্জেন্টিনা বর্তমান গোলপিকারের জন্য বেঁচে আছে।ধন্যবাদ ভাই আপনার মনের অনুভূতি টি সুন্দরভাবে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit