০১ চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ
১৫মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
০৪রমজান ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে। পৃথিবীতে ভালো কাজ করে গেলে মানুষ শ্রদ্ধা এবং ভক্তির সাথে স্মরণে রাখবে। পক্ষান্তরে খারাপ কাজ করলে মানুষ ঘৃণা এবং অপকর্মের মাধ্যমে উদাহরণস্বরূপ স্মরণ রাখবে। সততা মানব জীবনের গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি দিক। সৃষ্টিকর্তা মানব জীবনে যে সময় সীমা বেঁধে দিয়েছে এর মধ্যেই এবং সততার মাধ্যমে চলা খুবই গুরুত্বপূর্ণ। জীবন অতিবাহিত করার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য সততা খুবই গুরুত্বপূর্ণ। অফিসার থেকে শুরু করে অফিসের একজন সর্বনিম্ন পর্যায়ের ব্যক্তি যদি সৎ হয় তাহলে সেখানে কোন দুর্নীতি হবে না। উত্তম চরিত্র এবং সততা মানব জীবনের অপরিহার্য একটি দিক। যার জীবনে সততা এবং উত্তম চরিত্র রয়েছে সেই পৃথিবীতে একমাত্র সফল ব্যক্তি। পৃথিবীতে এখন আছি আগামীকাল এই সময় বা কিছু সময় পরে এই পৃথিবীতে আমি থাকবো কিনা এটার কোন ভরসা নেই। কিন্তু আমি যে কাজকাম গুলো করে যাব পৃথিবীতে এটার রেস কিন্তু বেশ কিছুদিন থাকবে। সৎ এবং উত্তম চরিত্রের মাধ্যমে পৃথিবীতে জীবন যাপন করার মাধ্যমে অন্যরকম একটি প্রশান্তি অনুভব করা যায়। যাহোক আমি আজ আমার পোষ্টের মাধ্যমে সততাই যে জীবনের আসল সৌন্দর্য এই বিষয়ে কিছু দিকনির্দেশনা মূলক কথা তুলে ধরব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
সমাজ এবং বেশ ভালোভাবে পরিচালিত হওয়ার জন্য একজন সাধারন মানুষ থেকে ও হাজার গুণ গুরুত্বপূর্ণ যারা দেশের পরিচালনা কমিটি। এক কথায় উপর মহল থেকে যদি দুর্নীতি বা সততার লঙ্ঘন না হয় তাহলে নিচের দিকে অবশ্যই ভালো চলবে। সাধারণ একটা উদাহরণ দিলে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন। আমাদের দেশের রমজান মাস বাদে আর এগারো মাস মোটামুটি দ্রব্যমূল্যের দাম একরকম পরিস্থিতিতে থাকে। কিন্তু সিন্ডিকেট এবং অসৎ লোকের জন্য রমজান মাস এলে প্রত্যেকটা জিনিসের দাম দুই থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় রাতারাতি। এখানে সব থেকে বড় দুর্নীতিবাজ হলো দেশ দ্বারা পরিচালনা করছে অর্থাৎ মন্ত্রী পরিষদ। এদের অসতর্কতা বা এদের খামখেয়ালিপনা এবং এদের ছোট ছোট দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তির চরম পর্যায়ে চলে যাচ্ছে। সাধারণ একটি খাবার খেজুর এমনভাবে এর উপর কর ধার্য করা হয়েছে যে সাধারণ মানুষের কিনে খাওয়ার ক্ষমতার বাইরে চলে গিয়েছে। দেশে আমদানি করতে পারবে না এটা কিন্তু একটা সাধারণ বিষয়। কিন্তু আমদানি করে এটা অনেক বেশি মূল্য ধার্য করা এটা সততার পরিপন্থী। এজন্যই তো মন্ত্রী বলেছে সাধারণ মানুষ কেন খেজুর খাবে এরা বড়ই দিয়ে ইফতার করবে। আমার মনে হয় একজন নির্লজ্জ এবং অসৎ লোক না হলে এমন ঘৃণ এবং জঘন্য কথা বলতে পারত না।
সততা মানব জীবনের এক অপরিহার্য দিক। কেমন আছিস তুই কর্তা নিজেই বলেছেন সততার পুরস্কার তিনি নিজ হাতে দেবেন। সততার কেন এত গুরুত্ব এটা কি কখনো ভেবে দেখেছি আমরা। একটি জায়গা থেকে দুর্নীতি শুরু হলে কিন্তু হাজারো মানুষ ভোগান্তিতে পড়ে যায়। একজন মানুষের দুর্নীতির কারণে হাজার মানুষের কষ্ট এবং ভোগান্তিতে পড়তে হয়। এজন্য সত্যবাদী এবং সৎ ব্যবসায়ীগণ সৃষ্টিকর্তার কাছে সবথেকে বেশি পছন্দনীয়। আপনি যদি সত্যভাবে সৎ ভাবে জীবন যাপন করেন তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে ভালবাসবে। আর অসৎ উপায় থাকলে সামনে ভালো বললেও পিছে দেখবেন লোকজন আপনাকে খারাপ বলছে।
একজন মানুষের যদি এরকম চিন্তা থাকে যে শেষ বিচারের দিন সৃষ্টিকর্তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে আমার প্রত্যেকটা কাজের জন্য। তাহলে সেই মানুষটা কখনোই খারাপ কাজ বা অসৎ কাজ করতে পারবে না। সততা হলো মানুষের জীবনের একটা ভিত্তি একটা সৌন্দর্য একটা মাধুর্য। একজন মানুষের মধ্যে থেকে সততা টা হারিয়ে গেলে সেই মানুষটার মূল ভিত্তিটা চলে যায়। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের নিজেদের জীবন থেকে সততার সাথে নিষ্ঠার সাথে ছোট হোক সেই কাজটা সম্পন্ন করা। আমরা প্রত্যেকে যখন সবার জায়গা থেকে চেষ্টা করব সত্য পথে চলার জন্য দেখবেন একসময় আমাদের সমাজটা পরিবর্তন হয়ে গিয়েছে।
আজকাল মিথ্যা বলা আমাদের কাছে একটি সাধারণ বিষয় মনে হয়। অথচ পৃথিবীর প্রত্যেকটা ধর্মই মিথ্যাকে সবথেকে ঘৃণিত বলেছে। এবং মিথ্যায় মানুষের জীবন ধ্বংস একথাও বলা রয়েছে। অথচ আমরা সাধারণভাবে ভালো থাকার জন্য বা নিজের সুবিধার জন্য সচরাচর মিথ্যা বলে যাচ্ছি। অথচ সাময়িকভাবে ভালো থাকলেও দেখা যায় একটা মিথ্যার জন্য আরো হাজারটা মিথ্যার জন্ম দিতে হচ্ছে এবং পরবর্তীতে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এজন্য সৎ পথে চলি সত্য কথা বলি এবং সততার মাধ্যমে জীবনের সৌন্দর্যটা গড়ে তুলি। যাহোক এই ছিল আজ আমার কিছু কথা সম্পর্কে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে আমার অনেক ভাল লাগলো। আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনি সঠিক বলেছেন,মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে। পৃথিবীতে ভালো কাজ করে গেলে মানুষ শ্রদ্ধা এবং ভক্তির সাথে স্মরণে রাখবে। এবং খারাপ কাজ করলে নিন্দা জানাবে। এখন রমজান মাস চলছে তার জন্য কিছু অসাধু ব্যবসায় সম্পৃক্ত মানুষ খাদ্যের দাম বাড়িয়ে ফেলে। সর্বদা আমারদের সৎ থাকতে হবে এবং সত্য কথা বলতে হবে। আমাদের মাঝে শেয়ার কারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সততায় সর্বোত্তম পন্থা।
আর অবশ্যই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব মানুষের ভালো কাজের মাধ্যমে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন সততাই জীবনের সৌন্দর্য।আসলে ভাইয়া একটা মিথ্যা থেকে হাজারো মিথ্যার জন্মহয়। মন্ত্রী ঠিক বলেছেন খেজুরের যে দাম তাই সবারই খেজুরের বদলে বড়ই খাওয়া উচিত। আসলে রোজার মাস বলে রহমতের মাস কিন্তু দাম সবকিছুর অনেক বেশি। সত্যি আমাদের সবারই উচিত সততার মাধ্যমে জীবনের সৌন্দর্যটা গড়ে তুলা। ধন্যবাদ ভাই সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সততা এবং জীবনের মূল্য সব সময় পাশাপাশি অবস্থান করে।
যার মধ্যে সততা নাই আমার মনে হয় তা জীবনের আসলেই মূল্যহীন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে সততা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার কোন মানেই হয় না। হয়তো কিছু সময়ের জন্য অসৎ পথ অবলম্বন করে একটু বেশি পরিমাণে সুফল পাওয়া যায়৷ তবে তা কোন মতে তার জন্য সুফল বয়ে আনবে না৷ একটা না একটা সময় তাকে আটকে যেতেই হবে৷ তাই জন্য আমাদের সকলকে সৎ পথ অবলম্বন করা উচিৎ৷ অন্যান্য দেশে রোজার মাস হওয়ার কারণে সব কোন পণ্যের দাম অর্ধেক করে দেওয়া হয়েছে৷ তবে শুধুমাত্র আমাদের দেশেই কিছু অসাধু ব্যবসায়ী অসৎপথ অবলম্বন করছে এবং এর ফলে তারা সকল পণ্যের দাম দিগুন থেকে তিনগুণ বৃদ্ধি করে দিয়েছে৷ হয়তো কিছু সময়ের জন্য তাদের এই সফলতা৷ তবে যদি তারা সৎ পথে থেকে তাদের সকল কাজ কর্ম পরিচালনা করতো তাহলে তাদেরকে এই পাপের ভাগীদার হতে হতো না৷ তারা যদি এই সততার মাধ্যমে ব্যবসা সম্পন্ন করত তাহলে তাদের ব্যবসার মধ্যেও সৃষ্টিকর্তা বরকত দিয়ে দিতেন৷ অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৎ এবং নিষ্ঠার সাথে চললে এ জীবনে যেমন সম্মান এর সাথে বেঁচে থাকা যায়
তেমনি পরকালে ও সৃষ্টিকর্তার কাছে অনেক বড় পুরস্কার পাওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit