১৯জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ
০২মে , ২০২৩ খ্রিস্টাব্দ
১২জিলক্বদ ১৪৪৪ হিজরী
শুক্রবার ❤️♥️
গ্রীষ্মকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
অসাধারণ একটি মোটিভেশনাল পোস্ট নিয়ে হাজির হলাম যা আমার আপনাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট-হতে পারে।
"আমি পারবো না"
** কোন একটা কাজের জন্য আমি আপনি কতবার প্রচেষ্টায় নিশ্চিন্ত হয়েছি যে, আমি আপনি এই কাজ পারবো না?স্বাভাবিক বিষয় প্রশ্ন কিন্তু আসতেই পারে। আমরা একটা কাজ করার সময় সহজেই হাল ছেড়ে দেই। মনে হয় যে আমি যেন এ কাজটি আর করতে পারবোনা আমার দ্বারা অসম্ভব। কিন্তু একটু ভাবুন তো?? যে কাজটি ছেড়ে দিয়েছি এটি করার জন্য ঠিক কতবার সময় দিয়েছি। কতবার চেষ্টা করেছি??? **
"আমার দ্বারা সম্ভব নয়"
কে আপনাকে নিশ্চয়তা দিলো যে, আপনার দ্বারা আর সম্ভব নয়?এক বা দুবার চেষ্টা করেই আমরা একটি কাজের পিছনে শ্রম দেয়া বন্ধ করে দিই। হাল ছেড়ে দেই। মনে হয় যে আর এটা করতে পারব না। অথচ কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। আমরা তো তার কাজ দিয়েও যায় না।
"সব শেষ হয়ে গেছে"
আমি আপনি শুরুটা কোথায় দেখলাম যে শেষ বলছেন?অথচ দেখুন একটি মাকড়সা হাজার বার পড়ে গিয়েও একটি জাল বুনায়। শেষ বলতে কোন কথা নেই। আপনি যেখান থেকে শুরু করবেন মন দিয়ে কাজ। সেখান থেকেই আবার শুরু হবে।
"অনেক সময় চলে গেছে"
কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আপনাকে যে সময় চলে গেছে?বাকি যেটুকু আছে এইটুকুই মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে। তাহলেই সফলতা ছিনিয়ে আনা সম্ভব। আমরা তো কখনো সময় কে মূল্যায়ন করি না। অথচ সময় কিন্তু তার গতিতে প্রবাহমান। সময় ঠিকই পূর্বের ন্যায় আবার আবৃত হবে। কিন্তু একটি সময় দেখা যাবে আমরাই নেই এই সময়ের মাঝে।
"আমার কেউ সাহায্যকারী নেই"
সবাই নিজেকে নিয়েই খুব ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.ন....?আত্মনির্ভরশীল হতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। যেখানে থেমে গিয়েছি সেখান থেকেই নিজের প্রচেষ্টায় আবার শুরু করতে হবে।
"আমি অনেক কষ্টে আছি"
একজন মানুষের নাম কেউ জানেন, যিনি বলেছেন আমি আরাম আয়েশের ভেতর থেকে সফল হয়েছি!যে যত কষ্ট করতে পেরেছে জীবনে, যত পরিশ্রম বেশি করতে পেরেছে সেই দেখবেন সফলতা ছিনিয়ে নিতে পেরেছে। মূল কথা হলো সফলতার জন্য চাই প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম।
"অনেক টাকার দরকার"
টাকা হাতে নিয়ে পৃথিবীতে এসেছে এমন একজনের নাম বলুন তো কেউ?? !জানি কেউ বলতে পারবেনা। নিজের টাকা সম্পদ নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়।মনে রাখতে হবে পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!
"আমাকে দেখতে খারাপ"
ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলাম?চেহারাটা মেটার না। আপনার আচার-আচরণ ব্যবহার আপনার কর্ম কাজের দক্ষতাই আপনাকে উচ্চতায় পৌঁছে দেবে।
"আমার কপাল টাই খারাপ"
কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তাই বা কি ভাবে পড়তে পেরেছেন?ভাগ্যের উপর অবশ্যই আমাদের ঈমান আনতে হবে। কেননা আমরা নির্দিষ্ট একটি ভাগ্য নিয়েই পৃথিবীতে এসেছি। তবে আমাদের ভাগ্য পরিবর্তনশীল। আর ভাগ্য পরিবর্তন করে নিতে হবে আমার পরিশ্রম এবং মেধা দ্বারা। কেননা সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না।
"আমি হতাশায় ভুগছি"
হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছি???জীবন যুদ্ধ এতটা সহজ নয়। সার্বক্ষণিক আপনাকে সংগ্রাম করতে হবে। সফলতা বিফলতা দুইটা একদমই পাশাপাশি অবস্থান করে। আপনার মেধা কাজ এবং পরিশ্রমের মাধ্যমে আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। আপনি যে কাজই করেন না কেন সেখানে হতাশা থাকবেই। হতাশায় পড়ে গেছি এর মানে শেষ নয়। হতাশা থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে।
**
আমরা নিজের হাতেই নিজেকে গড়েছি এখন আবার নিজেকেই বলছি "কেন এমন হল !"আমার সাথে কেন বারবার এমন হয়।
কেন সব সময় সবকিছু আমার মন মত হয় না। এটা কি কখনো গভীর চিন্তায় ভেবে দেখেছি। নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , সমোলোচনা করেছি...?জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই প্রতিদিন একবার হলেও আত্মসমালোচনা করা জরুরি। যদি করে থাকেন তাহলে এটা নিশ্চিত বুঝতে পারবেন। আমাদের নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে। নতুন করে, নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় মোটেও করা যাবেনা। এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন একটু ভাবুন তো।পৃথিবী কিন্তু ক্ষণস্থায়ী আমাদের স্থায়িত্ব কিন্তু খুবই কম।
তাহলে আবার শুরু থেকেই আরাম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!
চলুন শুরু করি নতুনভাবে পথচলা ।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে সফলতা পেতে পরিশ্রম কোন বিকল্প নেই। আমরা যদি কোন কাজে সফলতা না পেয়ে তা অর্ধেকে ছেড়ে দেই তাহলে সে কাজে সফলতা পাওয়া যায় না। ধৈর্য্য ধরে কোন কাজ করলে সফলতা আসবেই।সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই সফলতা অর্জনের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে তবে সেই পরিশ্রমটা হওয়া চাই পরিকল্পনা অনুযায়ী।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে চলার পথে আমরা অনেক কিছুই বলে থাকি। আসলে আমাদের জীবনে আমরা যে কথাগুলো বলি সেগুলো যদি পেরিয়ে উঠতে পারি তাহলে, আমাদের পথ চলা খুবই সুন্দর হবে। আমাদের জীবনে সফলতা আনতে হলে পরিশ্রম, অধ্যবসায় খুবই প্রয়োজন। অধ্যবসায় এবং পরিশ্রম ছাড়া জীবনে সফলতা নিয়ে আসা একেবারেই অসম্ভব। আজকে খুবই সুন্দর একটা টপিক তুলে ধরে পোস্ট লিখেছেন, পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল বলতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের যেমন দরকার আছে তেমনি দরকার রয়েছে ধৈর্য শক্তি।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম। আসলে পরিশ্রম ছাড়া জীবনের সফল হওয়া যায় না এটা সবাই বলে থাকে। একটা মানুষ যদি সারাক্ষণ ঘরে আরামে বসে থাকে তাহলে সে কখনোই সফল হতে পারবে না। আর যে মানুষটা সফল হয়েছে, সে কখনো ঘরে বসে ছিল না, সে পরিশ্রম করেছিল। সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক পথ দেখে যে ভালো পরিশ্রম করতে পারবে অবশ্যই সফলতা তাকে হাতছানি দেবে।।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা মোটিভেশন লেকচার গুলো পড়ে সত্যিই আমার অনেক অনেক ভালো লেগেছে। আপনার লেখাগুলোর মধ্যে বেশ শিক্ষনীয় কিছু বিষয় দারুন ভাবে ফুটে উঠেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখা মোটিভেশন লেকচারটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া। সফল হতে হলে আমার মনে হয় ধৈর্য, শ্রম ও নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। তাহলে আমরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মুল্যবান কিছু কথা আমাদের উপহার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধৈর্য পরিশ্রম এবং কিছু টাকার অবশ্যই প্রয়োজন আছে সফলতা অর্জন করতে হলে যদি আপনার পুঁজি থাকে তাহলে সেটি আপনি বিভিন্নভাবে খাটিয়ে আরো বেশি টাকা অর্জন করতে পারবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফলতা চাইলে আমাদেরকে অবশ্যই আগে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া আমরা কখনোই সফলতার স্বাদ গ্রহণ করতে পারবো না। বেশ কিছু সুন্দর সুন্দর মোটিভেশনাল স্পিচ আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার লেখা কথাগুলো পড়ে কোথায় যেন একটু অনুপ্রেরণা পাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা মোটিভেশন লেকচারটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ প্রতিনিয়ত মন্তব্য করে সাথে থাকার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit