২৯অগ্রায়ন , ১৪২৯ বঙ্গাব্দ
১৪ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
১৯জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
বুধবার।
হেমন্তকাল ।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🇦🇷🇦🇷🏆❤️
শ্বাসরুদ্ধকর ম্যাচে সহজ জয়
কথাটি শুনে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে কেমন কেমন। আসলে হাসরুদ্ধকর ম্যাচ বলেছি এজন্যই যে, কাতার বিশ্বকাপের শুরু থেকেই ক্রোরেশিয়া অনেক দাপটের সাথে খেলে আসছে। তাদের রয়েছে লুকা মদ্রিসের মত অনেক শক্তিশালী এবং নির্ভরযোগ্য প্লেয়ার। তাছারা এ বিশ্বকাপে হট ফেভারেট হিসেবে দলটি অনেক পপুলার এবং তাদের দলের ডিফেন্ডার সবথেকে বেশি শক্তিশালী। তাছাড়া কোয়ার্টার ফাইনালে আর এক হট ফেবারেট দল ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে তাদের নৈপুণ্যে। এ থেকে আমরা বলতেই পারি ক্রোয়েশিয়া একটি শক্তিশালী টিম। তাছাড়া ২০১৮ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে তিন গোলে বিজয়ী হয় লুকা মদ্রিসের দল। আমরা এবার ভেবেই নিয়েছিলাম খেলাটা হবে খুবই হাড্ডাহাড্ডি যেমন একদিক থেকে লুকা মডরিচ খুঁজবে আর্জেন্টিনাকে হারানোর জন্য। অন্য দিক থেকে ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি ছক কষবে লুকা মদ্রিসকে হারানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেলাম আর্জেন্টিনার খুব সহজ একটি জয়। সবই ক্ষুদে জাদুকরের পায়ের ছোঁয়া আর খেলার রণকৌশল।
🇦🇷🏆
এই স্টুডিয়ামেই যে দলটি প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে পরাজিত হয়ে যায়। তখনই আমার মত লাখো ভক্ত হয়তো ভেবে নিয়েছিল এবার আর্জেন্টাইনদের ভাগ্য মোটেও ভালো নয়। এল এম টেন এর শেষ বিশ্বকাপ হয়তো থাকবে না স্মরণীয় হয়ে দেখা হবে না তার গুটিগুটি পায়ের জাদুর ছোঁয়া। ঠিক সেই স্টেডিয়ামেই পরপর ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক বিজয় গাথা হয়ে থাকছে কাতার বিশ্বকাপ। অনেক ফুটবল বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা বলছেন এবার এর টিম হয়েছে ঠিক 1990 সালের বিশ্বকাপ খেলার টিমের মত। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ডিয়াগো ম্যারাডোনা। যে নাকি একটি দলকে একাই ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল। এবার আমরা দেখতে পাচ্ছি লিওনেল মেসি সেই কাজটি করছেন তার সহযোগী প্লেয়ারদের সাথে নিয়ে। আলভারেজ মাটিনেজ এর মত ভাল তারকার সাথে।
🇦🇷🇦🇷🏆
খেলার ৩৫ মিনিটে আলভারেজের ফাউল থেকে আসে প্রথম পেনাল্টি কিক। যেখানে মেসির দু পায়ের জাদুর ছোঁয়ায় খুব সহজেই গোলটি দিতে সক্ষম হয়। একটা জিনিস কখনো ভেবে দেখেছেন ফুটবল বিশ্বের এক পরাশক্তি ব্রাজিল যে কিনা পায়নি লুকা মদ্রিসের দলের কাছে কোন পাত্তা। আবার সেই দলকেই ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টাইনরা।। এজন্যই লোকে বলে যে ফুটবল গোলের খেলা।। আমি তো ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থন করি আর্জেন্টিনার খেলা আমার কাছে খুবই ভালো লাগে। দেখিনি ম্যারাডোনার খেলা তবে অনেক প্রশংসা এবং গল্প শুনেছি তার। বিশ্বকাপ জয়ী ১ কিংবদন্তি
🇦🇷🇦🇷🏆
এই ম্যাচটি ছিল লিওনেল মেসির কীর্তি গড়ার একটি ম্যাচ। যেখানে বিশ্বকাপে সব থেকে বেশি গোলদাতা আর্জেন্টিনার হয়ে ।এবং বিশ্বকাপ আসরে সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার এখন লিওনেল মেসি। আসলে আমি মনে করি এবারের বিশ্বকাপের দাবিদার তারাই ।কেননা তাদের দলে রয়েছে জুনিয়র আলভারেজ লাউতিনও মার্টিনেজ। ডি মারিয়া ইমিলিয়ানও মাটিনের মত চীনের প্রাচীর। উপরের ফটোগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের আনন্দ উল্লাস এবং গ্যালারিতে বসে খেলা দেখা আর্জেন্টাইন ভক্তদের আনন্দ উল্লাসের কিছু দৃশ্য।
🇦🇷🇦🇷🏆
এই বিশ্বকাপে ৫ টি গোল চারটি ss যার দখলে রয়েছে এল এম ১০ ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। যার হাত ধরে এই সাফল্য গাথা লিওনেল এস্ক্যালনি। পুরো খেলাতে আমি দেখেছি এক লিওনেল মেসিকে আটকানোর জন্য খাবি খেতে হয়েছে কোশিয়ার দু-তিনটা ডিফেন্ডারকে। ফুটবল এক জাদুকারি খেলার নাম যেখানে দু পায়ের ছোঁয়ায় জাদু দেখিয়ে থাকেন ফুটবল প্লেয়াররা আর এই জাদুতেদের সবার উপরে লিগনাল মেসি এই কথা বলার আর অপেক্ষা রাখে না। সবথেকে শক্তিশালী ডিফেন্ডার নিয়েও লিওনেল মেসিকে আটকাতে পারেনি ক্রোয়েশিয়া। তবে তারা যে খারাপ খেলেছে তা কিন্তু নয় মাঝ মাঠে বল দখলে তারাই আর্জেন্টিনার থেকে এগিয়ে। কিন্তু ফুটবল যে গোলের খেলা এজন্যই আর্জেন্টিনা এখন অনেক ঊর্ধ্বে।
🇦🇷🇦🇷🏆
শ্বাসরুদ্ধ করে এই ম্যাচে কোচিং স্টাফ দর্শক এবং পেলেয়াররা সবাই কিন্তু ছিল অনেক চিন্তিত আমরা আসলে কখনো ভাবতে পারিনি আর্জেন্টিনা এত সহজে এগোতে থাকবে। কোরেশিয়া কিন্তু খেলার মাঝে তাদের ফরমেশন চেঞ্জ করেও এল এম টেন কে আটকাতে পারেনি। উপরের ছবিটা আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন লিওনেল স্কেলনি অনেক চিন্তিত। তাছাড়া কোরেশিয়ার দর্শকরা যেন নিথর নিস্তব্ধ হয়ে গ্যালারিতে বসে আছে। তাদের আশাটা যেন গুঁড়িয়ে গেছে এলেম ট্রেনের পায়ের জাদুতে। ২০১৮ সালে যেখানে তারা তিন গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে ঠিকই যেন তার প্রতিচ্ছবি এই ম্যাচে তুলে ধরলেন এল এম ১০। এ থেকে বলতেই পারি এ যেন ১৮ বিশ্বকাপের প্রতিশোধ নিলেন লিওনেল মেসি ২০২২ বিশ্বকাপে।
🇦🇷🇦🇷🏆
ব্রাজিল দলের কথা কিছু বলতেই হয় তারা কিন্তু ফুটবল বিশ্বের এক পরাশক্তি। যেখানে ভালো ভালো দলকে উড়িয়ে দিয়েছে তাদের নৈপুণ্য খেলার মাধ্যমে। আবার সেই দলকে হারতে হয়েছে লুকাময় দেশের দলের কাছে। আমরা সব সময় চেয়েছিলাম সেমিফাইনাল টা হোক আর্জেন্টিনা এবং ব্রাজিল। যাহোক ব্রাজিল আগেই ছিটকে পড়েছে। আর্জেন্টিনার এই শহরজয় মানে ফুটবল বিশ্বের জয় ফুটবলপ্রেমীদের জয় ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এমন একটি ম্যাচ। যেখানে ডিয়াগো ম্যারাডোনার উত্তরসূরী বলা হয় মেসিকে। কালকে জুনিয়র আলভারেজ যখন প্রথম গোলটি করে এই গোলটিকে অনেকেই তুলনা করছেন দিয়ে আগুন ম্যারাডোনার সাথে। অনেকেই বলছেন এই গোলটি উপর থেকে দেখছেন দিয়েগো ম্যারাডোনা। যদিও কথাটি ঠিক নয়। উপরের ছবিগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিজয় অর্জন করার পরে কিছু আনন্দঘন মুহূর্ত পেলেয়ারদের। এ বিজয় এল এম টেন এর এ বিজয় আর্জেন্টাইনদের এ বিষয়ে বাংলার এ বিজয় পুরো ফুটবল বিশ্বের। আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো এবারের বিশ্বকাপটা যেন খুদে জাদুকরের হাতে ওঠে এই কামনাই করছি।।
যেহেতু আমি আর্জেন্টিনা দলের সাপোর্ট করি সে তো এই দলের কল হেসে কথা বলাটাই স্বাভাবিক. আমার লেখার মাঝে যদি কোন ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অবশেষে শ্বাসরুদ্রকর ম্যাচে সহজ জয় পেল আর্জেন্টিনা । আর প্রিয় টিম এর এমন সহজ জয় দেখে কি যে ভাল লাগা কাজ করেছিল তা আর বলে শেষ করা যাবে না। আশা করি আর্জেন্টিনা এবার কাপ জয় করবেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু লিওনেল মেসির এটি শেষ বিশ্বকাপ সেতু মনে প্রাণে চাচ্ছি বিশ্বকাপ ট্রফিটি এবার লিওনেল মেসির হতে যাক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া আর্জেন্টিনা খুব সহজে জয় করে নিয়ে এলো। ফাইনালে উঠেছে দেখে খুবই ভালো লাগলো। কিছুদিন ধরেই একটা টান টান উত্তেজনা চলছে। যাইহোক আপনার দলের জন্য অনেক অনেক শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় টিম আর্জেন্টিনার জন্য সুন্দর একটি মন্তব্য এবং সাপোর্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালকের ম্যাচটায় অসাধারণ খেলেছে দুই দলই।আমি বলবো না ক্রোয়েশিয়া খারাপ খেলেছে।কিন্তু তারা হেরে গেছে আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনির টাক্টিস এর কাছে।কি মাস্টারমাইন্ড গেম প্ল্যান,জাস্ট অসাধারণ আর মেসিকে নিয়ে কি বলবো ও বরাবর অসাধারণ।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোরেশিয়া খারাপ খেলেছে সেটা কিন্তু না তারা অনেক চেষ্টা করেছে এবং ভালো খেলেছে কিন্তু যেটা শেষ পর্যন্ত এল এম টেনের কাছে গিয়ে ধরা দিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর্জেন্টিনা দল এবং সমর্থকদের এই জয়ের জন্য শুভেচ্ছা জানাতে চাই। জাষ্ট দূরদান্ত খেলেছে দলটা, আর মেসি তো সবসময়ই দারুন খেলে। আপনার খেলা দেখার অনুভূতিগুলো দারুন ছিল।
ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাইয়া মেসি সব সময় দুর্দান্ত খেলে আর এজন্যই দলটি বার বার বিজয়ী হচ্ছে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলা দেখা সুন্দর অনুভূতি পড়ে খুব ভালো লাগলো।শ্বাসরুদ্রকর ম্যাচে সহজ জয় পেল আর্জেন্টিনা। কালকে আমি একটা পোস্ট লিখেছি আর্জেন্টিনা দলকে নিয়ে। কালকে জয়ের আনন্দ খুব সুন্দর ভাবে উদযাপন করেছি এখন অধিক আগ্রহে বসে আছি কখন মেসি বিশ্বকাপ ট্রফি উঠিয়ে ধরবে আর এ দৃশ্য দেখে অনেক অনেক আনন্দিত হবো। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যারা আর্জেন্টাইনদের সাপোর্ট করি আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফিটি হাতে উঠিয়ে ধরবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit