আজ - প্রথম দিন শুরু !

in hive-129948 •  3 years ago 

Untitled design.png

Image Source : https://www.canva.com

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

প্রথম দিন শুরু

অনেকদিন পর ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আমি গতকাল থেকে অফিসে জিনিসপত্র গুছিয়ে করছি। আমি সকাল 7 টায় প্রথমবারের মতো বাস এবং পাতাল রেলে যাই। আমি আশা করেছিলাম যে সেখানে অনেক লোক থাকবে, কিন্তু আমি যতটা আশা করেছিলাম ততটা ছিল না। দিনটা তাড়াতাড়ি শুরু করতে ভালো লাগে। এটি অবশ্যই বাড়িতে অলস বসে থাকার চেয়ে ভাল বোধ করে। কালকে খুব ভোরে বাসা থেকে বের হবো। আমি একটু বেশি উদ্যমী... যদি আমি এটা করি, আমি হয়তো ভোরবেলা বাড়ি ছেড়ে চলে যেতে পারি~~~ আমি যখন কিছু করছি তখন আমি বেঁচে থাকার অনুভূতি পছন্দ করি

কিকবক্সিংয়ের 26 তম দিনে আরেকটি চোট

হাঁটুর আঘাত একটি গোড়ালির আঘাত। আমি একটু বিরক্ত হই। নিজের কাছে স্বীকার করা অসম্ভব যে আপনার শরীর এই স্তরে ক্রমাগত হচ্ছে। মনে হচ্ছে এটা একটা কিক থেকে একটা ইনজুরি, কিন্তু আমাকে রিইনফোর্সমেন্ট ট্রেনিং করতে হবে। আজকাল আপনার পা ছিঁড়ে যাওয়া কঠিন। ব্যাঙের পা ছিঁড়ার পদ্ধতি নিয়ে আমি কঠোর পরিশ্রম করছি। আপনি যদি এক বছর কঠোর পরিশ্রম করেন, আমি আশা করি যে আপনি বেশ মোটা হওয়ার অবস্থায় থাকবেন।

আপনি ব্যস্ত থাকলে কয়েন অ্যাকাউন্ট থেকে দূরে থাকুন।

আমি আমার কয়েন অ্যাকাউন্টে দিনে কয়েকবার তাকাই না কারণ আমি ব্যস্ত থাকি। মনে হচ্ছে মানসিক চাপ কমছে। সে এতই ব্যস্ত যে ঘরের কাজে সাহায্য করতে পারে না। তার স্ত্রীও বাইরে যায় এবং বলে সে ব্যস্ত থাকতে পছন্দ করে। আমি ঘরের কাজ করতে পারি না•••

আজকের মতো শুধু একটা দিনের ডায়েরি।

.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@loveblog
অনেক সুন্দর ভাবে আপনার পোস্ট উপস্থাপন করেছেন, পড়ে ভালো লাগলো।

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের discord server এ
Discord link : লিংক ঃhttps://discord.gg/esbZH6GU

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

আমি #abb-intro ট্যাগ ব্যবহার করে পোস্ট করেছি। একটা পরিষ্কার কাগজে আমার বাংলা ব্লগ, আমার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজ দিয়ে ছবি তুললাম। 3400 টিরও বেশি শব্দের চারটির বেশি ছবি এবং স্ব-পরিচয়মূলক পোস্ট। আমি নিজের সম্পর্কে আরও তথ্য লিখেছি যেমন আমার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকার সমস্ত তথ্য।

আমাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করতে সাহায্য করুন এবং আমাকে সমর্থন করুন

Link : https://steemit.com/hive-129948/@loveblog/6dttw1

steem ID : @loveblog
Discord ID : @shereef#0079

ধন্যবাদ