বাংলায় "কি" এবং "কী"-এর মধ্যে পার্থক্য কী?
আসলে বাংলা ভাষায় কিছু শব্দের ব্যবহার অনেক জটিল।তবে জানতে পারলেই সব সহজ মনে হবে।যেগুলো সবাই জানে না।কারণ স্কুলে এসব বিষয়ে কেউ গুরুত্ব দেয় না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি । আমার স্কুলের বাংলা শিক্ষক আমাকে এর পার্থক্য বুঝিয়েছিল এবং এর ব্যবহার-বিধি শিখিয়েছিল।
আমরা যখন কোনো প্রশ্ন করি তখন কী/কি বলি।কিন্তু লেখার সময় বানান আলাদা হয়ে যায়।
আমরা যখন কোনো প্রশ্ন করি। আর সেই প্রশ্নের উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায়।তখন সেক্ষেত্রে বাক্যের শেষে "কি" শব্দটি বসে।
উদাহরণ-
১।তুমি কি লিখতে পারো?
উ: হ্যাঁ।
২।তুমি কি সাঁতার কাটতে পারো?
উ: হ্যাঁ
অন্যদিকে আমরা যখন এমন কোনো প্রশ্ন করি।যার উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় না।সেক্ষেত্রে বাক্যের শেষে "কী" শব্দটি ব্যবহার করা হয়।
উদাহরণ-
১।তুমি কী খাচ্ছ?
উ: মাছ-মাংস।
২.তুমি কী পড়?
উ: বাংলা বই।
এবারে আশা করি বুঝতে পেরেছেন😃
আপনার পোস্টটি আমার ভালো লাগলো। কি এবং কী এর পার্থক্য আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। আশা করি এটা পড়ে সবাই শিখতে পারবে। তবে কমিউনিটি তে পোস্ট করার নিয়ম গুলো আপনি মানেন নি। আশা করি নিয়মগুলো জেনে নেবেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে ভাইয়া। আমাকে কি নিয়মগুলো দেওয়া যাবে? আমি আসলে নতুন তাই। আরা আমাকে একটু দয়া করে জানাবেন এখানে কোথায় ভুল ছিলো?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা যথেষ্ট একটি সৃজনশীল ইউনিক পোস্ট। তবে এজাতীয় শিক্ষণীয় অনেক টপিক রয়েছে আমাদের পাঠ্যক্রমে। তবে এগুলো আমার বাংলা ব্লগে গ্রহণযোগ্য হবে কিনা জানা নেই, কারণ লেভেল ওয়ানে যা শিখেছিলাম এর সম্বন্ধে ছিলনা। যার জন্য এই সমস্ত বিষয়ে পোস্ট করতে পারি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mabedin.mac
আপনি অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় একটি বিষয় নিয়ে আপনার পোস্টের মাধ্যমে আলোচনা করেছেন।
তবে আমার বাংলা ব্লগে শুরুতেই এই ধরনের পোস্ট গ্রহনযোগ্য নয়।
আপনাকে একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের
Discord এ 👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি discord এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আর আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে discord এর মাধ্যমে টিকিট কেটে যোগাযোগ করুন।
আর অবশ্যই মনে রাখবেন আপনার পরবর্তী পোস্ট যেন পরিচিতিমুলক পোস্ট হয়।
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit