আপনার কি গেম অফ থ্রন্স দেখা উচিত?

in hive-129948 •  3 years ago 

IMG_20211213_010639.jpg

Game of Thrones অ্যামেরিকান ফ্যান্টাসি টিভি সিরিজ, HBO এর টেলিকাস্টের জন্য David Benioff এবং D. B. Weiss নির্মান করেন যেটা আদতে George R. R. Martin এর ফ্যান্টাসি নোভেল সিরিজ " Ice & Fire" অবলম্বনে তৈরি।

এখানে আমাদের আধুনিক সময়রেখার বাইরে গিয়ে মধ্যযুগীয় এমন এক বিশ্বকে ইঙ্গিত করা হয়েছে যেখানে সামন্ততান্ত্রিকতা, রাজকীয় সমাজব্যবস্থা ও মধ্যযুগীয় পলিটিক্যাল সিস্টেম এতোটাই সহিংস ও এককেন্দ্রিক ছিলো যে কখন কার পতন বা কার উত্থান ঘটবে এটা প্রায় একরকম অনিশ্চিতই ছিলো।

Tayrion, Eddard (Ned Stark), Daenerys, Sansa এবং Arya এর মতো কিছু নির্মল ভালোবাসাময় চরিত্র রয়েছে তেমনি ঘৃণ্য ও দেখলেই আপনার শরীর জ্বলবে, গা ঘিনঘিন করবে এমন কিছু চরিত্রও রয়েছে। তবে আপনাকে এরকম কোনো চরিত্র যাকে সবাই ভালোবাসে বা সবাই-ই একতরফা নেতিবাচক দৃষ্টিতে দেখে, এরকম কাউকে খুঁজে পেতে যথেষ্ট কাঠখড় পোহাতে হবে বৈকি! এককথায় সবগুলো চরিত্রই মোটামুটি ভার্সেটাইল আবার সেই সাথে যখন যে চরিত্রে অভিনয় করবে তখন আপনাকে নিশ্চিত সেভাবেই এন্টারটেইন করবে। এটি মূলত "Shades Of Grey" এর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির জন্য যেখানে আদতে কোনকিছুই পরম বা আনকন্ডিশনাল নয়।

সিনেমাট্যোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত ছিল আর ড্রাগনগুলোকেও এতোটা বাস্তবিক লেগেছিলো যে আমার মনে হয়েছিলো আমি এক অন্য জগতে বিচরণ করছি! আসল আর নকলের ফারাকটাই মাথা থেকে উবে গিয়েছিলো সিরিজের মেকিং দেখে। পুরো ৮ সিজনে ৭৩ এপিসোডে প্রচুর গভীর ডায়ালগ রয়েছে যা ছিল এই সিরিজের আকর্ষণীয় একটা দিক।

💔 সিরিজের প্রিয় কিছু ডায়ালগঃ

◾Valar Morghulis, Valar Dohaeris" (Which means, "All men must die, All men must serve")
◾There are no men like me. Only me."
◾Some battles are won with swords and spears, others with quills and ravens"
◾Fear is what keeps a man alive in this world of treachery & deceit"
◾Winter is coming"
◾Death is certain but Life is full of possibilities.

২০১১ সালে প্রথম যখন দেখি অধিকাংশ সিনের কথা মনে নেই আর এটা নতুন করে আবার দেখার কত সুযোগ তৈরি করে দিয়েছে। সিজন ৭ ও ৮ এর কথা মনে পড়লেও বাকি সিজনগুলো ভুলে গিয়েছিলাম ; দর্শকদের ভোটে নাম্বার ওয়ান টিভি সিরিজ Game Of Thrones. কি নেই এই সিরিজে? যুদ্ধ, ভালোবাসা, কর্তব্য, হিংসা, নগ্নতা, রাজনীতি, ফ্যান্টাসি সবকিছুর সংমিশ্রণে তৈরি করা দারুণ একটা সিরিজ।

🚩 SYNOPSIS: ৭ রাজ্যের রাজধানী Iron Throne / Kings Landing এর রাজা Robert Berrathion মারা যাওয়ার আগে Winterfell রাজ্যের Lord Ned Stark কে তার রাজ্যে চালানোর দায়িত্ব দিয়ে যান কিন্তু রানী Cersai তা মেনে নেন নি। তারা ষড়যন্ত্র করে Ned Start এর বিরুদ্ধে এদিকে অন্যান্য রাজ্যগুলো প্রতিশোধ ও ক্ষমতার লোভে Iron Throne দখলের চেষ্টা চালিয়ে যায়। শেষমেশ কে এই আসনে বসবে তাই দেখার বিষয়৷

🎙 TV Series: Game of Thrones (2011-2019)

📌 IMDb Rating: 9.3

💥 Genre: Drama, Fantasy, War

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে আমার বাংলা ব্লগে পোষ্ট করতে হলে সর্বপ্রথম একটি পরিচিত মূলক পোষ্ট করতে হবে। পরিচিত মূলক পোস্ট করলে নিউ মেম্বার ব্যাচ পাবেন।

নিউ মেম্বার ব্যাচ ব্যতিত আপনার কোনো পোস্ট আমার বাংলা ব্লগে গ্রহনযোগ্যতা পাবে না।

কমিউনিটির সকল পিন করা পোষ্ট পড়ে নিবেন আর দ্রুতই আমাদের সাথে ডিস্কোর্ডে সংযুক্ত হয়ে নিন।

ধন্যবাদ জানানোর জন্য ভাইয়া

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://cinemortem.blogspot.com/2021/11/series-game-of-thrones-country-of.html#more