স্মৃতি গুলো ফ্রেমে বন্দী থাক

in hive-129948 •  3 years ago 

IMG_20210912_224207.jpg

IMG_20210912_224137.jpg

IMG_20210912_235047.jpg

দিনগুলো ভালোই কাটছে। ভালো দিনগুলো কেটে যাচ্ছে বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার পরিজন এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে। করোনাভাইরাস এর শুরুর দিকে ঘর বন্দী জীবন কাটায় তখন পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত গুলো কেটে গেছে। আর এখন আনন্দঘন মুহূর্ত গুলো কেটে যাচ্ছে বন্ধু-বান্ধবদের সঙ্গে।

received_368913838042960.jpeg

করোনাভাইরাস নিয়ে এখন আর লোকজনের মধ্যে তেমন একটা ভয় নাই। যে যার মত বাইরে ঘোরাঘুরি করছে। করনা ভাইরাসের ভীতি চলে যাওয়ার অবশ্য অনেক কারণ রয়েছে। এখন সবাই প্রায় করোনার ভ্যাকসিন নিয়ে নিয়েছে। ফলে লোকজন করোনা ভাইরাসের ভীতি কাটিয়ে উঠে যে যার মত কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে। যে যার মতো বাইরে সময় কাটাচ্ছে। আমিও তার ব্যতিক্রম কিসে। খুব সুন্দর মুহূর্ত কেটে যাচ্ছে বন্ধু-বান্ধবদের সঙ্গে। দেশের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান করলেও এখনো স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ঘোষণা দেয়া হয়েছে পরের মাসের ১ তারিখ থেকে খুলে দেয়া হবে স্নাতক শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান ও।আজকের দিনটা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় কেটে গেল।আমার খুব কাছের একজন বন্ধু হল শাকিল। আজকের ঘোষিত ফলাফল অনুযায়ী ওর ছোটবোন মেডিক্যাল এর ডেন্টাল ইউনিটে ২৭ তম হয়েছে।অর্থাৎ ঢাকা ডেন্টাল এর জন্য নির্বাচিত হয়েছে। এই উপলক্ষে ওর মা আর বোন গ্রামের বাসায় চলে গেছে। আর আমরা বন্ধুরা মিলে ওদের বাসায় পিকনিক খেলাম।

received_215787060578653.jpeg

অনেকদিন পর বন্ধু বান্ধবরা একত্রিত হওয়ার আমাদের আড্ডা গুলো বেশ জমে উঠেছিল।উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।সবাই মিলে আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে দিনটা কেটে গেল।আজীবন আমাদের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক বজায় থাকুক এই কামনা করি।

IMG_20210912_235051.jpg

IMG_20210912_235752.jpg

IMG_20210912_224335.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিন শেষ এক গুলোই থেকে যায়।এগুলোই স্মৃতি। মানুষ মারা যায় কিন্তু স্মৃতি রেখে যায়। ঠিক তেমনই আজকের দিনের স্মৃতি টা মনে রাখার মতোই

ধন্যবাদ আপনাকে।

বন্ধুদের সাথে কাটানো সময় সময় গুলো সব সময় স্মৃতি হয়ে থাকে।আপনার অতিবাহিত করা সময়টা খুব ভালো ছিল ভাই।

আজকের ঘোষিত ফলাফল অনুযায়ী ওর ছোটবোন মেডিক্যাল এর ডেন্টাল ইউনিটে ২৭ তম হয়েছে।

অনেক অনেক শুভ কামনা রইলো আপুর জন্য।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।