মোবাইল ফোনে দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago 
"আজ রবিবার - ১৯শে আষাঢ় - ১৪২৯ বঙ্গাব্দ, ০৩,জুলাই - ২০২২ খ্রিস্টাব্দ"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-07-03_04-26-09-415.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করব। ফুল দেখতে আমার কাছে যতটা ভালো লাগে আমার বিশ্বাস আপনাদের সকলের কাছেও ততটাই ভালো লাগে। ফুলের সৌন্দর্য এতটাই যা দেখে ভালো না লেগে পারেই না। মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে পাই যা দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কত রংবেরঙের ফুল, কত বৈচিত্রময় ফুল আছে তা হয়তো বলে শেষ করা যাবে না। আর প্রতিটা ফুল দেখলেই আমরা তার সৌন্দর্যে পাগল হয়ে যাই।

এইতো সেদিন আমি নার্সারিতে গিয়েছিলাম ভিয়েতনাম নারিকেল গাছের চারা কেনার জন্য। কিন্তু দুর্ভাগ্য জনকবশত ভিয়েতনামের নারিকেল গাছের চারা শেষ হয়ে গিয়েছিল। আর তাই আমার নারিকেল গাছের চারা কেনা হয়নি। নারিকেল গাছের চারা কেনা হয়নি বলে আমার মনটা খুবই খারাপ ছিল কিন্তু যখনই এই সুন্দর সুন্দর ফুল গুলো দেখলাম তখন আমার আর মন খারাপটা বেশিক্ষণ টেকসই হলো না। অপরূপ সৌন্দর্যের ফুল গুলো দেখে আমার মন ভালো হয়ে গেল। নারিকেল গাছের চারা না পাওয়ার বেদনা ঘুচে গেল।

যদিও বা আমি ফটোগ্রাফি করতে পারদর্শী নই তবুও আমি ফুল গুলো দেখে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি মাত্র। এত সুন্দর সুন্দর ফুল গুলো আমাকে খুবই আকর্ষণ করছিল। মনে হচ্ছিল এই ফুলগুলো আমাকে তার কাছে টানছে। আমাকে বলছে আমার সৌন্দর্য উপভোগ করো এবং আমার সুবাস নিয়ে যাও। আর তাই আমিও যথারীতি ফুলগুলোর কাছে গিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করলাম আমার মোবাইল ফোন দিয়ে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

° ফটোগ্রাফি - ১ °

IMG_20220702_235510.jpg

IMG_20220702_235550.jpg

এই ফুলটির নাম জলপদ্ম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের কাছে খুবই প্রিয় ও খুবই পবিত্র এই পদ্ম ফুল। আমি শুনেছি বিভিন্ন পূজা অর্চনায় এই পদ্মফুল ব্যবহার করা হয়। আবার এই পদ্মফুল ভেষজগুণ সমৃদ্ধ। আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তখন দেখলাম তাদের ছোট্ট একটি পুকুরে এই অপরূপ সৌন্দর্যের পদ্ম ফুলটি ফুটে আছে। তাই পদ্মফুলটিকে দেখে মুগ্ধ হয়ে ফটোগ্রাফি করে ফেললাম।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

° ফটোগ্রাফি - ২ °

IMG_20220702_235653.jpg

IMG_20220702_235757.jpg

এই ফুলটির নাম ব্লেডিং হার্ট। এই ফুলটি সাদা ও লাল এর সংমিশ্রণ। এই ফুলটি আমার কাছে খুবই ভালো লাগে। ছোট ছোট গাছে অনেকগুলি ফুল একসাথে ফুটে আছে দেখতে কি অপরূপ লাগছে তা ভাষায় হয়তো প্রকাশ করা সম্ভব নয়। নার্সারিতে অনেকগুলি ফুলের মাঝে এই ফুলটিও আমাকে আকর্ষণ করছিল। আর তাই তার কাছে গিয়ে আমার মোবাইল ফোনে ফটোগ্রাফি ধারণ করে নেই।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

° ফটোগ্রাফি - ৩ °

IMG_20220703_000339.jpg

এই ফুলটির নাম তাজমহল গোলাপ। এই তাজমহল গোলাপ ফুলটি আকারে কিছুটা বড়ো হয়ে থাকে।গোলাপ কে ফুলের রানী বলা হয়। গোলাপের বহু রকম জাত হয়ে থাকে। সেই সাথে বিভিন্ন রকম রংয়েরও হয়ে থাকে। আমি এই গোলাপ ফুলটির যখন ফটোগ্রাফি করছিলাম তখন নার্সারীর এক চাচাকে জিজ্ঞেস করলাম গোলাপ ফুলটি এত বড় কেন? তখন চাচা আমাকে উত্তর দিল এই গোলাপ ফুলটির নাম তাজমহল গোলাপ ফুল। আর তাই এই সৌন্দর্যপ্রিয় গোলাপ ফুলটির ছবি তুলে নেই।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

° ফটোগ্রাফি - ৪ °

IMG_20220702_235310.jpg

এই ফুলটির নাম মোরগ ফুল। এই ফুলটি আকারে লম্বা হয়ে থাকে। এই লাল রঙের মোরগ ফুলটিকে চিনিয়ে দেবার মত কিছু নেই। কেননা আমার মনে হয় এই লাল রঙের মোরগ ফুলটি সবারই খুবই চেনা। গ্রামেগঞ্জে শহরে সব জায়গাতেই এর বিস্তার রয়েছে। লম্বা লম্বা লাল রঙের মোরগ ফুল দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আর এই ভালোলাগার ফুলের ফটোগ্রাফি করে নেই আমার মোবাইল ফোনে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

° ফটোগ্রাফি - ৫ °

IMG_20220702_235845.jpg

এই ফুলটির নাম প্লুমেরিয়া পুদিকা। ফুলটি ধবধবে সাদা রঙের হওয়াতে দেখতে দারুণ লাগছিল। গাছে যখন অগণিত প্লুমেরিয়া পুদিকা ফুল ফুটেছিল তখন তার সৌন্দর্য আমাকে বিমোহিত করছিল। যদিও বা এই ফুলটির নাম আমার জানা ছিল না তাই গুগলে সার্চ দিয়ে ফুলটির নাম বের করেছি। থোকায় থোকায় ফুল গুলো দেখতে সত্যিই অনেক অনেক চমৎকার লাগছিল।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

° ফটোগ্রাফি - ৬ °

IMG_20220702_235926.jpg

এই ফুলটি বৃষ্টিতে ঝড়ে পড়া। এই ফুলটির নাম গোলাপী গোলাপ ফুল। এই গোলাপি গোলাপ ফুলটিও দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে বেশ কয়েকদিন টানা বৃষ্টির কারণে ফুল গুলোর পাপড়ি ঝরে গেছে। আর তাই সৌন্দর্য অনেকটাই মলিন হয়ে গেছে। তবে আমার কাছে মনে হয় ফুল সব সময়ই সুন্দর তার পাপড়ি ঝরে গেলেও সৌন্দর্যটা কম নয়।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

° ফটোগ্রাফি - ৭ °

IMG_20220703_000016.jpg

এই ফুলটির নাম সাদা গোলাপ। গোলাপ ফুল কয়েকটি রঙের হয়ে থাকে। আজ আমি তিন রকমের গোলাপ ফুল উপস্থাপন করেছি। আমার মনে হয় প্রতিটি গোলাপ ফুলের সৌন্দর্য একই রকম শুধু রংয়ের ভিন্নতা রয়েছে। রঙের ভিন্নতা থাকলেও প্রতিটি গোলাপ ফুলই দেখতে আমার কাছে দারুন লেগেছে। গাছে যখন এই সাদা গোলাপ ফুলটি ফুটেছিল তখন ফুলটিকে দেখতে অপূর্ব লাগছিল। আর এই অপূর্ব ফুলের ফটোগ্রাফি করে নেই আমার মোবাইল ফোনে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

Photographermahbubul Islam
DeviceOppo A16
Ram4 GB
Rom64 GB

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

আশা করি আমার মোবাইল ফোনের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs.gif
2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

ধন্যবাদ সবাইকে "

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার নার্সারিতে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে ভাইয়া। ফুল আমার ভীষণ পছন্দ তাই ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। সাদা ধবধবে পুদিকা ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভেচ্ছা রইল।

#upvote and resteemed

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন ফুল দেখতে আপনার মত আমারও অনেক ভালো লাগে। ফুল দেখে যেন মুগ্ধ হয়ে যায়। আর আপনার ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর করে করেছেন যে কি আর বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লাগলো সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। সত্যিই অসাধারণ ছিল।

ফুলের ফটোগ্রাফি দেখতে বরাবরই আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে শুভকামনা রইল।

ভাই সত্যি আপনার ফটোগ্রাফির হাত অনেক পাকা। আপনার ফটোগ্রাফিগুলো দেখে খুব ভালো লাগলো। মোবাইল দিয়েও যে মান সম্মত ছবি তোলা যায় আপনি তা প্রমাণ করে দিছেন। আপনার তোলক গোলাপের ছবি বেশি ভালো লাগছে।

যা অবশেষে আপনার পোস্ট আরেকটি পেয়ে গেলাম। কে বলেছে আপনি ফটোগ্রাফিতে দক্ষ না। আমার তো মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ‌ আর শাপলা ফুলের ছবিটি দারুন হয়েছে ভাইয়া সে ছবিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম । ধন্যবাদ আপনাকে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

image.png

ভিয়েতনামের নারিকেল গাছ কিনতে গিয়ে ব্যর্থ হয়েছেন না পেয়ে নিরলস নিরাশা হয়ে ফিরতে হয়নি আপনাকে। কারণ আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে এসেছে। সত্যি অসাধারণ ছিল প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি, আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

ফুলে ফুলে সাজানো আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো মনে হচ্ছে কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছি ফুলের বাগানে বিশেষ করে শাপলা ফুলটি সব থেকে বেশি ভালো লেগেছে

ভাইয়া আপনার মোবাইল ফোন দিয়ে তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। প্রতিটি ফুল নিজ নিজ জায়গায় সুন্দর। আপনি আপনার ফটোগ্রাফি গুলোতে ফুলের সৌন্দর্য ধরে রাখতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনার জন্য। আশা করছি পরবর্তীতে এমন আরো সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো।

কোন কিছু উদ্দেশ্য করে যদি কিনতে যাওয়া হয়। আর না পাওয়া যায় তাহলে আসলেই মনটা খুব খারাপ লাগে। তবে এরকম ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

ফুল কার না ভালো লাগে বলুন। ফুল আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আমার কাছে মোরগ ফুলগুলো এবং তাজমহল গোলাপ খুবই ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। পদ্ম ফুলটি আসলেই চমৎকার আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো। ওইদিকে তাজমহল গোলাপ এই নামটি প্রথম শুনলাম। দেখতে বেশ সুন্দর গোলাপ ফুলটি সবমিলিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখলাম আজ।

মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে পাই যা দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

ঠিক কথা বলেছেন ভাইয়া মাঝে মাঝে এমনই সুন্দর কিছু ফুল দেখতে পাওয়া যায় যা দেখে কোন ভাবে চোখ ফেরানো সম্ভব হয় না।

আপনার শেয়ার করা মোরগ ফুলের ফটোগ্রাফি এবং শাপলা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফার রা যে কখনো সুন্দর মুহূর্ত ক্যাপচার করার আনন্দ থেকে বঞ্চিত হোন না তা আপনাদের ফটোগ্রাফি দেখেই বুঝতে পারি। 'প্লুমেরিয়া পুদিকা' ফুলটি আপনার পোস্ট এর মাধ্যমেই আমার প্রথম দেখা। ফুলটি বেশ সুন্দর। এমন নতুন নতুন ফুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।