আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। তবে মনমানসিকতা ভালো নেই। আর মনমানসিকতা যদি ভালো না থাকে তাহলে শরীর মন অচল হয়ে পড়ে। তারপরেও আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।
বন্ধুরা যদিও মনটি ভালো নেই কারন বেশ কিছুদিন যাবৎ আমাদের এবং আপু দের পরিবারের মধ্য দিয়ে বয়ে যাচেছ ঝড়। বিভিন্ন পারিবারিক কাজে আমরা বেশ ব্যস্ত হয়ে পড়েছি। একদিকে আপুর ব্যস্ততা, অন্যদিকে আমাদের। সত্যি বলতে পৃথিবীটাই এমন। তার মাঝেও আমি আমার আরও একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল পোস্ট নিয়ে আসছি। আজ আমার জেনারেল পোস্টি হলো টিনটিন বাবু কে জন্মদিনের শুভেচ্ছা। তাহলে চলুন আজ আমার পোস্টি দেখে আসি।
![cake-1114056_1280.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmdX4kwPPwB14MPmQoKgsPNztB6HNfu6uFUpc3BKcUQouY/cake-1114056_1280.jpg)
দুদিন যাবৎ দেখছি গোটা কমিউনিটি জুড়ে টিনটিন বাবুর জন্মদিন কে ঘিরে হাজারও আনন্দের ঝলকানি। আর সকলের এমন আনন্দময় পোস্টগুলো পড়ে এতটুকু বুঝতে পারলাম আমাদের টিনটিন সোনার জন্মদিন। তাই আর আমি নিজেও থেমে থাকতে পারলাম না। ভাবলাম যে সবার মত করে আমিও কিছু লিখে প্রিয় টিনটিন সোনা কে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাই তো বসে গেলাম দু কলম লেখার মাধ্যমে নিজের শুভেচ্চা বার্তা টিনটিন কে পৌঁছানোর জন্য। প্রতিটি বাবা মায়ের কাছেই তার সন্তান হলো ভালোবাসার এক অসাধারণ এক প্রতীক। আর সন্তান হলো আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নিজেই পৃথিবীতে সন্তান পাঠানোর আগে বাবা মায়ের মনে সন্তানের জন্য ভালোবাসার বীজ রোপন করে দেন। ঠিক সেই ভাবেই প্রিয় টিনটিন সোনাও @rme দাদার পরিবারে এসেছে ভালোবাসার প্রতীক হয়ে। এসেছে এক রাজপুত্র হয়ে আমাদের টিনটিন সোনামনি। আর সেই টিনটিন সোনামনি কে নিয়ে আজ আনন্দে বন্যা বইছে গোটা আমার বাংলা ব্লগ পরিবার জুড়ে। টিনটিন সোনার কথা যতটুকু জেনেছি, তাতে মনে হচ্ছে আমাদের টিনটিন বাবু বেশ বুদ্ধিমান এবং মেধাবী। আমাদের টিনটিন সোনা তার মেধা আর বুদ্ধিমত্তা দিয়ে আগামীতে গোটা পরিবার কে এনে দিবে সুনাম এবং সুক্ষ্যাতি।টিনটিন সোনার জন্ম দিনে তার জন্য এমন দোয়াই রইল আমার পক্ষ হতে। আশা করবো টিনটিন সোনার এমন আনন্দময় জন্মদিন আমরা যুগের পর যুগ আয়োজন করতে পারবো। কারন টিনটিন সোনার আনন্দে আমরাও আনন্দিত হই। আনন্দিত হয় গোটা আমার বাংলা ব্লগ পরিবার। টিনটিন সোনার এমন একটি দিনে গোটা আমার বাংলা ব্লগ পরিবার আজ আনন্দিত। তাই তো আনন্দের গন্ডিকে আরও বেশী বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে বিশেষ হ্যাং আউট। আশা করবো এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য আরও বেশী আনন্দময় হবে। তাছাড়া এই অনুষ্ঠানটি আমাদের টিনটিন বাবু কেও আরও আনন্দিত করবে। মুখরিত করবো টিনটিন বাবুর জন্মদিন কেও। দোয়া রইল টিনটিন বাবুর জন্য। বড় হউক টিনটিন সোনা। মানুষের মত মানুষ হউক টিনটিন সোনা। জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হউক আমাদের টিনটিন সোনার। বেচেঁ থাকো বাবা অনেক বছর । বাবা মায়ের চোখের মনি হযে। বাবা মার মুখ উজ্জল করার পাশাপাশি তাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হও। এই দোয়া আর শুভ কামনা রইল।
আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVCXLPp9B9okhGSCQjneWESd9xm2axb8Fhs42CLNtyUQw/image.png)
টিনটিন বাবুকে শুভ জন্মদিন। জন্মদিন আমাদের সবার জীবনে অনেক বেশি স্পেশাল। আর টিনটিনের জন্মদিনে আমরা সবাই মিলে আনন্দ করে থাকি। আজকেও আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করবো। টিনটিনের আজকের দিনটা সব ভালো কাটুক। আর তার পরিবারের সবাইকে নিয়ে সব সময় ভালো থাকুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আমরা সবাই মিলে বেশ আনন্দ করেছি। ধন্যবাদ সু্ন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার আপুর পরিবারে কি হয়েছে জানিনা তবে মনে হচ্ছে বেশ সমস্যার মধ্যে আছেন। জীবনের সমস্যা গুলো সব সময় আমাদের সামনে এসে দাঁড়ায়। যাইহোক আপু টিনটিন বাবুর জন্মদিনে অনেক সুন্দর করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু বেশ সমস্যার মধ্যেই আছেন। দোয়া করবেন। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit