আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
টাকা খুব মূলবান। টাকার জন্য আজকাল পুরো দুনিয়া পাগল। টাকা হলে বোবা প্রাণীর মুখেও হাসি ফোটে। সমাজে টাকা ছাড়া কোন মূল্য নেই। টাকা হলে অনেক কিছু মিলে। টাকা হলে যেমন বন্ধুর অভাব হয় না, তেমনি করে টাকা হলে ভালোবাসারও অভাব হয় না। পৃথিবীতে যার যত টাকা আছে তার কদর তত বেশী। সমাজে যার টাকা নেই তার কোন মূল্যও নেই। বন্ধুরা আজ আমি সেই মূল্যবান টাকা নিয়েই আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
টাকা হলো সবার রাজা,
যাকে করে সবাই পূজা,
টাকা ছাড়া সবই অচল,
তাই তো সবাই টাকার পাগল।।
টাকা হলে সবই মিলে,
ভালোবাসার কদর বাড়ে,
টাকার ঘ্রাণ নাকে গেলে,
মন্দ লোকও ভালো সাজে।।
টাকায় আছে এমন মজা,
যার কাছে ভাই সবই বৃথা,
টাকার জন্য চাটুকাররা
মন্দ লোককেও মাথায় তোলে।।
টাকা যদি থাকে ঘরে,
আপন মানুষ অনেক জোটে,
তেলের মাথায় তেল দিতে,
হাজার মানুষ ভিড়ে কাছে।।
পকেট ভরা টাকা হলে,
শত্রু আসে বন্ধু সেজে,
পকেট যখন শূণ্য থাকে,
বন্ধুদের কে পাই না খোঁজে।।
পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVCXLPp9B9okhGSCQjneWESd9xm2axb8Fhs42CLNtyUQw/image.png)
এখন সবকিছুর মূলে শুধুমাত্র টাকা রয়েছে। টাকা ছাড়া যেন প্রত্যেকটা মানুষ অচল। আপনার লেখা টাকার ঘ্রাণ কবিতাটা অনেক সুন্দর ছিল। যেটার মধ্যে আপনি বাস্তবতাকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। অনেক সুন্দর ছিল আপনার এই কবিতার প্রতিটা লাইন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু টাকা ছাড়া সবাই অচল। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকার ঘ্রান নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলেই টাকার অনেক মূল্য টাকা ছাড়া কোন কিছুই কল্পনা করা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে টাকা ছাড়া সত্যিই জীবন মূল্যহীন। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কবিতার পিছনে রয়েছে বাস্তবতা। কবিতার লাইন গুলো বেশ মিলিয়ে লিখেছেন আপনি। ভালো লাগলো সুন্দর কবিতা আবৃত্তি করতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর করে প্রশংসা করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা আসলেই অনেক মূল্যবান জিনিস। প্রতিটা মানুষ এটার পিছনে ছুটে। আপনি এই মূল্যবান বস্তুটাকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপু। কবিতার নামটা যেমন সুন্দর কবিতার লাইনও খুব সুন্দর। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahfuzanila94/status/1878149740145365066
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। টাকার ঘ্রাণ কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কবিতাটি আপনাদের ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতাটি পড়ে বাস্তবের কিছু ছবি চোখের সামনে উঠে এলো৷ টাকা ছাড়া সত্যিই এখন কারোর ভ্যালু নেই। বর্তমান পরিস্থিতিতে সবকিছু টাকার উপর নির্ভর করে। আপনার কবিতাটি বেশ ছন্দবদ্ধ ভাবে উপস্থাপনা করেছেন। এমন সুন্দর একটি অর্থবহ কবিতা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন সবকিছু টাকার উপর নির্ভর করে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা প্রবাদ আছে টাকা দেখলে নাকী কাঠের পুতুলও হা করে। কথাটা একেবারেই ঠিক। টাকা থাকলে পুরো দুনিয়া আপনার। না থাকলে দুনিয়ার কেউ আপনার না। টাকা চিরশএুকেও বন্ধুরুপে আর্বিভূত করতে পারে। দারুণ লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জানেন ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ খুব চমৎকার একটি কবিতা লিখেছেন তো আপু।টাকার ঘ্রাণ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে টাকা হলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায়। টাকা থাকলে পরিবার এবং সমাজে সব জায়গাতে দাম আছে। টাকা ফেলে বোবা ও মানুষের মুখো হাসি ফোটে কথাটি ঠিক বলেছেন। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া টাকা হলে পৃথিবীতে সব কিছু পাওয়া যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন টাকা ছাড়া মানুষের কোন মূল্য নেই। যার কাছে টাকা রয়েছে তার অনেক সম্মান রয়েছে এবং যে যত বেশি টাকার মালিক তার সম্মান তত বেশি৷ আর আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন যা পড়ে খুবই ভালো লাগলো৷ এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও খুব ভালোভাবে শেয়ার করেছেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit