জেনারেল রাইটিং- পৃথিবীর সব মানুষ আপনজন হয় না

in hive-129948 •  11 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম।

হ্যাঁ আমার প্রিয় সহযাত্রী বন্ধুগণ প্রতি সপ্তাহের মতো করে আজও আপনাদের মাঝে চলে এলাম। আসলে আপনাদের মাঝে না আসলে নিজের কাছে কেমন যেন অস্থির লাগে। তাই এই অস্থিরতা কাটানোর জন্য প্রতি দিন আমার পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে চলে আসি। আজও চলে এলাম আমার আরো একটি ব্লগ নিয়ে। আর আমার আজকের জেনারেল রাইটিং এর বিষয় হল পৃথিবীর সব মানুষ আপনজন হয় না। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ব্লগটিও অনেক ভালো লাগবে।

Thanks for.png

আমরা পৃথিবীতে সৃষ্টির সেরা মানুষ। জন্ম থেকে পরিবার পাই। এরপর পরিবার থেকে আস্তে আস্তে আত্মীয়তা, পাড়া-প্রতিবেশীও কাছে দূরের সকলের সাথে একটি বন্ধনে জড়িত হয়ে যাই। অনেক সময় দেখা যায় কাছের মানুষের সাথে হাজার বছর সময় কাটিংয়ে ও চিনতে পারিনা । আবার অনেক সময় দেখা যায় বহু দূরের মানুষগুলো এমন কিছু ব্যবহারের জন্য অনেক কাছের হয়ে যায়।

পৃথিবীটা এমন একটি জায়গায় এসে দাড়িয়েছে, আপনি যাকে আপন মনে করবেন সেই দূরে চলে যায়। আসলে এখন সবাই স্বার্থের পাগল। কি ঘরে কি বাহিরে।অনেক সময় দেখা যায় সামান্য একটু ভূল বোঝাবুঝি বা একটু স্বার্থের জন্য কাছের মানুষগুলো দূরে সরে যায়। আসলে মা বাবা ভাই বোন সবচেয়ে কাছের মানুষ । আর মা-বাবারা কখনো পর হয়ে যায় না। তারা শত আঘাত পেলেও কাছের মানুষদের বুক ভরে আগলে রাখে।

এরপর ভাই বোন রক্তের বন্ধন গুলো অনেক সময় দূরে সরে যায়। এরপর আসে আত্মীয়-স্বজন। অনেক সময় দেখা যায় এই কাছের মানুষগুলো বেশি স্বার্থের প্রয়োজনে দূরে সরে যায় । আবার অনেক সময় দেখা যায় বন্ধু- বান্ধব পাড়া- প্রতিবেশী অনেক সময় কাছের মানুষগুলোর চেয়ে আপন হয়ে যায়। কিন্তু আমি মনে করি অনেক সময় কাছের মানুষগুলো থেকে দূরের মানুষগুলোকে আমরা বেশি আপন করে ফেলি। কিন্তু ভাবতে হবে আপন যেমন আপন থাকে না তেমনি করে পরও কখনও আপন হয়ে ওঠে না।

কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্টটি। আজ এ পর্যন্তই বন্ধুরা। আজ আমার জেনারেল রাইটিংটি আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার যে কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো ও সু্স্থ থাকুন । আল্লাহ হাফেজ।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে সবাইকে হৃদয়ের থেকে আপন ভাবা যায় না। আর পৃথিবীর সব মানুষ আপন হয় না এইটাই প্রকৃতির বাস্তবতা। বলতে গেলে নিঃস্বার্থ ভাবে কেউই আপন হয় না কিছু কিছু মানুষ স্বার্থের জন্যই আশে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

সুন্দর কথা বলেছেন। নিঃস্বার্থভাবে কেউ আপন হয় না।

পৃথিবীতে সব মানুষ কেন কোন মানুষ আপনজন হয় না আপু। প্রতিটা মানুষ তার স্বার্থের জন্য আপন হয়। নিঃস্বার্থভাবে কেউই আপন হয় না। আপনি একবার খারাপ সময়ে আপনজনের কাছে স্বার্থের কিছু চেয়ে বসবেন নিঃস্বার্থভাবে সে কখনোই কোন কিছু দিবে না । তাই এই মায়া ভরা পৃথিবীতে আপনজন খুঁজে পাওয়া খুবই মুশকিল। ধন্যবাদ আপু।

সুন্দর কথা বলেছেন। প্রতিটা মানুষ স্বার্থের জন্য আপন হয়। ধন্যবাদ আপু।

আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। আমাদের আশেপাশে যে মানুষ গুলো রয়েছে, সবাই আমাদের আপন নয় এটা একদম ঠিক। কিছু কিছু মানুষ শুধুমাত্র স্বার্থের জন্যই আশে। আর তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট পড়তে।

সুন্দর কথা বলেছেন আপু। কিছু কিছু মানুষ শুধু স্বার্থের জন্যই আসে। ধন্যবাদ আপু।

আপনার লেখার টপিকটা বেশ গুরুত্বপূর্ণ ছিল আপু । খুব সুন্দর ভাবে গুছিয়ে আপনি আপনার মনের অনুভূতিগুলো লিখেছেন এই রাইটিং এর মধ্যে। আপন মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্যগুলা সব সময় পক্ষ হয়ে চলার চেষ্টা করবে এবং অনুগত্য রাখবে একে অপরের প্রতি। তবে আপনার লেখা আমার কাছে অনেক ভালো লাগলো সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন।

আমার জেনারেল লেখা আপনার ভালো লেগেছে যেনে অনেক খুশি হলাম আপু।

বর্তমান সময়টা এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষজন স্বার্থ বেশি বুঝে আপন জনকে বেশি বোঝেনা। স্বার্থের কারণে আপনজনকে ত্যাগ করতে দেরি করে না। তাই আপনজন এবং মনের মত মানুষ খুবই কম রয়েছে।

ঠিক স্বার্থ বুঝে কিন্তু আপনজনকে বোঝেনা।

আপু আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। পৃথিবী যেমন ছিল ঠিক তেমনি রয়েছে শুধু পৃথিবীর মানুষ গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। সবাই স্বার্থের পাগল। যেখানে স্বার্থে খুঁজে পাবে সেখানে তারা ছুটে যাবে। ঠিক বলেছেন কাছের মানুষ গুলোই তো আপন হয়ে উঠে না তাহলে দূরের মানুষ কিভাবে আপন হবে। সবাই শুধু জানে কাউকে ঠকিয়ে কিভাবে নিজে বড় হওয়া যায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি টপিক আলোচনা করার জন্য।

হ্যাঁ আপু পৃথিবীর সবাই স্বার্থপর পাগল।

এটাই পৃথিবীর নির্মম বাস্তবতা, যাদের কাছে টেনে নেয়ার চেষ্টা করবেন তারাই আপনাকে দূরে ঠেলে স্বার্থের টানে। ধন্যবাদ

হ্যাঁ ভাইয়া যাদের আপন ভেবে কাছে টেনে নেব। তারাই পর করে দূরে সরে যায়। ধন্যবাদ ভাইয়া।

বেশ দারুন একটি টপিক নিয়ে আপনি লিখেছেন। এটা একদম ঠিক বলেছেন আপু পৃথিবীর সব মানুষ আপনজন হয় না। অনেক সময় রক্তের সম্পর্কের ভাইবোনের মাঝেও দূরত্ব সৃষ্টি হয়। আবার আপন থেকে পরের সাথে সম্পর্ক অনেক গভীর হয়।পৃথিবীটা বড়ই অদ্ভুত। স্বার্থের জন্যই অনেকেই সম্পর্ক গড়ে আবার স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

আমার জেনারেল পোস্ট নিয়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

আসলে আপনজন খুঁজে পাওয়াটাই বেশ কঠিন। কে যে আপন আর কে যে পর সেটা বুঝতে বুঝতে জীবনের অনেক সময় চলে যায়। তাই তো আমিও বলি সব আপন আপন হয় না। ধন্যবাদ সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর কথা বলেছেন কে আপন কে পর সেটা বুঝতে অনেক সময় লেগে যায়। ধন্যবাদ আপু।

Screenshot_20250123-234806.png

Screenshot_20250123-234041.png