DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডেকোরেশন স্টার তৈরি ।।

in hive-129948 •  16 days ago 

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20250105_224640~2.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটিও হচ্ছে একটি ডাই পোস্ট । যা তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আজ সারাদিন কর্মব্যস্ততা পার করে সন্ধ্যায় বাসায় ফিরে। ফ্রেশ হয়ে ভাবতে থাকলাম আজকে কি পোস্ট করবো আর এই ভাবতে ভাবতেই হ্যাংআউট শুরু হয়ে গেল।হ্যাংআউট শুনতে শুনতে গ্লিটার ফোম সিট নিয়ে বসে গেলাম সুন্দর এই ডেকোরেশন স্টারটি তৈরি করতে। তো আমার ডেকোরেশন স্টারটি তৈরির শেষ প্রান্তে এসে হ্যাংআউট শেষ হয়ে গেল। আর হাতের কাজের এমন একটি পর্যায়ে গিয়ে জিলাপি খাওয়ার পয়সা দেওয়া হল যা আমি আর ধরতে পারলাম না। কারণ হাতের কাজ শেষ হতে হতেই ১০ সেকেন্ড পার হয়ে চলে গিয়েছে। যাইহোক আজকে না হয় জিলাপি নাই খেলাম তবে ডেকোরেশন স্টারটি তৈরি করার পর আমার কাছে ভালোই লেগেছিল। আমি আশা করি এই ডেকোরেশন স্টারটি আপনারা দেখার পর আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে আজকের এই সুন্দর ডেকোরেশন স্টারটি তৈরি করেছিলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডেকোরেশন স্টার তৈরি

20250105_224606~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে সুন্দর একটি ডেকোরেশন স্টার তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে এখন উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।
৫। পুথি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20250105_211649~2.jpg20250105_213129~2.jpg

20250105_213118~2.jpg

প্রথমে আমি দুইটি এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ৫ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার করে ১২ + ১২ টুকরো টোটাল ২৪ টুকরো গ্লিটার ফোম সিট কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20250105_214227~2.jpg20250105_214337~2.jpg

20250105_215523~2.jpg

এবার একটি গ্লু গানের সাহায্যে দুই রঙের দুটি গ্লিটার ফোমের টুকরোকে একসাথে জোড়া লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20250105_215601~2.jpg20250105_215759~2.jpg

20250105_220634~2.jpg

এবার প্রত্যেক টুকরো গ্লিটার ফোমের দুই মাথা ক্রসিং করে গ্লু গানের সাহায্যে একটি সাথে আরেকটি লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20250105_221415~2.jpg20250105_221447~2.jpg

20250105_221615~2.jpg

এবার গ্লু গানের সাহায্যে গ্লিটার ফোম এর টুকরোর গোলাকার অংশ একটি সাথে আরেকটি লাগিয়ে দিলাম। এবং ছয়টি খন্ড একত্রিত করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20250105_221936~2.jpg20250105_222205~2.jpg

20250105_222311~2.jpg

এবার পিংক কালারের আরো ছয় টুকরো ৭ সেন্টিমিটার বাই ১ সেন্টিমিটার করে গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং জোড়া লাগানো ছয়টি গ্লিটার ফোম সিট এর টুকরোর সাথে নিচের দিক থেকে ক্রসিং দিয়ে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20250105_222421~2.jpg20250105_222540~2.jpg

20250105_222724~2.jpg

এবার কিছু সাদা পুঁথি নিয়ে প্রত্যেকটি গ্লিটার ফোম সিট এর ক্রসিং এর উপর গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20250105_224039~2.jpg20250105_223612~2.jpg

20250105_224202~2.jpg

সর্বশেষ ধাপে এসে স্টারটি ঝুলিয়ে রাখার জন্য ১০ সেন্টিমিটার লম্বা এক টুকরো ডায়মন্ড জরি কেটে স্টারটির একটি লম্বা অংশে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিলাম। এবং স্টারটি সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো দুটি পুঁথি নিয়ে স্টারটির উপরে লাগিয়ে দিলাম আর এর মাধ্যম ডেকোরেশন স্টারটির তৈরির শেষের ধাপে এসে পৌঁছালাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20250105_224348~2.jpg

20250105_224402~2.jpg

20250105_224550~2.jpg

20250105_224523~2.jpg

অবশেষে এই মধ্যরাতে ঘুম ঘুম চোখে এই স্টারটির সমস্ত কার্যক্রম শেষ করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ডেকোরেশন স্টার্টি দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো যে কোন একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ চমৎকার একটি কাজ দেখলাম। গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডেকোরেশন স্টার তৈরি শেয়ার করলেন। প্রথম দেখায় বিষয় টা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।

আমার সম্পূর্ণ পোস্ট দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ফোমশিট কিনে এনে টুকটাক দু একটা কাজ করেছি দাদা । এখন আপনার এই কাজগুলো অনেকটাই বুঝতে পারি। ইয়ং ইচ্ছা আছে আপনার পোস্ট গুলো দেখে দেখে টুকটাক কিছু বানিয়ে ফেলা। আজকের পোস্টটি অসাধারণ হয়েছে। এবং অনেক সহজেই বিষয়টা বুঝতে পারলাম।

আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনি যেন অতি দ্রুতই সমস্ত কাজগুলো শিখে নিতে পারেন। আর এভাবে প্রতিনিয়ত আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি ভাই।

জিলাপি খাওয়ার থেকে এই গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডেকোরেশন স্টার তৈরি করার অনুভূতি আলাদা ছিলো আপনার কারণ এতো সুন্দর বানিয়েছেন যা চমৎকার সুন্দর হয়েছে।দারুন বানিয়েছেন ভাইয়া।বরাবরই আপনি গ্লিটার ফোমসিট দিয়ে চমৎকার সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে থাকেন যা খুবই ভালো হয় দেখতে।ধাপে ধাপে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর একটি ডেকোরেশন স্টার তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ডেকোরেশন বল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

জি আপু আমি দ্রুতগতিতে গিভ ওয়ে চ্যানেলে ঢুকতে ঢুকতেই ১০ সেকেন্ড শেষ হয়ে গেল। যার ফলে আর ধরতে পারলাম না। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

আজকে আপনি আবারও আমাদের মাঝে অনেক সুন্দর একটি ডেকোরেশন স্টার তৈরি করে দেখিয়েছেন। আসলে আমার কাছে বেশ ভালো লাগে গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে দেখলে। ঠিক তেমনি অসাধারণ ছিল আপনার আজকের এই স্টার।

আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ভিন্ন ধরনের এই সমস্ত পোস্টগুলো আমার কাছে খুব ভালো লাগে ভাইয়া। আমি খেয়াল করে থাকি এখন আপনি অনেক সুন্দর ভাবে এই শিট দিয়ে অনেক কিছু তৈরি করে দেখান। অনেক সুন্দর হয়েছে আপনার এই স্টার তৈরি করার। অনেক ভালো লাগলো এত সুন্দর স্টার দেখে।

জি আপু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি ভিন্ন ভিন্ন কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আরো ভালো ভালো কিছু ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে প্রতিনিয়ত আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

বাহ হাং আউট শুনতে শুনতে তো খুব চমৎকার একটি ডেকোরেশন স্টার তৈরি করে ফেলেছেন। গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। বিশেষ করে ফুল গুলো দেখতে ভালো লাগে। আজকের ডেকোরেশন স্টারটিও কিন্তু খুব চমৎকার হয়েছে।

জি আপু সারাদিন আমি পোষ্ট লেখার সময় পাইনি তাই হ্যাংআউট শুনতে শুনতে ডাই পোস্টটি তৈরি করেছিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যাইহোকের আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত শাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার অনেক দক্ষতা আছে বলতে হবে ভাইয়া। হ্যাং আউট শুনতে শুনতে গ্লিটার পেপার দিয়ে অসাধারণ একটি ডেকোরেশন স্টার তৈরি করে ফেললেন। এর আগেও আমি দেখেছি, এই গ্লিটার পেপার দিয়ে দক্ষতার সাথে অনেক ডিজাইনের চমৎকার ড্রাই বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে আপনার এই ডাই পোস্টগুলো দারুন লাগে।

গ্লিটার পেপার ব্যবহার করে অনেক সুন্দর একটা ডেকোরেশন স্টার তৈরি করেছেন। আপনার তৈরি করা এই ডেকোরেশনের স্টার দেখতে অনেক সুন্দর লাগছিল। এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে ভালোই লাগে। আপনি অনেক সময় নিয়ে এটা তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর কালারের গ্লিটার পেপার নিয়েছেন আপনি, যার কারণে এটা আরো আকর্ষণীয় লাগছিল।

আমার সম্পূর্ণ পোস্টটি দেখে অত্যন্ত সাবলীল ভাষায় এটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

গ্লিটার ফোম সিট দিয়ে আপনি সব সময় দারুন দারুন জিনিস তৈরি করেন। আজকের ফুল টাও খুব সুন্দর লাগছে দেখতে। এই ধরনের ফুলগুলো ডেকোরেশন করে রাখলে দারুন লাগে। গ্লিটার পেপার এর কালার কম্বিনেশনটা দারুন ছিল। খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে।

আমার সম্পূর্ণ পোস্টটি দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

গ্লিটার পেপার ব্যবহার করে সুন্দর সুন্দর ডাই তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ডাই গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ডেকোরেশন স্টার টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। গ্লিটার পেপারের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না। আপনি এটা যদি ঘরে লাগান তাহলে আরো ভালো হবে। এর ফলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।

আমার সম্পূর্ণ পোস্টটি দেখে অত্যন্ত সাবলীল ভাষায় একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

এর আগে আপনার পোস্টে দেখেছিলাম গ্লিটার ফোম দিয়ে ডেকোরেশন বল তৈরি করেছিলেন। আজ আপনি দেখছি গ্লিটার ফোম দিয়ে দারুন একটি স্টার তৈরি করেছেন। দেখতে চমৎকার লাগছে ভাইয়া। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

প্রায়ই দেখি গ্লিটার ফোম দিয়ে আপনি দারুণ সব জিনিস তৈরি করেন। গ্লিটার ফোম দিয়ে ডেকোরেশন স্টার টা দারুণ তৈরি করেছেন ভাই। বেশ চমৎকার লাগছে দেখতে। পাশাপাশি দারুণ উপস্থাপন করেছেন আপনি পোস্ট টা। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

জি ভাই আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি পোস্টটি সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে অত্যন্ত সাবলীল ভাষায় একটি মূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

ভাইয়া আপনি সব সময় দেখি গ্লিটার ফোম সিট দিয়ে চমৎকার বিভিন্ন ধরনের জিনিস বানান। আজকে আপনি গ্লিটার ফোম সিট দিয়ে চমৎকার ডেকোরেশন স্টার তৈরি করেছেন। তবে আপনার বানানো স্টার এর মধ্যে পুঁথি দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আর এই স্টার যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। ধৈর্য ধরে এত সুন্দর করে গ্লিটার ফোম সিট দিয়ে স্টার বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

জি আপু আপনি একদম ঠিক ধরেছেন সাদা পুথি দেওয়ার জন্য স্টারটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। আর এ ধরনের বেশ কিছু স্টার যদি রুমে সাজিয়ে রাখা যায় তাহলে রুমের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।