আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি লাইভ স্টাইল দিয়ে। আসলে গত মাসে আমি আমার ছেলে মেয়ে এবং নিজের জন্য বেশ কিছু কাপড় কিনেছিলাম। শুধুমাত্র আমার ওয়াইফের জন্যই কিছু কেনা হয়নি। যদিও আলমারিতে বেশ কিছু কাপড় ছিল আমার ওয়াইফের। তারপরেও পরিবারের সবাই যখন নিয়েছি তখন আমার ওয়াইফের জন্য তো কিছু কিনতে হয় । তাই আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম তার কি ধরনের জিনিস এখন লাগবে। তখন আমার ওয়াই বললো তার জন্য একটি বোরকা নিলেই চলবে। তবে বোরকা সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। তাই ইউটিউব সার্চ দিয়ে বিভিন্ন ধরনের বোরকার ফটোগ্রাফি আমার ওয়াইফের কাছে পাঠিয়ে দিলাম। তার মধ্য থেকেই সে একটা বোরকা পছন্দ করে সেই বোরকার ফটোগ্রাফি আমার কাছে পাঠিয়ে দিল। আর সেই বোরকার ফটোগ্রাফিটা নিয়েছিলাম মাল্টি হিজাব ফ্যাশন থেকে। যার শোরুমটি ঢাকা নিউমার্কেটের চাঁদনী চকে।
যথারীতি আমি মাল্টি হিজাব এর শোরুম থেকে তাদের লাইভ লোকেশনটা নিয়ে নিলাম whatsapp এর মাধ্যমে। তো আমি একটি কাজের জন্য মগবাজারে এগিয়ে ছিলাম। সেই মগবাজার থেকেই একটি রিকশাযোগে চলে গেলাম ঢাকা নিউ মার্কেট এর চাঁদনী চকে গুগল ম্যাপের মাধ্যমে। সেখানে এগিয়ে ৭ নাম্বার বিল্ডিং এর ৩৫১ নাম্বার দোকানের দিকে রওনা করলাম। যদিও সিকিউরিটি গার্ডের সাহায্য নিতে হয়েছিল।
অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত মাল্টি হিজাব ফ্যাশন এর শোরুমটি। তবে দোকানটি খুব বেশি বড় ছিল না এখানে শুধু ডিসপ্লেতে কিছু বোরকা ছিল বাকিগুলো ছিল তাদের গোডাউনে। আমি এক নজরে সমস্ত বোরকা দেখার পরে যখন কাঙ্খিত বোরকাটি পেলাম না তখন আমার ফোনের গ্যালারি থেকে সেই ফটোগ্রাফিটা দেখানোর পরে সাথে সাথে কাঙ্খিত বোরকা বের করে দিল। বোরকার কালারটি ছিল সিগ্রিন। যে কালারটা আমার ওয়াইফের খুবই পছন্দনীয় একটি কালার।
বোরকাটি প্যাক করতে বলে তারপর সেই বোরকার সাথে কালার ম্যাচিং করে একটি হিজাব চাইলাম। তখন দোকানের সেলসম্যান একে একে বেশ কয়টি হিজাব পড়ে আমাকে দেখালো। কিন্তু খুব একটা ভালো লাগছিল না। তবে সবগুলোর মধ্য থেকে উপরের ফটোগ্রাফির হিজাবটি আমার ভালো লেগেছিল। আর তখন সেই হিজাবটি নিয়েছিলাম। সেই সাথে একটি শর্ট আবায়া এবং একটি খিমার পছন্দ হয়েছিল।যদিও এগুলো একান্তই আমার নিজের পছন্দ ছিল তাই এগুলোও নিয়ে নিলাম আমার ওয়াইফের জন্য। সবকিছু নেওয়ার পরে বিল আসলো ৬৩৭৫ টাকা। তবে শোরুমের মালিকের সাথে কথা বলে ৬০০০ টাকাতেই ফিক্সড করে দিয়ে দিলাম। এবং একটি রিকশাযোগে চলে আসলাম সেই মগবাজার।
তারপর সমস্ত কাজ শেষ করে বাসায় এসে ব্যাগ গুছিয়ে চললাম নিজ বাসা সিরাজগঞ্জের উদ্দেশ্যে। দীর্ঘ ৩ ঘন্টা ৩০ মিনিট সময় অতিক্রম করার পর পৌঁছে গেলাম নিজ বাসা সিরাজগঞ্জ। বাসায় গিয়ে ব্যাগ থেকে কাপড় গুলো বের করে আমার ওয়াইফ এর হাতে দিয়ে দিলাম। যদিও আমার ওয়াইফের চাহিদা ছিল একটি বোরকা কিন্তু পেয়ে গেল হিজাব সহ চারটি। আর এরকম চাওয়ার অতিরিক্ত কোন কিছু পেলে সবারই একটু ভালো লাগে। আর সেই ভালোলাগা থেকেই আমার ওয়াইফ একটু মুচকি হাসি হেসে দিল। যা দেখে আমার অন্যরকম একটি অনুভূতি ফিল হচ্ছিল। যাই হোক নিজের ওয়াইফের জন্য কেনাকাটা থেকে শুরু করে শেষ অব্দি হাসি পর্যন্ত সুন্দর একটি অনুভূতি ছিল। তো বন্ধুরা আজকে তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে আবার যে কোন একটি নতুন পোস্ট নিয়ে দেখা হবে আপনাদের সবার সাথে।সে পর্য্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahfuzur888/status/1889008064893968826?t=1_A1fhoNyPmDnIZ7vtaBhw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ এরকম উপহার পেতে সবারই ভালো লাগে। তবে আপনি যত্ন সহকারে আপনার বউয়ের জন্য এরকম চার চারটি কিনে ফেলেছেন। আপু নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। পুরো ব্লক পরে আমার মন ভরে গেল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবারের জন্য অনেক কিছু কেনাকাটা করেছিন।আসলে পরিবারের জন্য কেনাকাটার মুহূর্তগুলো দারুণ হয়ে থাকে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি আপনার ফ্যামিলির জন্য বেশ ভালোই কেনাকাটা করেছেন। আপনার কেনাকাটা করার মুহূর্তটা আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে। বুঝতেই পারছি একটার জায়গায় ভাবি হিজাব সহ চারটা বোরকা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। বোরকা গুলো কিন্তু অনেক সুন্দর। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আপনার কেনাকাটা করার পুরো মুহূর্তটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোরকা, খিমার, শর্ট আবায়া সেই সাথে একটা হিজাব কিনেছেন। আপনার ওয়াইফের জন্য ভালোই কেনাকাটা করেছেন দেখছি। উনি একটা বোরকা চেয়েছিল আর আপনি এত কিছু গিফট করেছেন। নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে। কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একসাথে চারটা বোরকা কিনে ফেললেন ভাবীর জন্য, এটা তো বেশ দারুন একটা বিষয় ছিল। বোরকা গুলো কিন্তু অনেক সুন্দর দেখেই ভালো লাগলো। ভাবির ও খুব পছন্দ হয়েছে, আর একসাথে এতগুলো পেয়ে অনেক খুশি হয়েছে নিশ্চয়ই। কেনাকাটার পুরো মুহূর্ত ভাগ করে নিলেন দেখে অসম্ভব ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ পুরো মুহূর্তটা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবার জন্য কেনাকাটা করেছেন কিন্তু ভাবীর জন্য করেননি পরবর্তীতে ভাবির জন্য বোরকা নিয়েছেন সেটা শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। বোরকার সাথে আবার হিজাবও গিফট করেছেন। এটা দেখে ভাবি যে খুশি হয়েছে এটাই তো বড় আনন্দের বিষয়। সবগুলো জিনিস আমারও খুব পছন্দ হয়েছে ভাইয়া। আপনার পছন্দের কথা বললে বলতে হয় দারুন পছন্দ আপনার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit