সেন্টমার্টিন ভ্রমণ

in hive-129948 •  3 years ago 

সেন্টমার্টিন ঃসেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যেগঠিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। সেন্টমার্টিন কে স্থা নীয় ভাষায় নারিকেল জিঞ্জিরা বলা হয়।

IMG_20220210_162242 (1).jpg

IMG_20220210_162045.jpg

যেভাবে যেতে হয়ঃকক্সবাজার জেলার টেকনাফ থেকে বেশিরভাগ শীপ যায় সেন্টমার্টিনে।এটাই সুবিধাজনক। চট্টগ্রাম, ঢাকা এছাড়া বিভিন্ন স্থান থেকে যারা সেন্টমার্টিন যায় তারা এভাবে যায়।এছাড়া বর্তমানে চট্টগ্রাম থেকে ও সরাসরি সেন্টমার্টিন যাওয়ার শীপ চালু হয়েছে (এমভি বে ওয়ান শীপ)।
সেন্টমার্টিন রিসোর্ট বা হোটেল : সেন্টমার্টিনে প্রর্যটক থাকার জন্য নানা রকম রিসোর্ট, হোটেল ও কটেজ রয়েছে। বিভিন্ন মানের হয়ে থাকে এগুলো। আগে থেকে ঠিক করে যাওয়া যায় অথবা সেন্টমার্টিন গিয়ে ও ঠিক করতে পারবেন। বিভিন্ন রিসোর্ট,হোটেল যেমন : প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট,নীল দিগন্ত, প্রিন্স হেভেন রিসোর্ট, সি প্রবাল ও শ্রাবণ বিলাস ইত্যাদি।

download.jpg

WhatsApp Image 2022-01-13 at 11.32.42 AM.jpeg

খাওয়া -দাওয়াঃ বিভিন্ন ধরনের টাটকা মাছ(পোয়া,ইলিশ, কোরাল,রূপচান্দা),দেশী মুরগী,ব্রয়লার,বিভিন্ন ধরনের শুটকি ভর্তা, সবজির ভর্তা ইত্যাদি পাওয়া যায়। তাছাড়া ডাব ও তরমুজ যা অন্যতম সেন্টমার্টিনে।

WhatsApp Image 2022-01-13 at 11.32.40 AM.jpeg

WhatsApp Image 2022-01-13 at 11.32.38 AM.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভ্রমণ সম্পর্কে বেশ ভালো একটি পোষ্ট লিখেছেন আপনি। তথ্যবহুল সেইসঙ্গে আকর্ষণীয় কিন্তু পোস্টটি খুবই ছোট হয়ে গিয়েছে। পোস্টগুলো আরও কিছুটা বড় করলে ভালো হয়। শুভেচ্ছা রইল আপনার জন্য

Akta vote diyan pls

আপনার ভ্রমণ পোস্ট টা বেশ দারুন ছিল ভাই ।কিন্তু আপনাকে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে অর্থাৎ আপনি যদি আমাদের এ কমিটিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার পরিচয় মূলক পোস্ট করে তারপরে কাজ করতে হবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Porichoy molok post ta ki vaba dabo akto help korban pls

আপনার সেন্টমার্টিন ভ্রমণটি অনেক সুন্দর ছিল খুবই সুন্দর সময় উপভোগ করেছেন। আপনাকে আমার বাংলা ব্লগে সর্বপ্রথম পরিচিতি মূলক পোস্ট করতে হবে এবং সকল নিয়ম কানুন গুলো কমিউনিটি থেকে দেখে আসতে পারেন। তবে আমার বাংলা ব্লগে ইউজার নেয়া বন্ধ আছে। ধন্যবাদ

আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://www.facebook.com/Karnafulyexpresssaintmartin/photos/pcb.397231448822947/397231292156296/?type=3&theater