দাদা ও বৌদির ম্যারেজ সিরিমনিতে আমার ছোট্ট উপহার।

in hive-129948 •  last year 

আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আমি নিউ মেম্বার ও লেভেল ওয়ান এর চলমান একজন ছাত্রী। যদিও পোস্ট ভালোভাবে করার মত সেই সামর্থ্য আমার নেই। তারপরও আজকে অ্যানাউন্স-এ দেখলাম @rme দাদা ও @tanuja বৌদির ম্যারেজ সিরিমনি। এটা দেখার পর আমার খুব আগ্রহ জাগলো একটা কিছু করার জন্য। আর তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি একটি হুপ আর্ট তৈরি করেছি। আজ আমি আপনাদের মাঝে এটি শেয়ার করবো।


IMG_20231204_063914.jpg

IMG_20231204_003611.jpg

IMG_20231204_003702.jpg

প্রথমে সাদা কাপড়টিকে ফ্রেম এর সাহায্যে সুন্দরভাবে আটকিয়ে নিয়েছি।

IMG_20231204_012640.jpg

এরপর আমি যেই ডিজাইনটির হুপ আর্ট করব তার প্যাটার্ন তৈরি করে নিয়েছি।

IMG_20231204_020012.jpg

এবার আমি কালো সুতা দিয়ে প্রথমে হ্যাপি ম্যারেজ ডে এটি সেলাই করে নিয়েছি।

IMG_20231204_024453.jpg

এবার কালো সুতা দিয়ে আমি যে ক্যালেন্ডারটি বানিয়েছি সেটি সেলাই করে নিয়েছি।

IMG_20231204_052213.jpg

এখানে আমার ফুল, পাতা সহ অন্যান্য যে ডিজাইনের প্যাটার্ন গুলো ছিল সেগুলো ভিন্ন ভিন্ন সুতা দিয়ে সেলাই করে নিয়েছি।

IMG_20231204_062037.jpg

এবার আমি পুতুলগুলো সেলাই করেছি এবং লেছ কাপড়ের সাহায্যে পুতুলের জামা বানিয়ে নিচ্ছি।

IMG_20231204_063737.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার তৈরি হুপ আর্ট।

IMG_20231204_063914.jpg

আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি,দাদা ও বৌদির এই ম্যারেজ সিরিমনিতে ছোট্ট একটা উপহার দেওয়ার জন্য। যদিও আমি আমার এই ছোট্ট উপহার তাদের হাতে পৌঁছে দিতে পারবো না।তবুও ভার্চুয়ালভাবে তাদের সামনে উপস্থাপন করালাম। আশা করি দাদা ও বৌদি আমার এই ছোট্ট উপহারটি গ্রহণ করবেন।

ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি অনেক সুন্দর করে দাদা ও বৌদির ম্যারেজ সিরিমনির দিনে উপহার তৈরি করেছেন। আপনার আইডিয়া দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আজকে খুব সকালে যখন ডিসকর্ডে গেলাম তখন দেখলাম আজকে নাকি দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী। সত্যি জেনে ভীষণ ভালো লাগলো। তার পরে আমি সাথে সাথে দাদা এবং বৌদিকে উইশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনার পোস্ট দেখলে দাদা এবং বৌদি ভীষণ খুশি হবে।

Posted using SteemPro Mobile

দাদা ও বৌদির ম্যারেজ সিরিমনি উপলক্ষে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে উইশ করার জন্য একটি ছোট্ট উপহার তৈরী করতে। আশাকরি আমার তৈরী এই উপহারটি দাদা ও বৌদির পছন্দ হবে। আমার আইডিয়াটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

মামি আপনি আজকে আমাদের মাঝে দাদা এবং বৌদির ম্যারেজ সিরিমনি উপলক্ষে দারুন একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার আইডিয়া দেখে আমি মুগ্ধ হয়েছি । আসলে এই পোস্টি তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ দাদা এবং বৌদির জন্য এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য।

সত্যিই মামা এই ধরনের পোস্ট গুলো করতে অনেক সময় এর প্রয়োজন। তবে আমি এটি অনেক অল্প সময়ে সম্পন্ন করেছি। সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো তৈরী করলে দেখতে অনেক সুন্দর লাগে। আমার আইডিয়াটি তোমাকে মুগ্ধ করেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ মামা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

এই কমিউনিটির এখনো তুমি নিউ মেম্বার। তারপরও তুমি দাদা ও বৌদির জন্য যে হুপ আর্ট তৈরি করেছো তোমার তৈরি এই আর্ট এর জন্য সাধুবাদ জানাই। অনেক সুন্দর দক্ষতা দেখিয়েছো তুমি। আমি জানি তুমি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। আমি আশা করবো আমাদের এই কমিউনিটির সাথে থেকে অনেক চমৎকার চমৎকার কিছু জিনিস আমাদের মাঝে উপস্থাপন করবে। দাদা এবং বৌদিকে জানায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

Posted using SteemPro Mobile

অতি সল্প সময়ে আমি এই হুপ আর্টটি তৈরী করেছি। চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরী করতে। আগামী দিন গুলোতেও চেষ্টা করবো সুন্দর সুন্দর পোস্ট করে তোমাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

বাহ চমৎকার লাগছে, সত্যিই আপনার কাজের দক্ষতার প্রশংসা করতে হয়। দারুন উপহার দিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আমি চেষ্টা করেছি উপহারটি সুন্দরভাবে তৈরী করে উপস্থাপন করতে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

অনেক সুন্দর একটা অরিগামি করেছেন আপু। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।