" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @mahmuda002
বাংলাদেশ থেকে।
২৭ জিলহজ্ব ১৪৪৫। ২১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ।
০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ।
🥀 ষড়ঋতুর বর্ষাকাল মাস। |
---|
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি।এই ধরনের ডাই পোস্টগুলো করতে অনেকটা সময় লাগে।অনেক সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে ডাইপোস্ট গুলো তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। ডাইপোস্টগুলো তৈরি করতে নিখুঁত মাপেরও প্রয়োজন রয়েছে। কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের এই কাজগুলো করাটা অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়ে। আমার ক্ষেত্রেও ঠিক তাই। তবুও চেষ্টা করি এই কাজগুলো ভালোভাবে করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। আজ সকালে যখন আমার ছেলেকে নিয়ে তার দাদু বাইরে যাই তখন ওই সুযোগে আমি এই পোস্টটি তৈরি করি। তবে এটি তৈরি করার জন্য আমি খুব বেশি একটা সময় পাই নাই। হয়তো যতটা ভালোভাবে বানাতে চেয়েছিলাম ততটা ভালোভাবে তৈরি করতে পারি নাই।তবুও চেষ্টা করেছি ভালো ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে। আশা করি সবার এটি ভালো লাগবে। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
---|
🥀ডাই পোস্ট।
অনেক দিন যাবত একটানা বৃষ্টি লেগেই আছে। এই অসহনীয় গরমের পরে বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে একটানা বৃষ্টি হলে একটু অস্বস্তিকরি হয়ে ওঠে। ভাবে ঘর বন্দী থাকা লাগে বাইরে কোন কাজেও যাওয়া যায় না। বিশেষ করে বাচ্চাদের নিয়ে বেশি কষ্ট হয়। কারণ তারা তো ছোট তারা বাইরে যেতেই যাবে। এভাবে বর্ষা লেগে থাকলে তাদেরকে বাইরে নিয়ে যাওয়াও যায় না ফলস্বরূপ তারা বিরক্ত হয়ে ওঠে এবং জ্বালাতন শুরু করে। তবে যাই হোক গরমের পর যে বৃষ্টি এসেছে এতেই অনেক খুশি। তবে একটু খারাপ লাগছে এই বর্ষাতে সিলেটবাসীরা অনেক কষ্ট করে দিন যাপন করছে। তাদের বাসস্থান সবকিছু পানিতে ভেসে যাচ্ছে।
🌹উপকরণ সমূহ। |
---|
ক্রমিক নম্বর | উপাদান |
---|---|
১ | রঙিন কাগজ। |
২ | কেঁচি। |
১ নং ধাপ। |
---|
প্রথমে কিছু রঙিন কাগজ পরিমাপ মতো কেটে নিয়েছি।
২ নং ধাপ। |
---|
এরপর এখান থেকে একটি কাগজ নিয়ে সেটিকে কোণাকুণি ভাঁজ করে নিয়েছি।
৩ নং ধাপ। |
---|
এবার লম্বালম্বি ভাঁজ করে নিয়েছি।
৪ নং ধাপ। |
---|
এবার কাগজটির চারকোনা ভাঁজ করে নিয়েছি।
৫ নং ধাপ। |
---|
এবার চারকোনা ভাঁজ করে নিয়ে ছবির মতো করে নিয়েছি।
৬ নং ধাপ। |
---|
এবার কাগজগুলোকে সঠিক ভাঁজ দিয়ে লাভ এর মতো বানিয়ে নিয়েছি।
৭ নং ধাপ। |
---|
এবার সবগুলো একসাথে লাগিয়ে নিয়েছি।
৮ নং ধাপ। |
---|
সর্বশেষ কাগজটি লাগানো হয়ে গেলে এটি দেখতে ছবির মতো হয়েছিল।
৯ নং ধাপ। |
---|
ব্যাস এইভাবেই তৈরী করে নিলাম রঙিন কাগজের ক্যালিডোস্কেপ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
ডিভাইস | redmi12 |
---|---|
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | রঙিন কাগজের ম্যাজিক সার্কেল। |
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
রঙিন কাগজ দিয়ে ম্যাজিক সার্কেল টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুব সুন্দর কালারফুল হয়েছে। অনেকগুলো রঙিন কাগজের সংমিশ্রণে এই ম্যাজিক সার্কেল টি দারুনভাবে ফুটিয়ে তুলেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রঙিন কাগজের ম্যাজিক সার্কেলের
অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো। ম্যাজিক সার্কেলের অরিগ্যামি দেখতে বেশ সুন্দর লাগছে। ম্যাজিক সার্কেলের অরিগ্যামি তৈরি করার প্রক্রিয়া খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার উপস্থাপন দেখে ম্যাজিক সার্কেলের অরিগ্যামি তৈরি করতে পারবো। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনি তো দেখছি খুব সুন্দর একটি রঙিন কাগজের ম্যাজিক সার্কেল ডাই বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন। রঙিন কাগজ দিয়ে যেকোন ডাই বানানো দেখলে আমার অনেক লোভ হয় আপু। আজ আপনার রঙিন কাগজের ম্যাজিক সার্কেলটি খুবই সুন্দর হয়েছে কালার কম্বিনেশনও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আশা করি আগামীতে আরো এরকম ভালো ভালো ডাই আমরা আপনার কাছ থেকে দেখতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজের ম্যাজিক সার্কেল তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আসলে আপনার পোস্ট ধাপে ধাপে দেখতে পেয়ে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনার তো আইডিয়া অসাধারণ। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ম্যাজিক সার্কেল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো হচ্ছে ভাঁজের খেলা। তবে আপনার শাশুড়িকে ধন্যবাদ দিতে হবে আপনার বাচ্চাকে নিয়ে বাহিরে যাওয়ার কারণে আপনি এত সুন্দর একটি ম্যাজিক সার্কেল বানাতে পেরেছেন। আর আমরা এত সুন্দর একটি ম্যাজিক সার্কেল দেখতে পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বাচ্চাকে সামলানোর পর এসব কাজ করা সত্যি অনেক কঠিন। আপু আপনি চেষ্টা করছেন এটাই অনেক। আর আপনার হাতের কাজ সবসময় আমার অনেক ভালো লাগে। কাগজের ম্যাজিক সার্কেল অনেক সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা ম্যাজিক সার্কেল তৈরি করেছেন তো। এরকম একটা ম্যাজিক সার্কেল আমিও কয়েকদিন আগে তৈরি করেছিলাম। এটা কিন্তু অনেক বেশি সুন্দর। অনেক সুন্দর করে আপনি এটা তুলে ধরেছেন। আপনি অনেক সময় ব্যবহার করে এই ম্যাজিক সার্কেলটা তৈরি করেছেন এটা তো দেখেই বুঝা যাচ্ছে। যে কেউ চাইলে কিন্তু এই ম্যাজিক সার্কেল সহজে তৈরি করতে পারবে আপনার উপস্থাপনা দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এখানে ও বেশ কয়েকদিন বৃষ্টি হলো। তবে আজকে রোদ ছিলো। ম্যাজিক সার্কেল তৈরি করা দেখে আমিও শিখে নিলাম। ধাপে ধাপে সুন্দর করে বর্ননা করেছেন। যে কেউ চাইলে খুব সহজেই তৈরি করতে পারবে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit