" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
---|
🖼️ ম্যান্ডেলা আর্ট।
অনেকদিন পর ম্যান্ডেলা আর্ট করতে বসেছি। অনেকদিন বললেও বলা ভুল হয়। অনেক বছর পর আমি এই আর্ট করছি আজ। আর্ট করতে আমার বরাবরই ভালো লাগে। হোক সে ম্যান্ডেলা আর বা কোন ধরনের পেইন্টিং। তবে ইউনিক কিছু করার মাঝে বেশ আনন্দ রয়েছে। নিজের আর্ট বা পেন্টিং এর মা মাঝে যদি নতুনত্ব ফুটিয়ে তোলা যায় তবে নিজের কাছেও বেশ ভালো লাগে। বিয়ের পর এবং বাচ্চা হওয়ার পর খুব একটা শরীর ভালো যায় না। আর শরীর ভালো না থাকলে কোন কাজে মন বসে না। তাই আজ ভাবলাম বাচ্চা যখন ঘুমিয়েছে তখন এই ফাঁকে পুরোনোটা হাতটা একটু ঝালাই করে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। বসে পড়লাম খাতা কলম নিয়ে নিয়ে। যাইহোক আশা করি আমার আজকের আইটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ।
🌺উপকরণ সমূহ। |
---|
ক্রমিক নম্বর | উপাদান |
---|---|
১ | ক্যানভাস। |
২ | জেল পেন। |
৩ | পেনসিল। |
৪ | স্কেল। |
🖼️ ১ নং ধাপ। |
---|
প্রথমে একটি বর্গ এঁকে নিয়েছি এবং কোনাকুনি দাগ কেটে নিয়েছি।
🖼️ ২ নং ধাপ। |
---|
এবার এই দাগ গুলোর উপর সঠিক মাপ নিয়ে আরো কিছু দাগ টেনে নিয়েছি।
🖼️ ৩ নং ধাপ। |
---|
দাগগুলো টানার পর আমার বর্গটি দেখতে ঠিক এরকম হয়েছিল।
🖼️ ৪ নং ধাপ। |
---|
এবার দাগগুলো আমি জেল পেন দিয়ে হাইলাইট করে নিয়েছি।
🖼️ ৫ নং ধাপ। |
---|
দাগগুলো হাইলাইট করে নেওয়ার কাজ শেষ হয়ে গেলে আমি ডিজাইনের কাজ শুরু করেছি। প্রথম ধাপে ওপরের অংশটুকে ডিজাইন করে নিয়েছি।
🖼️ ৬ নং ধাপ। |
---|
এবার দ্বিতীয় ধাপের ডিজাইনটি শুরু করেছি।
🖼️ ৭ নং ধাপ। |
---|
এখানে দ্বিতীয় ধাপের ডিজাইনটি সম্পূর্ণ করেছি।
🖼️ ৮ নং ধাপ। |
---|
এবার তৃতীয় ধাপের ডিজাইন শুরু করেছি।
🖼️ ৯ নং ধাপ। |
---|
এখানে তৃতীয় ধাপের ডিজাইনটি সম্পূর্ণ করার মাধ্যমে আমি আমার ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করেছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
ডিভাইস | redmi12 |
---|---|
লোকেশন | মেহেরপুর। |
ফটোগ্রাফি | ম্যান্ডেলা আর্ট। |
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
আপনি আজ আমাদের মাঝে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতার সহিত আমাদের মাঝে নিখুঁতভাবে শেয়ার করেছেন। আপনার একটিভিটিস এবং অভিজ্ঞতা দেখে আমার অনেক ভালো লাগলো শুভকামনা রইল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর হয়েছে আপনার আজকের আঁকা ম্যান্ডালা আর্টটি। ছোট ছোট ডিজাইন এঁকে ম্যান্ডালা আর্টটি করেছেন। তাই বেশি সুন্দর লাগছে। আর ম্যান্ডালা আর্ট সুন্দর লাগে এই ছোট ছোট ডিজাইনের জন্য।আর সেই কাজটি আপনি বেশ ভালোভাবেই করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুবই ভালো লাগলো। ম্যান্ডেলা আর্ট এ অনেক ধরনের ছোট ছোট ডিজাইন থাকে তাই এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেন্সিল ব্যবহার করে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। নিখুত হাতে এই কাজটি সম্পন্ন করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে পারেন। আপনার আজকের অঙ্কন করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রত্যেকটা ডিজাইন আপনি অনেক নিখুঁতভাবে অঙ্কন করেছেন। তার কারণে এই ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক বেশি চোখ ধাঁকানো লাগতেছে। আপনার এই আটটি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো এখন থেকে তাহলে আমরা প্রতিনিয়তই দেখতে পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit