আসসালামু আলাইকুম
আপনি কখন বুঝবেন যে আপনি বড় হয়ে গিয়েছেন। যখন আপনার কাছে মানুষগুলোকে দেখবেন আপনার সাথে ব্যবহার করছে না আগের মতো। কথা বলছে না ঠিক করে, আপনাকে মূল্যায়ন করছে আপনার আপনার রেজাল্ট আপনার অবস্থানের উপর ভিত্তি করে।তখনই বুঝে নিবেন আপনি বড় হয়ে গিয়েছেন। একজন ছেলে যখন সে 18 বছর বয়সটা অতিক্রম করতে শুরু করে,তখনই তার জীবনের সবচেয়ে কঠিন সময় চলে আসে। একজন ছেলে যখন সে ১৮ অতিক্রম করতে শুরু করে তখনই তার মধ্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়।তার প্রতি সমাজের ব্যাবহার পরিবর্তন হয়।তখন তাকে তার রেজাল্ট তার অবস্থান তার পেশা এগুলো দ্বারা মূল্যায়ন করা হয়।তাকে আগের মতন আর কেউ আদর স্নেহ ভালবাসায় কথা বলে না।তখন কেউ প্রশ্ন করলে জিজ্ঞেস করে যে, বর্তমান অবস্থান কি? জিজ্ঞেস করে না তুমি কেমন আছো? অথচ একটা ছেলে ১৮ বছর বয়সেই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কাছের মানুষের প্রয়োজন হয়। একজন ছেলে যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন সে উপলব্ধি করতে শুরু করে যে তার কিছু একটা করতে হবে। তার উপর দায়বদ্ধতার চাপ পড়তে শুরু করে। তখন দে উপলব্ধি করতে শুরু করে যে তাকে একটা কিছু করতে হবে।পরিবারের দায়িত্ব নিতে হবে। ছেলেদের জন্য ১৮ উর্ধ্ব বা ১৮ থেকে ২৫ বছর বয়সটা অতিক্রম করা খুবই কষ্টের এ সময় ছেলেদের কান্নাকে সবাই ন্যাকা কান্না হিসেবে ধরে নেয়। তখন ছেলেদের আবেগ অনুভূতির কোন মূল্যায়ন থাকেনা। ছেলেদের জীবনের সবচেয়ে জটিল সময়ই বলা যায় এই পর্যায়টাকে।
আমি আমার কথাই বলি, এখন আমি ১৮+ সময় পার করছি।এই সময়ে আমার ব্যাপক খরচ বেড়েছে কিন্তু এই সময়টাতে পরিবারের কাছ থেকে টাকা চেয়ে নিতে ব্যাপক কষ্ট লাগে। ফ্যামিলিকে বলতে পারি না যে আমার এটা লাগবে, ওইটা লাগবে।যখন থেকে বুঝতে শিখছি তখন থেকেই ফ্যামিলির ফ্যামেলির কাছে তেমন কিছু চাইতে ইচ্ছে হয় না।কারণ দেখতেছি আমাদের জন্য কষ্ট করছে তারাও।আমাদের শখগুলো পূরণ করতে তারা নিজেদের শখগুলো বিসর্জন দিচ্ছে এই উপলব্ধিটা যখন এসেছে তখন থেকেই ওদের কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার প্রবণতাটা, সেটা একবারে নিশ্বাস হয়ে গিয়েছে। এখন চেষ্টা করি নিজের প্রয়োজনটা নিজে মেটানোর। যার জন্য এই কাজ করছি এই প্লাটফর্মে।
এজন্যই হয়তো গুরুজনরা ১৮ বছর বয়সটাকে এতটা প্রাধান্য দিয়ে এত সুন্দর করে লিখে গেছেন। এই উপলব্ধি থেকেই হয়তো কবি সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কবিতায় লিখে গিয়েছেন-
"আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।"
১৮ বছর বয়সটা সত্যিই অনেক কঠিন একটা সময়। এই সময়টা যে অতিক্রম করতে সক্ষম হয় তারাই জীবনে সফল হয়। এই সময়টাতেই সবচেয়ে বেশি ঝরে যাওয়ার প্রবণতা দেখা যায়। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় যে জানা যায় যে ১৮ বছর বয়সী অনেক যুবক জীবন থেকে লাইনচ্যুত হয়ে তাদের লক্ষ্য থেকে হারিয়ে যায়। তাইএই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি সচেতন থাকা উচিত আমাদের পরিবার আমাদের আত্মীয়-স্বজন, আমাদের আপনজনদের উচিত এই সময়টাতে আমাদেরকে সাপোর্ট দেওয়া।
সকলেই সচেতন থাকবেন। নিরাপদে থাকবেন।ধন্যবাদ সকলকে।
https://twitter.com/MahmudulK59125/status/1790977398105862515?t=fQ2kLW2eX7tqtKIETJA5Ww&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই একদম ঠিক কথা বলেছেন সমাজের মানুষ আপনাকে আর ছোটদের মতো আদর করবে না এখন দেখবে শুধু আপনি কি করছেন। লেখাপড়া করে কোন চাকুরী না করতে পারলে বড়রা তখন সমাচালণা করবে ছেলেটা ভালো ছিল না। আর যত বড় হবেন ততই আপনার দায়িত্ব বাড়বে, অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit