স্বপ্ন

in hive-129948 •  2 months ago 


আসসালামু আলাইকুম



আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। প্রথমেই সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এতোদিন অনুপস্থিত থাকার কারণে। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে এবং ব্যক্তিগত কিছু সমস্যায় জর্জরিত থাকার কারণে দীর্ঘদিন অনুপস্থিত ছিলাম।তার জন্য আবারো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো "স্বপ্ন " নিয়ে কিছু কথা। এবং স্বপ্ন পূরণে আমাদের কি কি করণীয় তা সম্পর্কে। এই বিষয়টি নিয়ে নিজের মতামত তুলে ধরবো।অনেকের সাথে ভিন্নমত হতে পারে সেক্ষেত্রে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

1000023044.jpg
সোর্স


পৃথিবীতে যতো মানুষ আছেন সবাই কম বেশি স্বপ্ন দেখেন। কারো স্বপ্ন অনেক বড়। আবার কারো স্বপ্ন ছোট। স্বপ্ন আমরা দুইভাবে দেখে থাকি একটা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে। আরেকটা দিনের বেলা যেটা আমাদের ঘুমাতে দেয় না।যেসব স্বপ্ন আমরা রাতে ঘুমিয়ে দেখি সেসব স্বপ্ন আমাদের ঘুম ভাঙার সাথেই মুছে যায়। যার কোনো বাস্তব রূপ থাকে না।কিন্তু দিবা স্বপ্নদর্শীরা মারাত্মকভাবে বিপজ্জনক মানুষ। তারা স্বপ্ন দেখে খুলা চোখে। এবং তা বাস্তবায়ন করেই থাকেন।এতে যতো কষ্টই হোক।স্বপ্ন এমন এক জিনিস যাকে যৌক্তিকভাবে মনে প্রাণে ধারণ করা উচিত। স্বপ্ন ছাড়া বেঁচে থাকার কোনো মানে হয় না।স্বপ্ন না থাকলে জীবনের কোনো নির্দিষ্ট গন্তব্য বা লক্ষ্য থাকে না।যাতে করে মানুষ জীবনের সঠিক পথ থেকে লাইনচ্যুত হয়ে যায়।


1000023040.jpg

সোর্স



স্বপ্ন পূরণে আমাদের করণীয় :

স্বপ্ন পূরণে আমাদের একমাত্র প্রধান কাজ হলো কোনো একটা লক্ষ্য স্থীর করে সেটা পূরণের জন্য দৃঢ়ভাবে লেগে থাকা। পরিশ্রমের কোনো বিকল্প নেই।কেবল স্বপ্ন দেখে বসে থাকলেই চলবে না।স্বপ্ন পূরণের পথ খুঁজে বের করে সে পথে এগিয়ে যেতে হবে।আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা অনেক বড় স্বপ্ন নিজের মনে লালন করেন কিন্তু সেটা পূরণ করার কিঞ্চিৎ প্রচেষ্টাও নেই।অতঃপর তারা তাদের স্বপ্ন ভঙ্গের জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করেন।আবার এমন অনেক মানুষ আছেন যারা নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করেন।এবং সফলতা ছিনিয়ে আনেন।আসলে লক্ষ্যের প্রতি যদি আমাদের প্রচেষ্টা থাকে তবে সে লক্ষ্য অবশ্যই পূর্ণতা পাবে।


1000023043.jpg
সোর্স


স্বপ্নকে দৃঢ়ভাবে আকড়ে ধরতে হয়।কারণ যদি স্বপ্ন একবার হারিয়ে যায় তবে জীবন হয়ে উঠবে বিষাক্ত। সে জীবনের তেমন কোনো মূল্যই থাকবে না।তাই স্বপ্নকে দৃঢ়ভাবে আকড়ে ধরে রাখা উচিত যাতে করে স্বপ্ন চলে যেতে না পারে।স্বপ্ন না থাকলে জীবন হয়ে উঠে অনুর্বর জমি এবং ডানা ভাঙা পাখির মতো।যে জমিতে ভালো ফসল ফলে না এবং যে পাখি কখনো উড়তে পারে না।যতোক্ষন জীবনে স্বপ্ন থাকে ততোক্ষণই জীবনের গতি থাকে।জীবনকে গতিময় করে রাখতে আমাদের স্বপ্নকে আকড়ে ধরে রাখা উচিত। সেই সাথে স্বপ্ন পূরণে আমাদের যা যা করণীয় তা তা করা উচিত। প্রত্যেক মানুষের উচিত বড় স্বপ্ন দেখা।যা মানুষকে চিন্তা করাবে এবং সেই স্বপ্নের পিছনে ছুটতে সাহায্য করবে।


1000023045.jpg
সোর্স


আজ এইখানেই শেষ করলাম।সকলেই স্বপ্ন দেখবেন এবং সকল ক্ষেত্রে সফল হবেন এই আশা ও প্রত্যাশা রইলো।ভালো থাকবেন সকলে।ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। যে মানুষ স্বপ্ন দেখে না তার বেঁচে থাকার ইচ্ছে থাকে না। জীবনের স্বপ্ন দেখা খুবই প্রয়োজন। স্বপ্ন মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। আর যে মানুষ স্বপ্ন দেখতে পারে না তার জীবন অন্ধকারের দিকে ধাবিত হয়। স্বপ্ন মানুষকে আশার দিকে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য।