ভিডিওগ্রাফি পোস্ট- জলসিঁড়ি ঘুরে দেখার প্রথম পর্বের ভিডিওগ্রাফি || original videography by @maksudakawsar||

in hive-129948 •  8 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

p>মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না । কারন কোথাও ঘুরতে গেলে মনের সাথে সাথে দেহেও ফিরে আমে প্রাণ চঞ্চলতা আর সতেজতা। তাই তো মাঝে মাঝে ঘুরতে যেতে চেষ্টা করি। আর এই কারনেই মাঝে মাঝে চেষ্টা করি একটু ঘুরে বেড়াতে। আর এই কারনেই কিছুদিন আগে চলে গিয়েছিলাম পূবাঞ্চলের উদ্দেশ্য। গিয়েছিলাম জলসিড়িঁ রিসোর্ট ঘুরে আসতে। আর জলসিড়িঁ ঘুরতে যাওয়ার সময় সেখানকার পুরো ভিডিও আমি করে রেখেছিলাম। ভেবেছিলাম যে সে গুলো পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করবো। তাই আজ আমি আপনাদের সাথে ভিডিওগ্রাফিটির প্রথম পর্ব শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

image.png

জলসিঁড়ি ঘুরে দেখার প্রথম পর্বের ভিডিওগ্রাফি

image.png

বেশ কিছুদিন হতেই ভাবছিলাম যে একটু জলসিড়িঁ ঘুরতে যাবো। আর তাই সেদিন বেশ সকাল করে বের হয়ে গেলাম জলসিঁড়ির পথে। শুক্রবার হলেও কিন্তু দিনটি ছিল বেশ যানযট পূর্ণ রাস্তা। আর রাস্তার জ্যাম ঠেলে আমাদের কে সেই কুড়িল বিশ্ব রোডে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। কি করবো বুঝতে পারছিলাম না। রাস্তার জ্যাম ঠেলে ঠেলে এক সময়ে আমরা পৌঁছে গেলাম কুড়িল বিশ্বরোড।

image.png

সেখান থেকে আমরা উঠে পড়লাম ডাবল ডেকার গাড়ীগুলোতে। আর গাড়ীতে উঠার পর কিন্তু আমাদের সীট পেতে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। তার কারন শুক্রবার হলে কি হবে মানুষ তো সব বেড়িয়ে পড়েছে রাস্তায় ঘুরতে যেতে। আমরাও উঠে পড়লাম সবার সাথে। যদিও সীট পেতে অনেক কষ্ট হচিছলো । তবুও কিন্তু বেশ ভালোই লাগছিল আমার কাছে। অবশেষে এক সময়ে আমরা পৌছেঁ গেলাম জলসিঁড়ির কাছে।

image.png

জলসিঁড়ি ঘুরে দেখার প্রথম পর্বের ভিডিওগ্রাফির লিংক

পোস্টের বিবরন
পোস্টের ধরনভিডিওগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO
মডেলVIVO-Y22S
ভিডিওগ্রাফার@maksudakawsar
স্থানরূপগঞ্জ, বাংলাদেশ

শেষ কথা

মাঝে মাঝে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখে ভিডিওগ্রাফি করার জন্য নিজের হাত কে নিজে থামিয়ে রাখতে পারি না। আর পারবোই বা কিভাবে? এমন দারুন দৃশ্য দেখলে কি আর মোবাইল ক্যামেরা চুপ থাকতে পারে?

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000012698.jpg

আপনার জলসিঁড়ি ঘুরে দেখার প্রথম পর্বের ভিডিওগ্রাফিটি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ সুন্দর একটি ভিডিও। চারপাশের পরিবেশটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। দারুন একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপু পূর্বাচলে জলসিড়ি অনেক সুন্দর একটি জায়গা। শুধু জলসিঁড়ি নয়। সেখানে অনেক রিসোটগুলোতেই আমার ঘুরতে যেতে ভালো লাগে। আজ আপনি জলসিড়ি যাবার প্রথম পর্ব ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তার পাশাপাশি সুন্দর কিছু ফটোগ্রাফিও করে ভিডিওগ্রাফির সাথে তুলে ধরেছেন। জলসিড়ির ভিডিওগ্রাফি দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।