আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি আপনারা বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনারদের দোয়ায় বেশ ভালই আছি। আমি @maksudakawsar। আমি আপনাদের সবার প্রিয় এবং পরিচিত একজন ইউজার। আর একজন নিয়মিত ইউজার হিসাবে কমিউনিটির সকলের মাঝে ভালো ভালো কিছু পোস্ট করাটাও যেন আমার উপর দায়িত্ব বলে আমি মনে করি।
আর্ট হলো মানুষের মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। এই আর্টের আবার বিভিন্ন ধরন আছে। কেউ করে ডিজিটাল আর্ট। কেউ করে পেন্সিল আর্ট আর কেউ বা করে পেইন্টিং। এক একজন এক এক বিষয়ে দক্ষ। কেউ আবার সকল বিষয়েই পারদর্শি। মানুষ তার মনের ভাব কে ফুটিয়ে তুলার জন্য রং তুলির ছোয়াঁকে অনেক সময় সঙ্গী হিসাবে গ্রহণ করে থাকে।
প্র্রজাপতি কে না ভালবাসে। আমার তো বেশ পছন্দ প্রজাপতি। নীল আকাশে ডানা মেলে ভেসে বেড়ানো চকচকে প্রজাপতি দেখতে কিন্তু আমাদের সবারই বেশ ভাল লাগে। আমার মনে হয় প্রজাপতি হলো ভালবাসার প্রতিক। তাই আমি প্রজাপতি কিন্তু বেশ ভালবাসি। আমার মনে হয় আমার মত আপনারা সবাইও প্রজাপতি কে বেশ ভালবাসেন।
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আমার সেই ভালবাসার চকচকে প্রজাপতি নিয়ে একটি ডিজিটাল আর্ট করার চেষ্টা করেছি মাত্র। আশা করি আমার মত আপনাদের কাছেও আমার চকচকে প্রজাপতি গুলো বেশ ভালো লাগবে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
ধাপ-১
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
প্রথমে ১৫৩৫*৮১৩ সাইজের একটি সাদা পেইজ নিতে হবে।
ধাপ-২
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার সাদা পেইজটিতে নির্ধারিত টুল দিয়ে কয়েক রং এর রং করে নিতে হবে।
ধাপ-৩
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার রং করা পেইজটিকে নির্ধারিত টুল দিয়ে মিক্সড করে নিতে হবে।
ধাপ-৪
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার নির্ধারিত টুল ব্যবহার করে পেইজটির নীচে ঘাসে ভরা মাঠ অঙ্কন করে নিতে হবে।
ধাপ-৫
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার নির্ধারিত টুল ব্যবহার করে ঘাসে ভরা মাঠের রং টি পরিবর্তন করে দিতে হবে।
ধাপ-৬
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার অঙ্কন করা ঘাসের উপর আর নির্ধারিত টুল ব্যবহার করে আরও একটি সবুজ ঘাসের লেয়ার অঙ্কন করে তাতে একটি বোতল অঙ্কন করে নিতে হবে।
ধাপ-৭
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার অঙ্কন করা সেই বোতলটিকে বিভিন্ন রং দিয়ে রং করে ভিতরে কিছু মধু অঙ্কন করে দিতে হবে।
ধাপ-৮
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার বোতল এবং সম্পূর্ণ আকাশে উড়ন্ত চকচকে প্রজাপতি অঙ্কন করে দিতে হবে।
ধাপ-৯
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার পেন্সিল দিয়ে সমস্ত পেইজটির মধ্যে ছোট ছোট রাতের তারা অঙ্কন করে দিতে হবে
শেষ ধাপ
[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar
এবার নিজের একটি স্বাক্ষর দিয়ে দিলেই চকচকে প্রজাপতির ডিজিটাল আর্ট টি শেষ হয়ে যাবে।
ডিজিটাল আর্ট এর মাধ্যমে চকচকে প্রজাপতির ডিজিটাল আর্ট করার চেষ্টা করলাম। অঙ্কনটি করার সময় মনে হলো এর প্রতিটি ধাপ আপনাদের মাঝে শেয়ার করা দরকার। তাই আমি প্রতিটি ধাপের স্ক্রীনশর্ট নিয়ে রেখেছি। যাতে করে আপনারা দৃশ্যটি অঙ্কন করার বিভিন্ন ধাপ জানতে পারেন। |
---|
ঠিক বলেছেন আপু একেক জনের দক্ষতা একেক রকমের। আমি রং তুলিতে আঁকার চেষ্টা করি। কিন্তু ডিজিটাল আর্ট কখনো করা হয়নি। আর আপনি এত সুন্দর ভাবে ডিজিটাল আর্ট করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। প্রজাপতিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আপনার রং তুলির আচঁড় কিন্তু অনেক নজর কাড়া। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগে। আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে ভালবাসার প্রজাপতি অঙ্কন করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। সুন্দর ভাবে আমাদের ধাপে ধাপে মাঝে উপস্থাপন করেছেন। প্রজাপতির ডিজিটাল আটটি দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং গঠন মূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেন।খুব ভালো লাগে দেখতে।আপনি আজ ভালোবাসার প্রজাপতি এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে খুব ভাল লেগেছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো যে আমার আর্টগুলো আপনার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit