আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা? কি ঈদের আমেজ এখনও কাটেনি আপনাদের? যাই হোক আশা করি ঈদের এই আমেজে পরিবার পরিজন নিয়ে বেশ ভাল আর আনন্দময় সময় কাটাচ্ছেন। আমিও আপনাদের দোয়া ও ভালবাসায় বেশ ভাল আছি। বন্ধুরা আপনারা তো জানেন যে আমি প্রতিনিয়ত আপনাদের কাছে একবার হলেও আশার চেষ্টা করি নতুন কিছু উপহার দিতে। তাই আজও চলে আসলাম। নতুন একটি টপিকস নিয়ে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
জীবন বড়ই বৈচিত্র্যময়। এখানে কে যে আপন কে যে পর সেটা বুঝাটাই মুশকিল হয়ে পড়ে।আর তাই তো আমরা মাঝে মাঝে পথ চিনতে ভুল করে ফেলি। হারিয়ে ফেলি আমাদের সঠিক গন্তব্য স্থল। আমরা যদি আমাদের জীবনের দিকে একবার তাকাই তাহলে দেখবো যে আজকাল মানুষগুলো কেমন যেন স্বার্থপর হয়ে গেছে। সবাই কেমন যেন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কেউ যেন কাউকে সময় দেওয়ার মত সময় হাতে পায় না।
সমাজে আমরা যাদের কে আমাদের বন্ধু ভাবছি । ভাবছি যারা সারাক্ষন আমাদের সঙ্গ ছাড়ছে না তারাই আমাদের প্রকৃত বন্ধু। তারা কি আমাদের বিপদের বন্ধু। আমার ক্ষমতা দেখে যারা বাহ্ বাহ্ বলে আজ আমার পিঠ চাপড়াচ্ছে। একবার বিপদে পড়ে দেখলে বুঝা যাবে যে আসলে সে আমাকে কতটুকু ভালবাসে। কতটুকু আমার বন্ধু। আসলে সত্য বলতে কি আমাদের সু সময়ে আমরা আমাদের আশে পাশে অনেক বন্ধু দেখতে পাই। কিন্তু একবার বিপদে বা দারিদ্রতার বেড়াজালে পড়লে আর তাদের কে পাওয়া যায় না।
আচ্ছ একবার ভেবে দেখুন তো আপনি যেভাবে অন্যের বিপদে ঝাপিয়ে পড়েন কয়জন বন্ধু কে বিপদের সময়ে আপনার পাশে পান। একটি কথা যতক্ষন শ্বাস ততক্ষন আশ্ব। একদিন যাদের জন্য আপনি আপনার সোনালী সময় টাকে বিলিয়ে দিয়েছেন। যার জন্য আপনি আপনার জীবনের মায়া ত্যাগ করেছেন। তারা এখন কোথায়? । এক সময়ে রাতের পর রাত বন্ধুর সাথে সময় কাটিয়েছেন। আজ কিন্তু সেই রাত গুলোই রয়ে গেছে। কিন্তু বন্ধু তার নিজের জীবন নিয়ে ব্যস্ত।
বন্ধু কে সময় দেওয়ার জন্য আপনি হয়তো বা ফাইনাল এক্সামের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্লাস ও মিস করেছেন। হয়তো বা বন্ধুর বিপদে রাতের পর রাতের কাটিয়েছেন হাসপাতালের করিডোরে। কিন্তু কোথায় আজ সে বন্ধু? সে তো মনে রাখেনি আপনার সে সব অবদানের কথা। বন্ধু তো মনে রাখেনি তার পরীক্ষায় ফিস দিতে পারা সময়ে একমাত্র সাহায্য কারী আপনিই ছিলেন। তাহলে প্রকৃত বন্ধু কোথায়।
একবার বন্ধু টাকা ধার চেলে না দিয়ে দেখেন না । সে বন্ধু আপনাকে আর চিনে কিনা? তাহলে কোথায় আজ প্রকৃত বন্ধু। বন্ধুর কাছে সাহায্য চেয়ে যদি টাকার পাহাড় গুনতে হয়, তাহলে কি দরকার আপনার সেই বন্ধুর। আপনার বিপদে যদি কোন বন্ধুর সাহায্যই নাই পেলেন তাহলে কিসের সেই বন্ধু।তাই তো মনে প্রশ্ন জাগে আসলেই কি প্রকৃত বন্ধু আছে? কিন্তু কোথায় গেলে পাবো প্রকৃত বন্ধু। হয়তো আপনারা বলতে পারেন যে আগে নিজে ভালো হন, তাহলে প্রকৃত বন্ধু পাবেন। কিন্তু আমি আর কতটুকু ভালো হলে একজন প্রকৃত বন্ধুর দেখা পাবো? যে নাকি বিপদে আপদে, ঝড় বৃষ্টিতে, তিমির অন্ধকার রাত্রিতে আমার পাশে থাকবে, থাকবে না তার কোন স্বার্থ, কোন চাওয়া বা লালসা।
না আমি বলছি না যে , প্রকৃত বা আসল বন্ধু নেই। হয়তো বা আছে। কিন্তু তাদের কে খুঁজে নেওয়া কিন্তু আমাদের জন্য অনেক কষ্টকর। হয়তো বা তারা আছে আমাদের আসে পাশে আমরা তাদের কে খুঁজে পাচ্ছি না। তাই আসুন আমরা সবাই সঠিক আর প্রকৃত বন্ধুদের খুজে বের করি। যার থাকবে না কোন স্বার্থ বা চাওয়া আর পাওয়ার আসা। যে বন্ধু বিপদে আপনাকে ফেলে চলে যাবে না। যে বন্ধু সুখে দুঃখে বাড়িয়ে দিবে তার নরম দুটি হাত।
কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? অপেকক্ষায় রইলাম আপনাদের অনূভূতি গুলো জানার।
ঠিক বলেছেন প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া অনেক কষ্টের। এমন অনেক বন্ধু আছে যারা আপনার বিপদের সময় পাশে থাকবে না। সুসময় আপনাদের পাশে থেকে অনেক বাহবা দেবে। তবে প্রকৃতি বন্ধু কিছু আছে সেগুলো খুজে নেওয়া অনেক কষ্টের। বন্ধু এমন হওয়া দরকার যে আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে। এবং আপনার চোখের পানি দেখলে সেই কাঁদবে। প্রকৃতি বন্ধু পাওয়া সত্যি অনেক কষ্টের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে প্রকৃত বন্ধু পাওয়া টাই কষ্ট। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এখনকার সময়ে প্রকৃত বন্ধু পাওয়া অনেক কষ্টের। সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু দুঃসময় তারা কেউ পাশে থাকে না। তবে আপনি ঠিক বলেছেন সুসময়ে পা চেটার জন্য অনেক বন্ধু পাওয়া যায়। অথচ আপনি যখন বিপদে পড়বেন ওই ধরনের বন্ধু গুলো আপনার পাশে কখনো থাকবে না। তবে হ্যাঁ কিছু প্রকৃতি বন্ধু আছে। সেই বন্ধুগুলো খুঁজে পাওয়া অনেক কষ্টের। সত্যি আপনি অনেক মূল্যবান একটি পোস্ট করেছেন। আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এখানেই আমার কষ্ট সু সমযে এত বন্ধু কেন? ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি সত্য কথা বলতে কি 'মানুষের মন চেনা আর মানুষের মন বোঝা বড়ই কঠিন' বর্তমান দুনিয়াতে সত্যিকারের বন্ধু তৈরি করা বড়ই কঠিন ব্যাপার। আজ যেন প্রতারণা রাজ্যে বসবাস আমাদের কোন কিছুতেই স্বস্তি নেই নেই কোন কিছুর ভরসা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা কিন্তু বেশ ভালো কথা বলেছেন মানুষ চেনা বড়ই কষ্ট। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit