জেনারেল রাইটিং:-"জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম"II written by @maksudakawsarII

in hive-129948 •  15 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। তবে কেন জানি আজকাল ব্যস্ততাগুলো আমায় দারুন প্যারা দিচেছ। প্যারা দিচ্ছে জীবন আর সময় দুটোই। কিন্তু আমি তো ব্যস্ততা চাই না। চাই একটু শান্তি আর প্রশান্তি। চাই একটু স্বাধীনতা। যাই হোক এসব কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তাই চলে যাই আজ আপনাদের জন্য আমার লেখা সুন্দর একটি জেনারেল রাইটিং এর কথায়।

প্রতিদিনই চেষ্টা করি আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই আমাদের চারদিকের মানুষগুলোর মধ্যে কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। আসলে সত্যি বলতে আজ কেন জানি মনটা অনেক খারাপ। তবুও চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

image.png

Canva দিয়ে তৈরি

মানুষ হিসেবে জন্মগ্রহণ। তারপর ছোট ছোট পায়ে হেটে চলা। আর এই চলতে চলতে মানুষ এক সময় বড় হয়ে যায়। মানুষ তার জীবন দশায় অনেক গুলো ধাপ পাড় করে থাকেন। সেই যে জন্ম থেকে শুরু হয় তার বেড়ে উঠা। শৈশব, কৈশর, যৌবন আর বৃদ্ধ । এমন করে জীবনের অনেক গুলো ধাপ একজন মানুষ কে পাড় করতে হয়। এক সময়ে জীবনের এসব ধাপ শেষে করে মানুষ এক সময় বিদায় নেয় এই সুন্দর পৃথিবী থেকে।

তবে জীবনের এই বিভিন্ন ধাপ অতিক্রম করতে গিয়ে মানুষ তার জীবনীর খাতায় অনেক কিছুই স্মৃতি হিসাবে রেখে যায়।তবে বলতে গেলে জীবনটা কিন্তু অনেকটা পেন্সিলে আঁকা ছবির মত। পেন্সিল দিয়ে অঙ্কন করা ছবি গুলোর যেমন কোন অংশই বাদ দেওয়া যায় না। তেমন করে আমরা চাইলেও আমাদের জীবনের কোন অংশ কে বাদ দিয়ে জীবন কে সাজাতে পারবো না। পারবো না জীবনের ফেলে আাসা স্মৃতিগুলোও বাদ দিতে। আমাদের জীবনে বেড়ে উঠার সাথে সাথে সুখ দুঃখ আর ভালো মন্দ হাজার রকমের স্মৃতি বা স্বাদ আমরা গ্রহণ করি। কিন্তু আমরা চাইলেই কি জীবনের দুঃখ গুলোকে দূরে ঠেলে দিয়ে জীবনটাকে সাজাতে পারি? না আমরা সেটা কখনও করতে পারি না। কারন জীবনের সাথে সেই স্মৃতিগুলো আঠার মত করে লেগে আছে। যা কখনও মুছে ফেলা যায় না।

পেন্সিলে আকাঁ ছবি গুলো কিন্তু ফ্রেমে বেশ সুন্দর মানায়। কারন ফ্রেমে বাধাঁনো পেন্সিলে আঁকা ছবি থেকে চাইলেও কেউ কখনও কোন অংশ মুছে বা ছিড়ে ফেলতে পারবে না। এতে করে ছবির সৌন্দর্য নষ্ট হয়ে ছবিটি অকার্যকর হয়ে যাবে। আর কোন মানুষ আর সেই পেন্সিলে আকাঁ ছবিটি পছন্দও করবে না। তাই তো পেন্সিলে আঁকা ছবিগুলো সব সময় দেখতেই দারুন লাগে।

আর জীবনটাও ঠিক তেমনই একটি জায়গা। আমরা চাইলেও আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষ গুলো কে বাদ দিতে পারবো না। পারবো না আমাদের সাথে ঘটে যাওয়া হাজারও স্মৃতিগুলোকে মুছে ফেলতে। পারবো না আমাদের জীবন হতে দুঃখ গুলো কে খুব সহজেই সরিয়ে দিতে। আবার আমরা চাইলেও পারবো না কোন আনন্দের ভাগ কাউকে দিতে। তাই তো আমার কাছে জীবনটাকে পেন্সিলে আঁকা এক প্রকার ছবির মতই মনে হয়।আর তাই তো বার বার একটি কথাই মনে হয় যে জীবন হলো পেন্সিলে আকাঁ ছবি। যেখান থেকে আমরা চাইলেও কোন স্মৃতি, কোন বেদনা, কোন দুঃখ বা কোন কষ্ট কে বাদ দিতে পারবো না। যেমন পারবো না জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকেও জীবন থেকে মুছে দিতে।

কেমন লাগলো আমার আজকের লেখা গুলো আপনাদের কাছে? জানার বেশ আগ্রহ থাকে প্রতিটি পোস্টের জন্য। আমি জানি আপনাদের সবার কাছেই বেশ ভালো লাগবে। মতামতের অপেক্ষায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

দারুন একটি জেনারেল পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই জীবন আমাদের পেন্সিলে আঁকা এক ছবির নাম। পেন্সিলের কোন আঁকা ছবি যদি কেউ একটি অংশ মুছে ফেলে বা ছিঁড়ে ফেলে তাহলে তা দেখতে অসুন্দর লাগে। আবার জীবনের এমন কিছু স্মৃতি আছে ভোলা যায় না আবার অতি আপনজন দের কেউ ছুঁড়ে ফেলে দেয়া যায়। তাই জীবনের সাথে পেন্সিলের আঁকা ছবির সাথে অনেক মিল রয়েছে।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দারুন লিখেছেন আপু আমার কাছে তো অসম্ভব ভালো লাগলো। আপনি একদম ঠিক বলেছেন পেন্সিল দিয়ে আমরা যেমন সুন্দর কিছু আঁকি কিন্তু জীবনকে এরকম করে সুন্দর করে সত্যিই বাঁচা মুশকিল। আর এই জীবনে চলার পথে কত যে স্মৃতি রয়েছে আমাদের সাথে সেগুলো ভাবলে আর শেষ হবে না। খুবই ভালো লাগলো আপু আপনার লেখা কথাগুলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

1000015043.jpg

ঠিক বলেছেন আপু আমরা চাইলেই আমাদের জীবন থেকে কিছু স্মৃতি মুছে ফেলতে পারি না। কিছু মানুষকে ভুলতে পারিনা। এগুলো আমাদের জীবনের এক একটা অংশ। লেখাটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে মানুষের জীবন সত্যিকারেরই পেন্সিলে আঁকা জীবনের মতই৷ মানুষের জীবনে যত কিছুই থাকুক না কেন, যত অতীত থাকুক, সেটি হোক ভালো কিংবা খারাপ সেটি মুছে ফেলতে পারেনা৷ জীবনের অনেক কিছুই ভবিষ্যতে হতে থাকবে যা হয়তো কেউ আর পরিবর্তন করতে পারবে না৷ তবে আমাদের উচিত সবসময় আমাদের জীবনকে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য৷ ধন্যবাদ আজকের এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।