গান রিভিউ- তোমার মাঝে নামবো আমি তোমার মাঝে........ ||Song Review By@maksudakawsar||

in hive-129948 •  9 days ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার ? আর বলবো না ভালো নেই।যেমনই আছি বেশ ভালোই আছি। আর ভালো আছি বলেই সারাদিনের ব্যস্ততার পর বসে গেলাম আপনাদের জন্য একটি পোস্ট শেয়ার করতে। পোস্ট শেয়ার না করতে পারলে মনটাই যেন কেমন উরু উরু লাগে। তাই তো শত কষ্টের মাঝেও পোস্ট করা হতে বিরত থাকিনি। বিরত থাকিনি নিজের একটিভিটিজ ধরে রাখতে। সেই ধারাবাহিকতায় আজ চলে আসলাম আপনাদের মাঝে নিজের আরও একটি ভালো লাগার পোস্ট শেয়ার করতে। দোয়া করবেন হাজারও ব্যস্ততার মাঝে আমি যেন আপনাদের সাথে থাকতে পারি।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত গর্বিত ইউজার। গর্বিত বলছি এই কারনে যে, আমার চেয়ে ভালো ভালো অনেক ক্রেয়েটিভ মানুষ আছে যারা এমন একটি প্লাটফর্ম খুঁজে বেড়াচ্ছে নিজেদের যোগ্যতাকে মেলে ধরার জন্য। অথচ আমি কত ক্ষুদ্র একজন ইউজার, যার নেই তেমন ক্রেয়েটিভিটি। তবুও আমি এমন সুন্দর একটি প্লাটফর্মের একজন ভেরিফাইড ইউজার। তাই তো শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

গান ভালোবাসে না তেমন মানুষ খুঁজে পাওয়াটাই বেশ কষ্টের। জীবনে একবার হলেও আমরা গুনগুনিয়ে গান করেছি। আর অনেকে তো সুর না থাকলেও গলা ছাড়িয়ে গান করি। তবে গানের ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক ধরনের। কেউ পছন্দ করে আধুনিক গান, কেউ পছন্দ করে পল্লীগীতি। আর কেউ বা পছন্দ করে ডুম তারাক্কা গান। তবে আমার কাছে কিন্তু যে গান মনের সাথে মিশে যায় সেই গানই বেশ ভালো লাগে। আর তাই তো আজ ভাবলাম নিজের পছন্দের গানের রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করি।

Screenshot_1.png

প্রাপ্তি: YouTube

তোমার মাঝে নামবো আমি তোমার মাঝে........

গানটির কিছু তথ্য

নামতোমার মাঝে নামবো আমি তোমার মাঝে........
শিল্পী ২৩মিনিট সেকেন্ড
সুরহাবিব ওয়াহিদ
মুক্তির তারিখ২০১০

গানটির মূল শিল্পী

★হাবিব ওয়াহিদ

গানটি নিয়ে যত কথা

গানটি

Screenshot_2.png

প্রাপ্তি: YouTube

২০১০ সালে প্রজাপ্রতি ছবির মধ্য দিয়ে গানটির প্রকাশ ঘটে। তখনকার সময়ে গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। ত্রিভুজ প্রেমের এই ছবিতে গানটিতে অভিনয় করেছেন মোশারফ করিম এবং মৌসুমী।গানটির কথা এবং সুর দুটোই মুগ্ধ করার মত। গানটিতে রয়েছে প্রিয় মানুষটির প্রতি একরকমের অন্য রকমের অনুভুতির প্রকাশ। তবে গানটির কথা গুলো বেশ দারুন। কেন জানি বার বার মনে হচ্ছিলো যে গানের কথা গুলো মনের কোথাও যেয়ে বিধেঁ।

Screenshot_3.png

প্রাপ্তি: YouTube

আজও কিন্তু গানটি সমান জনপ্রিয়। এ যুগের যুবক আর যুবতীদের কাছে বেশ জনপ্রিয় গানটি।গানটি শুনলে কেন জানি মনের ভিতর অন্য রকমের এক অনুভূতি তৈরি হয়। আর তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা।গানটির কথা, সুর আর কন্ঠ সবই কিছুই যে কোন জেনারেশনের ছেলেমেয়েদের আকর্ষণ করতে যথেষ্ট।আর সেই গানটির রিভিউ আজ চেষ্টা করলাম আপনাদের জন্য শেয়ার করতে।

আমার কাছে তো মনে হয় এমন সুন্দর কথা আর সুরের গান যদি বার বার ফিরে আসে তাহলে আমরাও গান গুলো বার বার গানগুলো শুনতেও আগ্রহ প্রকাশ করবো। আমার কাছে তো গানটির কথা আর সুর সেই সাথে গানটির সাথে মিলিয়ে অভিনয়ও দারুন লেগেছে। আশা করি গানটির রিভিউ পড়লে আপনাদেরও বার বার গানটি শুনতে মনে চাইবে।

Screenshot_4.png

প্রাপ্তি: YouTube

ব্যক্তিগত মতামত

আমি জানিনা গানটি আপনাদের কার কার কাছে ভালো লাগে। তবে আমি গানটি যতবারই শুনি কোথায় যেন ভালোবাসার অনুভূতি অনুভব করি। সেই দিক থেকে আমি মনে করি গীতিকার যেমন ‍সুন্দর করে গানটি লিখেছিলেন, সুরকার তার সবটুকু দক্ষতা দিয়ে গানটির সুর করেছেন এবং প্রিয় শিল্পী তার নিখুঁত সুরের মাধ্যমে গানটি তার সুরে ফুটিয়ে তুলেছেন। যার কারনে সেই সময়ে গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যা কিনা এই সময়ের ডিজিটাল ছেলেমেয়েদের কাছে সমান প্রিয় হয়ে আছে।

ব্যক্তিগত রেটিং

১০/১০

গানটির ভিডিও লিংক

শেষ কথা

সত্যি বলতে আমার বেশ পছন্দের এই গানটির একটি রিভিউ করার চেষ্টা করলাম। আর আশায় রইলাম আপনাদের মতামতের। আশা করি আপনাদের সমালোচনার ঝড় দিয়ে আমাকে মুগ্ধ করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তোমার মাঝে নামবো আমি তোমার মাঝে ....এই গানটি আমার অনেক পছন্দের একটি গান।গানটি আসলেই অনেক সুন্দর। আজ আপু আপনি গানটির রিভিউ শেয়ার করেছেন আমাদের মাঝে দেখে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

২০১০ সাল তথা আগেকার গান গুলির মধ্যে এরকমই চমকপ্রদ ছিলো যেমনটা আজকের আপনার এই গানটির মধ্যে উপলব্ধি করতে পারলাম। প্রজাপতি ছবির মধ্যে দিয়ে প্রকাশিত হওয়া তোমার মাঝে নামবো আমি গানটির খুবই গোছালো ভাবে রিভিউ করেছেন আপু।পড়েই মনে হচ্ছিলো গানটি শুনছিলাম এমন কিছু। মোটকথা আপনার আজকের গানের রিভিউটি দুর্দান্ত ছিলো। পরের গানের রিভিউ তাহলে কবে নিয়ে আসতেছেন, অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

চমৎকার একটি গান রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও এ ধরনের গান তেমন একটা শুনি না, তবে সময় পেলেই ইসলামিক গজল, মুর্শিদি গান গুলো শুনি। আপনার গান রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো। সময় পেলেই এই গানটি শুনবো। এতো সুন্দর একটি গান রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপু আপনি কিন্তু বেশ দারুন করে গানটির রিভিউ করেছেন। এই গানটি কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগে। গানের কথাগুলোও কিন্তু বেশ দারুন। তবে হাবিব ওয়াহিদ এর গান শুনতে আমি এমনিতেই বেশ পছন্দ করি। ধন্যবাদ আপনার এমন দারুন একটি গান রিভিউ এর জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

একদম সত্যি বলেছেন গান পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুশকিল।আমি ব্যক্তিগতভাবে খুবই সংগীত প্রিয় একজন মানুষ,তাই যেকোনো ধরনের গান আমার খুবই ভালো লাগে।ডুব সিনেমার গানগুলো আমি অনেকদিন আগেই শুনেছিলাম খুবই ভালো লাগার মত ছিলো।আজ আবারো আপনার পোষ্টের মাধ্যমে পছন্দের একটি গান সম্পর্কে অনেক তথ্য জানলাম এবং শুনতে পেলাম।সব মিলে অসাধারন একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

হাবিব ওয়াহিদের গানগুলো সব সময় ভালো লাগে আমার। দশ সালের দিকে মোশারফ করিম অভিনীত সিনেমার মাধ্যমে এই গানের প্রকাশ হয়েছিল। তখন আমার আশ্চর্য হয়েছিলাম নাট্যকাররা সিনেমা করছে। সেই দেখতে দেখতে চৌদ্দ বছর পার হয়ে গেল। যাইহোক অনেক ভালো লাগলো আপনার রিভিউ করা গানটা।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

হাবিব ওয়াহিদের গানগুলো সবসময় আমার হৃদয় ছুঁয়ে যায়। "তোমার মাঝে নামবো আমি" গানটি শুনে মনে হয় যেন এক অন্য জগতে হারিয়ে গেছি। আপনার রিভিউ পড়ে গানটির প্রতি ভালোবাসা আরও গভীর হলো। গানটি শুনতে শুনতে মনে হচ্ছিলো, গানের কথাগুলো যেন আমারই অনুভূতি প্রকাশ করছে। আগেকার দিনের গানগুলো এমনই মায়াময় ও হৃদয়স্পর্শী ছিল। আপনার রিভিউ পড়ে গানটির প্রতি নতুন করে ভালোবাসা জন্মালো। এমন সুন্দর রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের গানের রিভিউ নিয়ে কবে আসবেন, তার জন্য অপেক্ষায় রইলাম।

খুব তাড়াতাড়ি আসবো আপু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।