আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালই আছি। আমি মাকসুদা আক্তার।আপনাদের কাছে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আর আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার হওয়ায় আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি। কারন আমি এখানে মাতৃভাষা বাংলাতে আমার মনের ভাব প্রকাশ করতে পারি।
আমরা বাংঙালি। বাংঙালি জাতি হিসাবে আমরা গর্ববোধ করি। কারণ বাংলা আমার মাতৃভাষা। বাংলা আমাদের মাতৃভাষা বিধায় আজ আমরা এ ভাষাতেই নিজের মনের শত কথা গুলোকে সহজে প্রকাশ করতে পারি। পারি নিজের ভাল লাগা আর মন্দ লাগা কে অন্যের কাছে প্রকাশ করতে। কিন্তু এই ভাষা কে যারা আমাদের কাছে এনে দেওয়ার জন্য নিজেদের জীবন দিয়ে যুদ্ধ করে গেল আমরা কি তাদের কে যোগ্য সম্মান দিতে পেরেছি।
বাংঙালির কাছে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি গৌরব উজ্জ্বল দিন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী রাষ্ট্র ভাষাকে বাংলা করার দাবিতে আন্দোলনরত জনগণের উপর পুলিশের লাঠি চার্জ আর গুলি বর্ষনের কারনে অনেক লোক শহীদ হন। সেই সময় হতে বাংঙালি জাতি ২১ শে ফেব্রুয়ারী কে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে।
বাংঙালি জাতির সে মাতৃ ভাষা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর মাসে একুশে ফেব্রুয়ারী দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমাদের সেই গর্বিত মাতৃভাষা নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করেছি মাত্র। আশা করি আমার আজকের স্ব-রচিত কবিতা- ভাষার জন্য শহীদ যারা আপনাদের কাছে ভাল লাগবে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
একুশ এসেছে রক্ত মেখে
জেগেছে হাজারো প্রাণ
একুশ কে জানাই রক্তিম শ্রদ্ধা
বলিদান হয়েছে যত প্রাণ।।
মায়ের মুখের মিষ্টি ভাষা
ছিনিয়ে আনতে বীর সেনারা
বুকের পাজর মেলে দিয়ে
জীবন দিলো চিরতরে।।
সালাম বরকত রফিক জাব্বার
বীর সেনা আর বাংলার অহংকার
মায়ের ভাষা ফিরেয়ে দিতে
শহীদ হলেন যারা হাসি মুখে।।
ভাষার দাবীতে যুদ্ধ করেছে
সারা বিশ্বের একটি দেশ
আমার মায়ের প্রাণের ভাষা
সেটাই সবার বাংলাদেশ।।
ভাষার জন্য জীবন দিতে
করেনি কেউ কোন আপোস
তাইতো সারা বিশ্বে একুশ আজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।।
ভাষা শহীদ আর বীর সেনাদের
রক্তে কেনা আমার দেশ
তবুও যেন আজও কাটেনি বাংঙালির
বিদেশ নিয়ে মনের রেস।।
সকাল সকাল বাংলার প্রেমে
হয়ে পড়ও মাতোয়ারা
বিকেল বেলায় বাংলা কাপাও
ইংলিশ, হিন্দি গানে হয়ে দিশে হারা ।।
বন্ধুরা কেমন লাগলো আমার আজকের স্ব-রচিত কবিতা । আশা করি আপনাদের কাছে বেশ ভালই লেগেছে। অপেক্ষায় রইলাম কবিতা নিয়ে আপনাদের ভাল লাগা, মন্দ লাগা জানার জন্য ।
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই বাঙালি হিসেবে আমরা খুবই গর্বিত আমরা বাঙালি বলেই হয়তো বা বিশ্ব দরবারে আমরা হাজির হতে পারি কোনরকম দ্বিধা ছাড়াই। আমরাই মনে হয় একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। যারা এই মহান আত্ম ত্যাগের মাধ্যমে আমাদেরকে রাষ্ট্রভাষা বাংলা করতে সাহায্য করেছে তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া। অবশেষে খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পরে খুবই ভালো লাগলো। এরকম কবিতা পড়তে সকলের অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু প্রত্যেকেরই উচিত বাঙালি হিসেবে বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করা। যে ভাষার জন্য জীবন দিতে হয়েছে লক্ষাধিক মানুষকে তাদের শ্রদ্ধা সম্মান স্মরণ করে সবারই উচিত বাংলা ভাষাকে বিশ্বের বুকে তুলে ধরার । তাদের স্মরণে খুব সুন্দর কবিতা লিখেছেন অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার লেখ কবিতাটি পড়ে খুব ভাল লাগলো। আপনি ভাষা শহিদদের নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।তাঁদের এই আত্মত্যাাগ ভোলার মত নয়।তাঁদের স্মরনে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাষা শহীদের এই আত্মত্যাগ ভোলার মত নয়। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলি। আসলেই বাঙালি হিসেবে আমাদের গর্ব করা উচিত। কারণ পৃথিবীর বুকে একমাত্র আমাদের দেশের মানুষরাই নিজের ভাষার জন্য লড়াই করে শহীদ হয়েছেন। যাইহোক বেশ ভালো লাগলো আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা ভাষায় কথা বলে যতটা স্বাচ্ছন্দ বোধ করিয়ে অন্য ভাষায় কথা বলা ততটা স্বাচ্ছন্দ বোধ করি না। আজ আমরা যাদের জন্য বাংলা ভাষায় কথা বলতে পারছি স্বাধীনভাবে যাঁরা আমাদের বাংলা ভাষা এনে দেওয়ার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন তাঁদের স্মরণে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। ধন্যবাদ "অমর একুশে" কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একুশে ফেব্রুয়ারিকে নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন আপু। সত্যিই একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে অনেক বড় গৌরবের বিষয়। আর আমাদের এই বাংলা ভাষাকে আমাদের মাঝে যারা ফিরিয়ে এনেছেন তাদের জন্য রইলো অপ্রিতিম ভালোবাসা। আপনার কবিতার প্রতিটি লাইন ই ছিল বাংলা ভাষাকে কেন্দ্র করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আজকে আপনার কবিতাটি খুবই চমৎকার হয়েছে। একুশে ফেব্রুয়ারি এবং ভাষা শহীদকে নিয়ে খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন। তবে আপু আমরা এই দিনটিকে কখনো ভুলতে পারবো না। কারণ শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি। তবে অনেক সুন্দর করে কবিতাটি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত তিন চারদিন ধরে আমার সাথে বেশ ইন্টারেস্টিং কিছু ব্যাপার ঘটছে। আমি পশ্চিমবাংলার বাইরে গিয়েছিলাম ঝাড়খন্ডে, তবে সেখানে বাংলা ভাষাভাষী একদমই নেই। তাই বুঝতে পারছিলাম যে নিজের মাতৃভাষাটা যদি বলতে না পারি তাহলে কতটা কষ্ট লাগে। আর বললেও তারা কিছু বুঝবে না। ওই সময়টাতে নিজেকে অনেক বোকা এবং অশিক্ষিত বলে মনে হচ্ছিল। এই কথাগুলো বলার কারণ হলো নিজের ভাষায় যদি কথা না বলা যায় তাহলে যে কতটা খারাপ লাগে সেটা আমি বুঝতে পেরেছিলাম। এইজন্যই হয়তো বাংলার দামাল ছেলেরা নিজের রক্তের বিনিময়ে তাদের মাতৃভাষা বাংলাকে ছিনিয়ে এনেছিল। আপনার কবিতাটা পড়ে বেশ অনুপ্রেরণিত হলাম। সত্যিই খুব সুন্দর লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit