আসসালামু আলাইকুম
আজ মঙ্গলবার, ২৯ই নভেম্বর ২০২২ ইং
বাংলা ১২ই অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
💕বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকল প্রকার ট্রমা কাটিয়ে এখন সবাই ভাল আছেন। আমিও বেশ ভাল আশি। কারন আবার ফিরে পিয়েছি প্রাণের চেয়ে প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার কে।💕। |
---|
ভালবাসার মানে হলো একে অপর কে আকঁড়ে ধরে বেচেঁ থাকা। ভালবাসা মানে পাশের মানুষটির অপমানে নিজে অপমান বোধ করা। আর ভালবাসা মানে সকল প্রকার কঠিন সময়ে ভালবাসার মানুষটির পাশে নিজেকে বিলিন করে দেওয়া। তবে আপনাদের মতামত কি তা জানার অপেক্ষা করছি।
বন্ধুরা আজ প্রায় বেশ কিছু মাস পার হয়ে গেল আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে যাচ্ছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি হলো একটা পরিবার। আপনারা হয়তো জানেন যে, পরিবারের মাথা যদি কোন কারনে মনে কষ্ট পায়, তবে সে আঘাত পরিবারের সকল সদস্যদের হৃদয়ে আঘাত হানে।তাতো আজ আমরা আমাদের সম্মানিত ফাউন্ডার@rme দাদার ব্যথায় ব্যথিত, বিস্মিত আর ভারাক্রান্ত।তাই না বন্ধুরা? এজন্যই আমাদের উচিত সবাই একত্রে মিলে আগামীতে আমাদের এই সুন্দর পরিবারটাকে সচিষ্ট রাখার চেষ্টা করবো।
এমন একটি পরিস্থিতিতে মনের সকল আবেগ দিয়ে প্রিয় বাংলা ব্লগের জন্য একটি কবিতা আবিস্কার করে ফেললাম। জানিনা কতটুকু পেরেছি। আপনাদের কাছে ভাল লাগলেই আমার আজকের কবিতাটি স্বার্থকতা পাবে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
প্রাণের প্রিয় তুমি যে মোর
হৃদয়ের গহীনে রয়েছো গো লুকিয়ে
ভালবাসি ভালবাসি আর ভালবাসি তোমায়
আমার প্রাণের চেয়ে প্রিয় আমার বাংলা ব্লগ।।
দেবো নাকো কভু হারাতে তোমায়
রাখিবো লুকিয়ে মনের মনিকোঠায়
আঘাত আসুক যত সহিব মিলিয়া
যাইবো না কভু কেউ কাউকে ছাড়িয়া।।
দাদার গড়া এবিবি স্কুলের সে পাঠে
শিখেছি মোরা ব্লগার হওয়ার নিয়মগুলো ধাপে ধাপে
কি করে ভুলিবো দাদার সে অবদান
দিনে দিনে সবাই কে সে করেছে যে শিক্ষা দান।।
এডমিন মডারেটর আর সকল সদস্যা মিলে
করেছি যে পন রহিবো মোরা দাদার ভালবাসার তরে
যতই আসুক আমবস্যা আর গহীন অন্ধকার
সব অন্ধকার গুচাবো মোরা হয়ে একাকার ।।
স্বার্থের তাগিদে যারা চায় বিভোর করিতে মোদের শেষ
তারাই একদিন নিঃশ্বেষ হবে যে দেখে নিও কাটিলে রেষ
ছলনা আর প্রবোঞ্চনায় করিবো না শেষ মোদের এ ঠিকানা
রাখিবো ধরিয়া হৃদয়ের গহীনে, থাকিবো মোরা মিলে আর মিশিয়া।।
কেমন লাগলো আমার আজকের স্ব-রচিত কবিতাটি। ভাল বা মন্দ যাই লাগুক না কেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। |
---|
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ মানেই একটি গোছালো পরিবার একটি সাজানো পরিবার একটি ভালোবাসার পরিবার।। যেখানে সবাই আছি মিলেমিশে ভালোবেসে।। তবে আজ দুদিন ধরে একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে সবারই মন অনেক খারাপ।
কবিতাটি অনেক সুন্দর ভাবে রচনা করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে উপরের লাইন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া সত্যি কথা বলেছেন-আমার বাংলা ব্লগ মানেই একটি গোছালো পরিবার একটি সাজানো পরিবার একটি ভালোবাসার পরিবার।। যেখানে সবাই আছি মিলেমিশে ভালোবেসে একসাথে পথ চলছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি ঠিক বলেছেন, দাদা কষ্ট পেলে আমরা সবাই কষ্ট পাই,কারণ দাদার ব্যাথায় আমরা সবাই ব্যথিত। আমার বাংলা ব্লগ নিয়ে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন, পুরো কবিতাতে আপনার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে।বেশ ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে নিজে কৃতজ্ঞ বোধ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই চমৎকার একটি কবিতা লিখেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি একটি কমিউনিটি। যেটা আমাদের প্রত্যেকের প্রান। ঠিক বলেছেন আমরা সবাই দাদার ব্যথায় ব্যথিত। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক কথা ভাই এই কমিউনিটি টি আমাদের সকলের প্রাণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সকলেই আমাদের প্রিয় কমিউনিটিকে অনেক বেশি ভালোবাসি সেই সাথে এই কমিউনিটি আমাদের আবেগের জায়গা। এখানে আসার পর অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে সকলের সঙ্গে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত হচ্ছে প্রতিনিয়ত আর এই সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে আমাদের সকলের প্রিয় দাদা। কমিউনিটির ভালোবাসার স্বার্থে আপনি খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এরকম সুন্দর কবিতা আপনার থেকে প্রতিনিয়ত আশা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর বলেছেন তো- সেই সাথে এই কমিউনিটি আমাদের আবেগের জায়গা। এখানে আসার পর অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে সকলের সঙ্গে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত হচ্ছে প্রতিনিয়ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু, পরিবারের মাথা যদি কষ্ট পায় তাহলে সবারই খুব কষ্ট লাগে। আসলে এখানে আমরা সবাই একটি পরিবার। ভালোবাসার এই পরিবারকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। প্রতিটি লাইন খুব সুন্দর হবে সাজিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের উচিত সবসময় ভালবাসার জায়গাটিকে সম্মান করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমার বাংলা ব্লগ নিয়ে খুব সুন্দর একটি কবিতা সেয়ার করেছেন। ভালবাসার আরেক নাম আমার বাংলা ব্লগ। যে কমিউনিটিতে কাজ করি,যেখানে জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করতেছি,তাকে ভালবেসেই করতেছি। আশা করি সেই ভালবাসা সবসময় অটুট থাকবে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা এখানে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছি। তাইতো আমাদের সকলেরই এই জায়গাটাকে ভালোবাসা উচিৎ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit