কবিতা পোস্ট- স্ব-রচিত- স্বপ্নগুলো ভেঙ্গে গেল || Original Poetry by @maksudakawsar||

in hive-129948 •  13 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে আমি তো কোন কবি নয়। তবুও কেন জানি আজকাল নিজের মনের কথা গুলো কবিতার মাধ্যমে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে ইচেছ করে। কারন নিজের কথা যতটা কাগজে লিখে নিরাপদ থাকা যায়, ততটা নিরাপদ মানুষের কাছে শেয়ার করে থাকা যায় না। তাই তো কাগজ আর কলম নিয়ে মাঝে মাঝে বসে পড়ি কবিতার মত করে হিজিবিজি লেখা লিখে আপনাদের মাঝে শেয়ার করতে। তবে একটি কথা না বললে নয়, আপনাদের কে সত্যি আমি কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য্য সহকাররে আমার সেই হিজিবিজি লেখা গুলো কবিতা মনে করে পড়েন। হি হি হি

White and Green Simple  Professional Business Project Presentation.png

ভালোবাসা তো একান্ত নিজের বিষয়। কে ভালোবাসলো আর কে বাসলো না সেটা দেখে তো আর ভালোবাসা হয় না। পৃথিবীতে অনেক মানুষই আছে যে কিনা তার প্রিয় মানুষটিকে মনের মাঝে ধারন করে দিনের পর দিন পার করে দেয়। কত বার আর কত দিন যে তার মনের মাঝে লুকিয়ে থাকা স্বপ্নগুলো ভেঙ্গে খান খান হয়ে যায় তার হয়তো কোন সীমাও থাকে না। তবুও মানুষটি মনের মাঝে নতুন করে স্বপ্ন বুনে প্রিয় মানুষের জন্য। কত কিছুই না মনের মাঝে ভেবে চলে প্রিয় মানুষ কে নিয়ে। ভালোবাসার বিনিময়ে যদিও সে দুঃখ আর বেদনা ছাড়া আর কিছুই পায় না। তবুও সে ভালোবেসে যায় যুগ যুগ ধরে। আর আজ আমি তেমনই একটি বিষয় কে ঘিরে আরও একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম আশা করি বেশ ভালো লাগবে আপনাদের কাছে।

স্ব-রচিত কবিতা
স্বপ্নগুলো ভেঙ্গে গেল

লেখা- মাকসুদা কাউসার

হৃদয় মাঝে জায়গা করে,
রেখে ছিলাম যতন করে,
ভেবে ছিলাম থাকবে তুমি,
আমার মনের মানুষ হয়ে।।

আমার মনের নিখুঁত বাড়ী,
হয়নি তোমার মনের তৈরী,
তাই তো তুমি নিজের হাতে,
স্বপ্নগুলো ভেঙ্গে দিলে।।

ভালোবাসার চাওয়া গুলো,
তোমার জন্য হয় যে ব্যাকুল,
তুমি ছাড়া আধাঁর সবই,
নিভে যায় যে প্রেমের বাতি।।

তোমার প্রেমে ব্যাকুল হয়ে,
জোছনা ভরা চাঁদনি রাতে,
আকাশ পানে চেয়ে থাকি,
কখন তুমি আসবে ফিরে?

প্রেমের মাঝে নেই যে তারা,
তুমিই আমার জীবন ধারা,
তোমায় নিয়ে ভাসবো আমি,
ভালোবাসার নীল সাগরে।।

Screenshot_5.png

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

image.png

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

প্রিয় মানুষ মানেই হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। তার কাছে অন্যান্য সকল অনুভূতিগুলি তুচ্ছ মনে হয়। সেই প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের সবটুকু অনুভূতি উজাড় করে লিখেছেন আপনার আজকে কবিতাটি। সুন্দর ছন্দ মিল এবং উৎকৃষ্ট মানের শব্দচয়নে কবিতাটি রচনা করেছেন। যা পড়ে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে ,ধন্যবাদ।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কবিতার লাইনগুলো দারুন লিখেছেন আপু। চলে যাওয়া মানুষটাকে যদি এরকম একটা কবিতা শোনাতে পারতাম তাহলে বোধহয় সে আবার ফিরে আসত হা হা হা। আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অসাধারণ অনুভূতি ও ভালোবাসার গভীরতা ফুটে উঠেছে আপনার কবিতার প্রতিটি লাইনে। হৃদয়ের স্পর্শ করা এই কবিতায় প্রেমের আকুতি ও বিরহের যন্ত্রণা অপূর্বভাবে প্রকাশ পেয়েছে। এমন সুন্দর লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপু আপনি যে একজন ভালো ব্লগারের পাশাপাশি একজন ভালো লেখক তা আপনার কবিতাগুলো পড়েই বুঝা যায়। দারুন কবিতা লেখেন আপনি। আপনার কবিতাগুলো পড়তে আমার ভালো লাগে। কবিতা লেখার মধ্যে আপনার অনেক দক্ষতা রয়েছে। আজও দারুন একটি কবিতা লেখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আসলে ভালোবাসা এরকমই হয়ে থাকে। ভালোবাসার কাছ থেকে দুঃখ পেলেও তাকে কখনো ভুলা যায় না। ভালোবাসা এক অদ্ভুত মায়া। আপনি আজকে এত সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে আপনার কবিতার প্রতিটা লাইন।

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

আপু আপনি যে একজন ভালো ব্লগারে পাশাপাশি একজন ভালো লেখক তা আপনার কবিতাগুলো পড়েই বুঝা যায়। দারুন কবিতা লেখেন আপনি। আপনার কবিতাগুলো পড়তে আমার ভালো লাগে। কবিতা লেখার মধ্যে আপনার অনেক দক্ষতা রয়েছে। আজও দারুন একটি কবিতা লেখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

বাহ আপু আজকে আপনি চমৎকার কবিতা লিখেছেন তো।স্বপ্নগুলো ভেঙ্গে গেল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে স্বপ্ন ভেঙে গেলে সবকিছু খান খান হয়ে যায়। স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায়। তবে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর করে লিখলেন তো এই কবিতাটা। পুরো কবিতাটা পড়েই তো আমার অনেক ভালো লেগেছে। অনেক বেশি ভালো লাগে আমার কাছে এরকম কবিতা গুলো পড়তে। আর এই কবিতাটা লেখার টপিক সত্যি খুব ভালো ছিল। এত সুন্দর একটা কবিতা লিখেছেন এটার প্রশংসা করতে হচ্ছে।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সত্যি অসাধারণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা সুন্দর এই কবিতাটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে আমার। তবে আপনার এই কবিতাটির মধ্যে ভালোবেসে প্রিয় মানুষকে না পাওয়ার বেদনার অনুভূতি দারুণভাবে ফুটে উঠেছে।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।