টার্গেট ডিসেম্বর - 👍পাওয়ার আপ সিজন -৪ (১০ স্টিম পাওয়ার আপ )

in hive-129948 •  18 hours ago 

আসসালামু আলাইকুম

পাওয়ার কথাটি শুনলে কেমন জানি একটা গরম গরম ভাব জেগে উঠে। সত্যি বলতে আমরা কেবল সঠিক পাওয়ার ব্যবহার করে আমাদের কে আগামীর পথে উজ্জীবিত করতে পারি। তাই আমাদের নিজস্ব কিছু পাওয়ার থাকা জরুরী। যেমন জরুরী আমাদের একাউন্টের ও কিছু পাওয়ার থাকা। সেজন্যই তো আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু পাওয়ার আপ করা প্রয়োজন। সে যাই হউক আজও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আছি কোন রকম।

আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ ১০ স্টিম পাওয়ার আপ (6).png

CANVA দিয়ে তৈরি

image.png

প্রিয় বন্ধুরা প্রতিদিনের মত করে আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে। সত্যি বলতে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। একমাত্র পাওয়ার আপ করেই আমরা নিজেদের একাউন্টকে অনেক দূর নিয়ে যেতে পারি। আর তাই তো আমাদের প্রিয় কমিউনিটি আমাদের কথা চিন্তা করেই পাওয়া আপ প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। আর পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৪ এ নিজের একাউন্ট কে আরও বেশী সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমি আমার স্টিম পাওয়ার কে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। সব সময় ছোট ছোট করে পাওয়ার আপ করার চেষ্টা করি। কিন্তু আজ চেষ্টা করলাম কিছুটা বড় এমাউন্ট পাওয়ার আপ করতে। আশা করি সিজন-৪ এ আমি আমার স্টিম পাওয়ার কে ১০,০০০ স্টিম পাওয়ারে উন্নীত করতে পারবো। আর সেই কথাটি মাথায় রেখেই আমি আগামী ডিসেম্বরের মধ্যে আমার দ্বিতীয় ডলফিন অজর্ন করার জন্য ১০,০০০স্টিম পাওয়ারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম। আশা করি আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা পেলে আমি আগামীর পথে এগিয়ে যেতে পারবো।

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা

Screenshot_7.png

পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট একাউন্টের নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে প্রবেশ করতে হবে।


Screenshot_1.png

এবার স্টিমিট ওয়ালেটে দেখে নিতে হবে যে, এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম এবং স্টিম পাওয়ার এর অবস্থা কি ছিল। এ সপ্তাহে পাওয়ার আপ করার আগে আমার লিকুইড স্টিম ছিল ৬৮.২০২ এবং স্টিম পাওয়ার ছিলো ৯৭৩৯.৬৭৭।

Screenshot_2.png

এবার পাওয়ার আপ করার জন্য ওয়ালেটের লিকুইড স্টিম এর ব্যালেন্স এর পাশে রক্ষিত ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে। দেখা যাবে সেখানে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতে হবে।

Screenshot_3.png

এখন যে ইন্টারফেইজটি আসবে তাতে এমাউন্টের ঘরে যে পরিমান স্টিম পাওয়ার আপ করা হবে তা লিখতে হবে। যেহেতু এ সপ্তাহে আমি ১০ লিকুইড স্টিম কে পাওয়ার আাপ করবো। তাই এমাউন্টের ঘরে ১০ লিখতে হবে। তারপর পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।

Screenshot_4.png

এখন যে ইন্টারফেইজটি আসবে সেটা ভালভাবে চেক করে নিতে হবে। এরপর সেখানে থেকে ওকে বাটনে ক্লিক করবো।

Screenshot_5.png

এবার যে ইন্টারফেইজটি এসেছে তাতে ইউজার এর ঘরে স্টিমিট আইডি ঠিক আছে কিনা তা চেক করে নিয়ে স্টিমিট এর একটিভ কী দিতে হবে। তারপর সাইন ইন এ ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল এ সপ্তাহের ১০ স্টিম লিকুইড কে পাওয়ার আপ করার কার্যক্রম।

Screenshot_4.png

সাইন ইন করার পর একটি ইন্টারফেইজ আসবে। আর তাতে দেখা যাচ্ছে ১০স্টিম লিকুইড এখন পাওয়ার আপ হয়ে গেছে। তাই স্টিম ওয়ালেটের লিকুইড স্টিম আর স্টিম পাওয়ার এর ভ্যালুও পরিবর্তন হয়ে গেছে।

image.png

পাওয়ার আপ করার পর ওয়ালেটের অবস্থা
পূর্বের এসপি৯৭৩৯.৬৭৭
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি৯৭৪৯.৬৭৮

image.png

শেষ কথা

প্রতি সপ্তাহে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করতে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। আর এভাবেই আমি ডিসেম্বরের মধ্যে আমার দ্বিতীয় ডলফিন অর্জন করতে পারবো।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_1.png

Screenshot_1.png

প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। এভাবে সব সময় পাওয়ার আপ করার ফলে আপনার স্টিম পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। পাওয়ার বৃদ্ধি করা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। এভাবে নিজেও এগিয়ে যেতে থাকুন আর অন্যদেরকেও উৎসাহিত করতে থাকুন।

আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, যদি প্রতি নিয়ত এভাবে পাওয়ার বৃদ্ধি করেন। আমার অনেক বেশি ভালো লেগেছে আপনার পোস্ট দেখে। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে অনেক দূর এগিয়ে যান শুভকামনা রইল।