"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৮ !! এসো নিজে করি - বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আজ ,রবিবার, ২১শে ডিসেম্বর ২০২২ ইং
৬ই পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ

হ্যালো, বন্ধুরা কেমন আছেন? ভাল আছেন নিশ্চয় সবাই। আশা করি বেশ ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।

আবার নতুন করে এলো আরও একটি প্রতিযোগীতা । আর এবার এর প্রতিযোগিতার বিষয় রাখা হয়েছে ডাই পোস্ট। কয়েকদিন যাবৎ ভাবছি কি করা যায়। কিছুই ভেবে ঠিক করতে পারছিলাম না। একবার ভাবলাম এবার না হয় প্রতিযোগিতায় নাই অংশ গ্রহণ করি। কারন এই সপ্তাহটা কেন জানি আমার ভাল যাচ্ছে না। পারিবারিক আর অফিসিয়াল বিভিন্ন ঝামেলায় কেটে যাচ্ছে সময়।

অবশেষে চিন্তা ভাবনা করে ফেললাম একটি ডিজিটাল ডাই পোস্ট করি । তাই এতটা দেরী হয়ে গেল। আর আমি করে ফেললাম আমার প্রতিযোগিতায় অংশ গ্রহণ ডাই পোস্ট।

image.png

Made By-@maksudakawsar

বিশ্বকাপ ফুটবল-২০২২ এর বিশ্বকাপ অঙ্কন

ধাপ-১

11.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

image.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

প্রথমে একটি সাদা পেইজ নিতে হবে। তারপর পেইজটি তে দুটি বৃত্ত অঙ্কন করতে হবে। এরপর উপরের বৃত্তটির ভিতরে একটি লম্বা ঘর করতে হবে এবং নিচের বৃত্তাকার ঘরটির অর্ধেকটা সিলেক্ট করে মুছে দিতে হবে।

ধাপ-২

image.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

image.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার নিচের গোলাকার বৃত্তটির নিচের অংশ সিলেক্ট করে কেটে ফেলতে হবে। তারপর সেই বাকী অংশের উপর আরও একটি ছোট বৃত্ত অঙ্কন করতে হবে। এবার বিশ্বকাপ বানানোর জন্য ‍দাগ টেনে ‍উপরের বৃত্তটির সাথে নিচের অংশ যোগ করে দিয়ে একটি বিশ্বকাপ বানাতে হবে।

ধাপ-<৩/center>

image.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার সেই বিশ্বকাপের আরও কিছু দাগ টেনে দিতে হবে। যাতে করে কাপটি সুন্দর দেখায়।

ধাপ-৪

8.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

7.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার সেই বিশ্বকাপের মাঝখানে আরও কয়েকটি দাগ টেনে দিতে হবে এবং কাপটির নিচে কাপটি বসার জন্য একটি পাত্র অঙ্কন করে কাপটিকে পূর্নাঙ্গ রূপ দিতে হবে।

ধাপ-৫

5.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার নির্ধারিত টুল সিলেক্ট করে বিশ্বকাপের কিছু অংশ রং করে দিতে হবে।

ধাপ-৬

6.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার কাপের সৌন্দর্য বৃদ্ধির জন্য বল সহ সম্পন্ন বিশ্বকাপটি রং করে দিতে হবে।

ধাপ-৭

3.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার বিশ্বকাপের পাশে একটি প্রিয় দলেন পতাকা অঙ্কন করতে হবে। তবে আমি কাপটির সৌন্দর্য রক্ষার্থে বেশ কয়েকবার কাপটির রং পরিবর্তন করেছি।

ধাপ-৮

2.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার টুল বক্স হতে ব্রাশ এবং রং দিয়ে প্রিয় দলের পতাকা রং করে দিলাম।

ধাপ-৯

1.png

[ স্ক্রীনশট](light shot)
Made By-@maksudakawsar

এবার আবার ‍টুল বক্স হতে ব্রাশ এবং নির্ধারিত রং ব্যবহার করে সম্পন্ন বিশ্বকাপটিকেন একটি ব্যাকগ্রাউন্ড রং করে দিতে হবে। তাহরেশেষ হয়ে গেল আমার আজকের প্রতিযোগিতার "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৮ !! এসো নিজে করি - বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ।

উপস্থাপনা
বন্ধুরা বিশ্বকাপের উত্তেজনায় আনন্দে বিভর সবার জন্য আজ আমার এই প্রয়াস।পেইন্টিংকরার সময়ে এর প্রতিটি ছবি আপনাদের মাঝে শেয়ার করার জন্য স্কিনশর্ট নিয়ে রেখেছি। আজকে আমার এই পেইন্টিং করা"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৮ !! এসো নিজে করি - বিশ্বকাপ ফুটবল নিয়ে DIY প্রজেক্ট এর পেইন্টিং কার কার ভাল লেগেছে জানিনা। তবে আমি চেষ্টা করেছি, আমার সবটুকু দিতে। জানিনা কতটুকু সফল হতে পেরেছি।

কেমন লাগলো আমার আজকের ব্লগটি? জানার অপেক্ষায় রইলাম।

আপনারা ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথম জানাই প্রতিযোগিতায় অংশ করারা জন্য শুভেচ্ছা ও অভিনন্দন ।বিশ্বকাপ নিয়ে ডাই প্রজেক্ট চমৎকার হয়েছে।এধরণের ডাই গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ।

আপু এত সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিযোগিতা উপলক্ষে অসাধারণ একটি ড্রাই প্রজেক্ট করেছেন আপনি যা দেখে ভীষণ ভালো লেগেছে। আর ডিজিটাল ভাবে অঙ্কন করার কারণে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশনও খুবই ভালো ছিল যা দেখে সত্যি আমি মুগ্ধ। প্রতিটি স্টেপ খুবই সুন্দর ভাবে দিয়েছেন যার জন্য একটু বেশি ভালো লেগেছে। অনেক অনেক অভিনন্দন রইল আমার পক্ষ থেকে আপনার জন্য।

ভাইয়া এটা তো মেসের জন্য করা এজন্য এত সুন্দর হয়েছে।

আপু আপনি বিশ্বকাপ ফুটবলের ট্রফি অঙ্কন করে DIY প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন সেটা দেখে খুব ভাল লাগলো। এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার নতুন প্রতিভা প্রকাশ পেয়েছে। আশা করি সামনে দিনে আরো ভালো কিছু দেখতে পাবো। ধন্যবাদ আপু।

জি ভাই আপনারা পাশে থাকলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো।

আপনাকে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন দেখে খুব ভালো লাগলো। তবে এইবার প্রতিযোগিতা আপনি অনেক সুন্দর একটি ড্রাই পোস্ট করেছেন। ডিজিটাল ড্রাই পোস্ট করার কারণ দেখতে খুব ভালই লাগলো। বিশ্বকাপ উপলক্ষে আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে কালার। সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক অনেক শুভকামনা রইলো।

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর প্রশংসা করেছেন।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনি বিশ্বকাপ উপলক্ষে খুব সুন্দর ডাই পোস্ট করেছেন। আপনার ডাই পোস্ট আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে ওয়ার্ল্ড কাপের কালারটি আমার কাছে খুব চমৎকার লাগলো। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার কাছে ভালো লেগেছে কথাটি জেনে আমার বেশ ভালই লাগছে।

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি খুব সুন্দর করে বিশ্বকাপ ফুটবল চিত্রাংকন করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। এবং ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে

ভাই আমি তো বিশ্বকাপের ফুটবল আঁকিনি। আমি সম্পূর্ণ বিশ্বকাপ অংকন করেছি।