লাইফ স্টাইল- বৃষ্টির স্পর্শে ফিরে পেলাম সজীবতা || lifestyle by @maksudakawsar ||

in hive-129948 •  5 months ago 

আসসালামু আলাইকুম

প্রানের প্রিয় আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ্ এর অশেষ রহমতে বেশ ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে। তা না হলে কাজ করবো কি করে?

আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। শত ব্যাস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

চারদিকে ধুম ধুম বৃষ্টি হলেও যেন শান্তি নেই। গরম কিন্তু তেমন কমেনি। একদিকে বৃষ্টি আর অন্য দিকে গরম। দুই মিলিয়ে আমাদের হচ্ছে জ্বালা। এমন ঠান্ডা আর গরমের আবহাওয়ার জন্য ঘরে ঘরে বেড়ে গেছে আবার জ্বর, ঠান্ডা আর কাশি। তাইতো আমাদের এখন বেশ সাবধানতায় চলতে হবে। বন্ধুরা প্রতিদিনের মত করে আজও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি লাইট স্টাইল পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

image.png

image.png

বৃষ্টির স্পর্শে ফিরে পেলাম সজীবতা

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

মানুষের সখের কোন শেষ নেই। এক একজনের সখ এক এক রকমের। কারও সাথেই কারো সখের কখনও মিল হয় না। কারন মানুষ জন্ম থেকেই এমনভাবে বেড়ে উঠেছে। সবার মত আমারও সখ বা সাধ আছে। আর সেই সখের একটি হলো বৃষ্টি দেখলেই ভিজতে যাওয়া। কিন্তু বৃষ্টিতে ভিজতে গিয়ে আবার জ্বর আসে সেই ভয়ে যে কবে বৃষ্টিতে ভেজা বন্ধ করে দিয়েছি তা ঠিক মনে নেই। শুধু মনে পড়ে বৃষ্টিতে ভেজার সেই আনন্দগুলো। আর বৃষ্টির পানিতে ভেজার সেই অনুভূতি গুলো কাউকে বুঝিয়ে বলারও নয়। শুধু অনুভবের বিষয়।

image.png

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

অনেক বছর পর সেদিন অফিস থেকে আসার পথে যখন দেখলাম যে ঝুম বৃষ্টি আর ঝুম বৃষ্টির মধ্যে পথে পথে ছেলেমেয়েরা ভিজছে। আর আনন্দে নিজেদের কে মাতিয়ে তুলছে। তাদের এমন অবস্থা দেখে আমার যেন মনের মধ্যে কি হলো। মনে চাইলো যে তাদের মত করে একটু বৃষ্টিতে ভিজি। মনে চাইলো যে এমন বৃষ্টির স্পর্শে নিজেকে একটু প্রাণবন্ত করি। তাছাড়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় ভাবলাম যে একটু বৃষ্টির পানি দিয়ে সকল অসুস্থতা কে দূরে ঠেলে দেই। কারন কোথায় যেন শুনেছিলাম যে বৃষ্টির পানিতে গোসল করলে নাকি মনে আসে প্রফুল্লতা। আর দূর হয়ে যায় সকল অসুস্থতা।

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

কিন্তু কি করবো সাথে থাকা মোবাইল আর ব্যাগ। তাই তো চলে গেলাম আম্মার বাসায়। সেখান থেকে আমার কাজের খালাকে ডেকে নিয়ে তার কাছে ব্যাগ আর মোবাইল ধরিয়ে দিয়ে শুরু করলাম বর্ষার এমন ঝুম বৃষ্টিতে ভেজা। আর তখনই মনে হলো যে এমন সুন্দর সময়টুকু আপনাদের মাঝে ছড়িয়ে দিলে মন্দ হয় না। আর সেই জন্যই তো একটু হাটি আর একটু দাঁড়িয়ে ফটোগ্রাফি করি। আমার এমন ফটোগ্রাফি করতে দেখে খালা হেসে বলল, আমার একটা ফটো তুলুন যে। আমি তো তার হাসি দেখে ফিদা। ওরে কুট কুট হাসি খালার লক্ষ্য টাকা দিলেও এমন আনন্দের হাসি আর পাওয়া যাবে না। তখনই মনে হলো বৃষ্টিতে ভেজাটাই আমার স্বার্থক।

image.png

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

তবে সেদিনের বৃষ্টি কিন্তু আমার জন্য বেশ শুভ ছিল। সেদিনে বৃষ্টির পানি আমাকে উপহার দেয়নি কোন ঠান্ডা, সর্দি বা জ্বর। সেদিনের বৃষ্টি আমাকে দিয়েছে একটি প্রাণবন্ত দেহ। কেন জানি বৃষ্টির পানিতে গোসল সেরে বাসায় এসে যখন ফ্রেস হলাম, তখন সম্পূর্ণ দেহটাই আমার হালকা আর প্রানো্বন্ত মনে হয়েছিল। মনে হচ্ছিলো যে এটাই মনে হয় আল্লাহর রহমান। বেশ ভালোই লাগছিল এটা ভেবে যে বৃষ্টির পানি সত্যিকারের আল্লাহ্ এর এক রকমের রহমত। বিশ্বাস না হলে আপনারাও ভিজে দেখতে পারেন।

শেষ কথা

সত্যি বলতে সেদিন বৃষ্টির পানিতে ভেজা এমন আনন্দের সময়টুকু আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না। আশা করি আমার আজকের অনুভূতি গুলো আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বৃষ্টির দিনে ভেজাটা খুব আনন্দের৷ আপনি এতো সুন্দর করে বর্ণনা করেছেন প্রতি শব্দেই আপনার ভেতরের আনন্দ ফুটে বেরচ্ছিল৷

আমি যেখানে থাকি সেখানে বর্ষার প্রথম বৃষ্টিতে ভেজার রেওয়াজ আছে। আপনার পোস্টটি পড়ে সেগুলোই মনে হচ্ছিল। তবে কেন জানি না আমি নিজে খুব বিপাকে না পড়লে বৃষ্টিতে ভিজি না৷ কি যে ঠান্ডা লাগে৷ উফফ

সুন্দর পোস্ট লিখেছেন আপু৷ আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনার মন্তব্যে আমি মুগ্ধ। ধন্যবাদ এমন সুন্দর করে মন্তব্য করার জন্য।

আমাদের এখানে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল আজকে অবশ্য আকাশের রোদ উঠেছে। তবে অনেকদিন ধরে বৃষ্টির দেখা মিলল তাই অনেক ভালো লেগেছিল। কিছু সময়ের বৃষ্টিতে ভিজে গেলে সর্দি জ্বর আসে তবে সব দৃষ্টিতে না। আমিও কিন্তু আস্থা রকম ভিজেছি স্বস্তির বৃষ্টিতে।

চিমটি ভাইয়া। যাক তাহলে ভাইবোন দুজনেই বৃষ্টিতে ভিজলাম এবার। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।