হৃদয়ে পুষে রাখা শত বেদনা,
আজ যেন হয়েছে মেঘের বন্যা,
বেদনার রং দেখে আমি হতবাক
কি করে গুচবে ওগো কষ্টের দাগ?
বেদনারা আজকাল হয়ে গেছে চুপ,
চুপিসারে বয়ে বেড়ায় কষ্টের রূপ,
হাসি দেখে বুঝে না কেউ মনের জ্বালা,
বেদনারা বুকে বসে দিয়ে যায় সারা।।
আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৯
হৃদয়ে পুষে রাখা শত বেদনা,
আজ যেন হয়েছে মেঘের বন্যা,
বেদনার রং দেখে আমি হতবাক
কি করে গুচবে ওগো কষ্টের দাগ?
বেদনারা আজকাল হয়ে গেছে চুপ,
চুপিসারে বয়ে বেড়ায় কষ্টের রূপ,
হাসি দেখে বুঝে না কেউ মনের জ্বালা,
বেদনারা বুকে বসে দিয়ে যায় সারা।।