প্রকৃতি আর্ট || ১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

হেল্লো বন্ধুরা
আমি বাংলাদেশ 🇧🇩 থেকে @mamun02


কেমন আছেন আপনারা,
আশা করি আল্লাহর রহমতে অনেক আছেন।
আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে
🎨 একটি প্রকৃতি 🎨 আর্ট করতে যাচ্ছি,
আশা করি আমার প্রকৃতি আর্ট আপনাদের ভালো লাগবে,
তাহলে চলুন বন্ধুরা আর্ট শুরু করা যাক।



IMG_20210715_170347-01.jpeg

আমি যে প্রকৃতিক দৃশ্যটি আর্ট করবো, সেখানে ২ টি কুঁড়ে ঘর, গাছপালা ও একটি নদী থাকবে। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।



  • উপকরণ
  • ১.আর্ট পেপার
    ২.রং পেন্সিল
    ৩.পেন্সিল
    ৪.রুলার
    ৫.রাবার

    IMG_20210715_170814.jpg



  • ধাপঃ— ০১


  • IMG_20210715_145212.jpg

    আমি প্রথমে আর্ট পেপার এর মধ্যে ২ টি ছোট ঘর এঁকেছি।



  • ধাপঃ— ০২


  • IMG_20210715_150134.jpg

    এরপর বামপাশের ঘড়টির কোণে দুটি তাল গাছ এঁকেছি।



  • ধাপঃ— ০৩



  • IMG_20210715_150815.jpg
    এরপর ঘরটির সামনে, নদী আকার মতো জায়গা ফাঁকা রেখে একটি নৌকা আঁকবো এবং দুরের গাছপালা গুলোও এঁকেছি।



  • ধাপঃ— ০৪


  • IMG_20210715_151342.jpg
    এরপর আঁকাবাকা করে নদী এঁকেছি।



  • ধাপঃ— ০৫



  • IMG_20210715_152458.jpg
    এরপর আকাশে হাল্কা রং করেছি এবং তালগাছের পাতায় সবুজ বং করেছি।



  • ধাপঃ— ০৬


  • IMG_20210715_153422.jpg
    এরপর গাছের গোড়া থেকে উপর পর্যন্ত রং করেছি।



  • ধাপঃ— ০৭



  • IMG_20210715_154857.jpg
    এরপর ঘরের ছাউনি তে রং করি এবং হাল্কা করে ঘরের বেড়াতে রং করেছি।



  • ধাপঃ— ০৮



  • IMG_20210715_172807.jpg
    এরপর ঘরের নিচের দিকে হাল্কা রং করেছি এবং নদীর কিনারায় সবুজ বং করেছি।



  • ধাপঃ— ০৯


  • IMG_20210715_172841.jpg
    উঠনে রং করি।



  • ধাপঃ— ১০



  • IMG_20210715_161921.jpg
    আগের রং গুলো একটু ডিপ করেছি। ও তালগাছের নিচে রং করেছি।



  • ধাপঃ— ১১



  • IMG_20210715_164127.jpg
    এরপর নৌকায় রং করি এবং নদীর পানি হাল্কা করে রং করেছি।



  • ধাপঃ— ১২


  • IMG_20210715_173026.jpg
    দুরের দুটি গাছ ও আকাশে ছোট ছোট পাখি এঁকেছি। এবং শেষে পুরোটাতে আবারও হাল্কা রং করে ডিপ করেছি।



  • সম্পূর্ণ আর্ট হওয়ার পরঃ—


  • IMG_20210715_170347-01.jpeg



    আশা করি আমার প্রকৃতি আর্ট আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



    ❤️ সবাইকে ধন্যবাদ ❤️



    Best Regards:-
    @mamun02

    Authors get paid when people like you upvote their post.
    If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
    Sort Order:  

    প্রকৃতি আমাদের কখনই প্রতারণা করে না; আমরা নিজেরাই নিজেকে প্রতারণা করি।” ... “প্রকৃতির আরো গভীরে তাকাও এবং তারপর আপনি সবকিছু আরও ভাল করে বুঝতে পারবেন।

    প্রকৃতি নিয়ে আপনি খুব সুন্দর অংকন করেছেন।ধাপে ধাপে ভালো ভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো।

    ধন্যবাদ

    ভাই অসাধারণ হয়েছে আপনার আঁকা গ্রামের দৃশ্য টি। আপনি যে একজন ক্রিটিভ মানুষ সেটা আপনার আর্ট করার স্টাইল দেখলে বুঝা যায়। যাইহোক ভাই অনেক সুন্দর আর্ট শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ

    দারুন ছবি আর্ট করেছেন।একটি গ্রাম্য পরিবেশ সাথে নদী বাহিত হচ্ছে।এ যেন এক সপ্নের জায়গা।শুভকামনা

    ধন্যবাদ

    এরকম আর্ট দেখলে আমার মনটা ভরে যায়।আমি এরকম আর্ট খুব পছন্দ করি।যেখানে প্রকৃতির সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।আপনি অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো।

    ভাইয়া অনেক সুন্দর প্রকৃতির আর্ট করেছেন। আপনার ছবিতে সবচেয়ে ভালো লাগলো নৌকার ছবিটি। নদীর ধারে নৌকা, সুন্দর একটা দেখার বিষয়। শুভেচ্ছা ও অভিনন্দন।

    ধন্যবাদ ভাইয়া

    আপনি খুবই সুন্দর প্রাকৃতিক আর্ট করেছেন।বিশেষ করে ছই যুক্ত ডিঙি নৌকা দেখতে অনেক সুন্দর লাগছে।
    আপনার জন্য শুভকামনা রইল

    ধন্যবাদ ভাইয়া

    আহ। গ্রাম বাংলার প্রকৃতি দেখলেই ভাল লাগে। ভাল হয়েছে অনেক। সুন্দর। ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ ভাইয়া

    খুব সুন্দর একটি ড্রইং করেছেন। অনেক সুন্দর ভাবে গ্রামীণ দৃশ্যটি উপস্থাপন করেছেন আমাদের সামনে। আপনার জন্য অনেক শুভকামনা। আশা করছি ভবিষ্যতে আমাদের সাথে আরো অনেক সুন্দর ড্রইং শেয়ার করবেন।

    আপনার আর্ট আমার খুবই ভালো লেগেছে,আপনি অনেক সুন্দর আর্ট করেন দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইলো আপনার জন্য

    ধন্যবাদ ভাইয়া