হ্যালো বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mamun02
আমার পরিচয় পত্র
আমার নামঃ মোঃ মামুনুর রশীদ মামুন এবং আমার স্টিমিট ইউজার নেম, @mamun02 আমার জন্মস্থান নীলফামারী। আর আমার বর্তমান ঠিকানা রংপুর। ছোট থেকেই আমি বড় হয়েছি রংপুরে, রংপুরের ধুলো মাটি আমার গায়ে লেগেই রয়েছে।
আমাদের পরিবারের সদস্য সংখ্যা চারজন। বাবা, মা, এক ভাই এবং এক বোন। এবং আমি পরিবারের মধ্যে ছোট আর আমার বড় হলো আমার বোন।
আমাদের ছোট পরিবারটি পুরো কৃষির উপর নির্ভর করে চলে। আর আমার বাবা হলো আমাদের পরিবারের প্রধান। এবং আমি আমার বাবার কাজে মাঝে মাঝে সাহায্য করে থাকি।
আমার শিক্ষাগত যোগ্যতাঃ
আমি একজন ছাত্র। আর আমি বর্তমানে রংপুরে পড়াশোনা করতেছি। আমি বর্তমানে নবম শ্রেণিতে বিজ্ঞান শাখায় পড়তেছি। স্কুলে আমি একজন ভালো ছাত্র ছিলাম। সবসময় বাসার কাজ এবং সব ক্লাসের পড়া কমপ্লিট করে রেগুলার স্কুলে যেতাম। এর জন্য আমাকে সব স্যার-ম্যাডাম অনেক ভালবাসতো।
আর এই মহামারীর কারণে আমি তাদের অনেক মিস করি।
ধন্যবাদ আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য। চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া.. আচ্ছা ভাইয়া আমায় কি মেম্বার হিসাবে নেওয়া যাবে না ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit